টুকরো খবর
আপাতত নয় আফজল গুরু নিয়ে আলোচনা
আফজল গুরুর ফাঁসি মকুবের আবেদন জানানোর প্রস্তাব নিয়ে আপাতত কোনও আলোচনা হচ্ছে না জম্মু-কাশ্মীর বিধানসভায়। গত কয়েক দিনে কংগ্রেস ও বিজেপির গোলমালের জেরে ওই প্রস্তাব নিয়ে কোনও আলোচনা হয়নি। বিধানসভার চলতি অধিবেশন শেষ হচ্ছে মঙ্গলবার। তার আগে এ নিয়ে আর আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি এ ভাবে ভেস্তে যাওয়ার দায় আজ বিজেপি-কংগ্রেসের উপরেই চাপিয়ে দেন নির্দল বিধায়ক শেখ আবদুল রশিদ। তাঁর অভিযোগ, প্রধান রাজনৈতিক দলগুলি ষড়যন্ত্র করেই এটা ঘটিয়েছে। এর প্রতিবাদে আজ বিধানসভা ভবনের বাইরে স্লোগান দিতে থাকেন আবদুল রশিদ এবং তাঁর সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে এসএসপি-র নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী। পুলিশ লাঠি চালালে আহত হন আবদুল রশিদ। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিধানসভায় অবশ্য গত কালের গোলমালের রেশ ছিল আজও। আফজল প্রসঙ্গে গত কাল নীরব থাকার জন্য স্পিকার মহম্মদ আকবর লোনের কাছে ধমক খেলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর দল আফজলের মৃত্যুদণ্ড মকুব করার পক্ষে হলেও গত কাল এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেন তাঁরা। আজ মেহবুবা দলের এই ভূমিকাকে সমর্থন করলে তাকে ‘সস্তা রাজনীতি’ বলে উল্লেখ করেন স্পিকার। বলেন, “এই আচরণের অর্থ কী? এর জন্য আপনাদের লজ্জিত হওয়া উচিত।” স্পিকারের এই মন্তব্যের জন্য পরে ক্ষমা চেয়ে নেন আইনমন্ত্রী আলি মহম্মদ সাগর। অন্য দলের হয়ে ভোট দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিজেপি সাংসদদের বরখাস্ত করার দাবিতে আজ কক্ষত্যাগ করেন কংগ্রেস সাংসদরা। স্পিকার অবশ্য জানিয়ে দেন বিষয়টি হাইকোর্টে বিচারাধীন হওয়ায় এ নিয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।

দোতলা ট্রেন ছুটবে কাল
বাতানুকুল দোতলা ট্রেন। অন্দরসজ্জা।
কয়েকটি শর্তে সপ্তাহখানেক আগেই ছাড়পত্র দিয়েছেন রেল নিরাপত্তা কমিশনার। আর কাল, শনিবার থেকেই কলকাতা-ধানবাদ রুটে চালু হয়ে যাচ্ছে বাতানুকূল দোতলা ট্রেন পরিষেবা। পূর্ব রেল বৃহস্পতিবার জানিয়েছে, ১ অক্টোবর থেকে সপ্তাহে পাঁচ দিন ট্রেনটি চলবে। শনিবার বিকেলে হাওড়া স্টেশনে ট্রেনটির সফরের সূচনায় সবুজ পতাকা দেখাবেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। আজ, শুক্রবার থেকে মিলবে টিকিট। পূর্ব রেল সূত্রের খবর, দোতলা ট্রেনে সাতটি বাতানুকূল কামরা থাকবে। প্রতিটি কামরায় থাকবে ১২৮টি আসন। রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার বেলা ৩টে ২০ মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। ধানবাদ যাওয়ার পথে থামবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বরাকর এবং কুমারডুবিতে। ধানবাদ থেকে ট্রেনটি রওনা দেবে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও শনিবার ভোর ৫টায়। কলকাতায় পৌঁছবে সকাল ৯টা ১৫ মিনিটে। অন্য দিকে,ভিড় সামলাতে কলকাতা থেকে অজমের যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। আজ,শুক্রবার বেলা ১১টা ২৫ মিনিটে শিয়ালদহ থেকে রওনা হয়ে ২ অক্টোবর, রবিবার সকাল ৯টা নাগাদ ট্রেনটি অজমের পৌঁছবে। বাতানুকূল ও সাধারণ কামরা মিলিয়ে ওই বিশেষ ট্রেনে ২২টি কামরা থাকবে।

