|
|
|
|
নিকাশি নালা সংস্কার শুরু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুজোর আগে হকারদের সরিয়ে নিকাশি নালা সংস্কারের পরিকল্পনা নিয়েছিল মেদিনীপুর পুরসভা। বৃহস্পতিবার থেকে সেই কাজ শুরু হল। কয়েক জন করে হকারকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার পর বুজে আসা নালা থেকে মাটি সরিয়ে ফেলা হচ্ছে।
মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র এলআইসি চক থেকে শুরু করে শিশু উদ্যান, বাসস্ট্যান্ড--সবর্ত্রই রাস্তার দু’ধারে হকাররা রয়েছেন। হকারেরা নালার উপরেই দোকান খুলে বসেছেন। ফলে দীর্ঘ দিন ধরেই সেই নালা আর সংস্কার করা যায়নি। উল্টে নালার উপর আবর্জনা ফেলায় নালার কোনও অস্তিত্বই প্রায় দেখা যেত না। সামান্য বৃষ্টিতেও রাস্তার উপর দিয়ে জল বয়ে যেত। দেখলে মনে হবে, যেন রাস্তাটাই নালার রূপ নিয়েছে। এলআইসি চক, রাজাবাজার, বাসস্ট্যান্ড-সহ সর্বত্রই একই চিত্র।
কিন্তু পুজোর সময় কী হবে? যে সময় শুধু শহরের মানুষ নয়, দূরদূরান্তের গ্রাম থেকেও বহু মানুষ শহরে ভিড় জমান। পুজোতে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তাও নেই। পুজোর সময়েও রাস্তার উপর জল জমে গেলে মানুষ বিপাকে পড়বেন, ক্ষুব্ধও হবেন। এ কথা বিবেচনা করেই নালা সংস্কারে উদ্যোগী হয় পুরসভা। সংস্কারের পর ফের পুরনো জায়গা ফিরে পাবেন হকাররা। এই ব্যবস্থায় রাজি হন হকাররাও। উপ-পুরপ্রধান এরশাদ আলি বলেন, “পুজোর সময় যাতে রাস্তার উপর দিয়ে জল না যায় সে জন্যই নালা সংস্কার। হয়তো তাতে হকারদের এক দিন ক্ষতি স্বীকার করতে হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে তা তো করতেই হবে। শহরের সর্বত্রই এ রকম নালা সংস্কারের কাজ হবে।” |
|
|
|
|
|