টুকরো খবর
বহিষ্কৃত তৃণমূল নেতা ধৃত
তৃণমূল কর্মী এক হকারকে মারধরের অভিযোগে বুধবার রাতে বহিষ্কৃত এক তৃণমূল নেতা-সহ ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। বহিষ্কৃত ওই নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে আরও অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তাঁরা। শ্রীকান্ত দাস নামে এক হকারকে সোমবার সন্ধ্যায় মারধর করা হয়েছিল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে। তাঁকে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। ওই রাতেই আকবর আলি নামে বহিষ্কৃত তৃণমূল নেতার নামে তিনি অভিযোগ দায়ের করেন থানায়। অন্য দিকে, বুধবার সকালে গোঘাটের বেঙ্গাই কলেজে তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বাধে। দুই তরফের চার জন জখম অবস্থায় ভর্তি হন মহকুমা হাসপাতালে। তাঁদের এক জন, সুদীপ ঘোষের অভিযোগ, আকবর আলি দলবল নিয়ে হাসপাতালে ঢুকে আমাকে মেরে ফেলার ভয় দেখায়। বলে মিথ্যা অভিযোগ করে কেন হাসপাতালে ভর্তি হয়েছি।” বুধবার সন্ধ্যায় তিনিও অভিযোগ দায়ের করেন থানায়। ওই রাতেই গ্রেফতার করা হয় আকবরকে।

ব্যান্ডেলে টাকা ছিনতাই, ধৃত তিন দুষ্কৃতী
ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে মোটর বাইকে সওয়ার দুষ্কৃতীরা এক ব্যক্তির নগদ বেশ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেল। ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যেই পুলিশ হাতেনাতে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। উদ্ধার হল খোওয়া যাওয়া টাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ব্যান্ডেলে। পুলিশ জানায়, এ দিন দুপুরে ব্যান্ডেল ইএসআই হাসপাতালের কর্মী গনেশ হেলা স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে দুষ্কৃতীরা মোটর সাইকেলে চড়ে এসে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর মগরা থানার পুলিশ কল্যানী সেতুর কাছ থেকে সন্দেহজনক একটি মোটর বাইকে থামায়। বেগতিক বুঝে পালাতে শুরু করে তারা। শেষ পর্যন্ত মগরা থানার এসআই সুব্রত দাস এক দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলেন। পরে গ্রেফতার হয় অন্যরা। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস বলেন,“দুষ্কৃতীদের মোটর বাইকটি আটক করা হয়েছে।”

দোষীরা অধরা, প্রতিবাদে পথ অবরোধ
খুনের ঘটনায় দোষীরা এখনও গ্রেফতার না হওয়ায় পুলিশ বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করল জনতা। গত মঙ্গলবার সকালে চণ্ডীতলার কুমিরমোড়া স্টেশন এলাকার একটি গয়নার দোকানে ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা। তাদের গুলিতে মারা যান দোকান মালিক শেখ সামসুল। সে দিন একপ্রস্থ অবরোধ হয়েছিল। ডানকুনি থেকে সিন্দুকটি উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকেও ধরা হয়। তাদের এক জনকে মারধর করে জনতা। জখম ওই দুষ্কৃতীকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য জন জেলহাজতে। বিক্ষোভকারীরা এ দিন দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িত সব দুষ্কৃতীকে তিন দিনের মধ্যে ধরতে হবে। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঘটনার দিনেই চণ্ডীতলা থানার দুই সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে দালালদের সঙ্গে যোগসাজস-সহ নানা অভিযোগ উঠেছিল। ওই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জেলা পুলিশের এক কর্তা জানান।

ব্যান্ডেলে টাকা ছিনতাই, ধৃত তিন দুষ্কৃতী
ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে মোটর বাইকে সওয়ার দুষ্কৃতীরা এক ব্যক্তির নগদ বেশ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেল। ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যেই পুলিশ হাতেনাতে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। উদ্ধার হল খোওয়া যাওয়া টাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ব্যান্ডেলে। পুলিশ জানায়, এ দিন দুপুরে ব্যান্ডেল ইএসআই হাসপাতালের কর্মী গনেশ হেলা স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে দুষ্কৃতীরা মোটর সাইকেলে চড়ে এসে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর মগরা থানার পুলিশ কল্যানী সেতুর কাছ থেকে সন্দেহজনক একটি মোটর বাইকে থামায়। বেগতিক বুঝে পালাতে শুরু করে তারা। শেষ পর্যন্ত মগরা থানার এসআই সুব্রত দাস এক দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলেন। পরে গ্রেফতার হয় অন্যরা।

জরি-কাজের প্রশিক্ষণ
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে বিনামূল্যে কাপড়ের উপরে জরির কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাগনানের জ্ঞান স্মৃতি পাঠাগারের অডিটোরিয়ামে। ৩০ জন মহিলা-পুরুষ প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষকেরা। এক মাস মেয়াদের এই প্রশিক্ষণ শেষ হবে আজ, শুক্রবার। প্রশিক্ষণের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক জ্যোতির্ময় আঢ্য বলেন, “রাজ্য সরকার জরির কাজকে গুরুত্ব দিচ্ছে। সে কারণেই এই শিল্পের উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরেরা ব্যাঙ্ক ঋণ-সহ নানা সরকারি সুবিধা পাবেন।”

চোলাই মদ নষ্ট করা হল রাউতাড়ায়
বৃহস্পতিবার সকালে পুড়শুড়ার রাউতাড়ায় পুলিশকে সঙ্গে নিয়ে ফের চোলাই উচ্ছেদ অভিযান চালাল আবগারি দফতর। ৪০০ লিটার চোলাই এবং প্রায় ১০ হাজার লিটার মদ তৈরির কাঁচা মাল ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত দু’মাসে এ ধরনের অভিযান হল এই নিয়ে তিন বার। স্থানীয় মানুষের বক্তব্য, অভিযান চলে ঠিকই, কিন্তু তারপর কয়েকটা দিন কাটতে না কাটতেই পরিস্থিতি যে কে সেই। মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “বেআইনি মদ ব্যবসায়ীদের বিকল্প রুজির সংস্থান নিয়ে চিন্তা-ভাবনা চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.