ছবি: চন্দন পাল

ইস্তফা আরও এক টিডিপি বিধায়কের
তেলেঙ্গানার দাবিতে দলের নীতি ‘স্পষ্ট’ নয় এই অভিযোগ করে আজ বিধায়ক পদে ইস্তফা দিলেন নিজামাবাদের কামরেড্ডির তেলুগু দেশমের বিধায়ক। গত কালও তেলুগু দেশমের ৩২ জন বিধায়ক ইস্তফা দিয়েছিলেন। গাম্পা গোবর্ধন নামে ওই বিধায়কের বক্তব্য, তেলেঙ্গানা নিয়ে ভাবলেও টিডিপি এই বিষয়ে কোনও স্পষ্ট নীতি নিচ্ছে না। তাই তিনি ইস্তফা দিয়েছেন। ওই বিধায়ক তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-এ যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে তেলেঙ্গানাপন্থীদের ডাকা সাধারণ ধর্মঘটে আজও অচল হায়দরাবাদ-সহ গোটা অঞ্চল। তেলেঙ্গানা ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’র আহ্বায়ক এম কোদানদারামকে আজ বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার করা হয়।

দলিতদের অত্যাচার, দোষী সাব্যস্ত ২১৫
দলিতদের উপর অত্যাচার ও আদিবাসী মহিলাদের ধর্ষণ করার দায়ে ২১৫ জনকে সশ্রম কারাদণ্ড দিল আদালত। এদের মধ্যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) অফিসার-সহ ১২৬ জন বনকর্মী, ৮৪ জন পুলিশ এবং পাঁচ জন আয়কর দফতরের কর্মী রয়েছে। প্রায় দু’দশক আগে তামিলনাড়ুর ভাচাথি গ্রামে চন্দন কাঠের চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শতাধিক দলিতের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল ১৮ জন আদিবাসী মহিলাকে ধর্ষণ করারও। সেই মামলাতেই আজ রায় দিয়েছে ধর্মপুরী জেলার এক বিশেষ আদালত।

সক্রিয়তা বেড়েছে, সুস্থ হচ্ছেন সনিয়া
অস্ত্রোপচারের পর দেশে ফিরে কিছুটা সুস্থ হয়ে উঠেই প্রথমে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক করেছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সে দিনও কংগ্রেসের তরফে বলা হয়েছিল, পুরনো ছন্দে ফিরতে এখনও কিছু দিন সময় লাগবে সভানেত্রীর। কিন্তু টুজি বিতর্ক সামাল দিতে গত দু’দিন ধরে সনিয়া যে ভাবে সক্রিয় হয়ে উঠেছেন, তাতে মনে করা হচ্ছে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হচ্ছে, দল ও শরিক নেতাদের সঙ্গে ১০ নম্বর জনপথে দেখাসাক্ষাৎ করা সপ্তাহখানেক আগে থেকেই শুরু করে দিয়েছেন সনিয়া। কংগ্রেসের মন্ত্রীদের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী দেখা করছিলেন। এর মধ্যেই টুজি বিতর্কের সূত্রপাত ঘটে। এ ব্যাপারে গত পরশু সনিয়া প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু গত কাল থেকে তাৎপর্যপূর্ণ ভাবেই তাঁর গতিবিধি বেড়েছে। গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রতিভা পাটিলের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখান থেকে সোজা চলে যান মেয়ে প্রিয়ঙ্কার বাড়িতে। আজ আবার সকালে লোকসভার স্পিকার মীরা কুমারের বাড়ি গিয়ে দীর্ঘ আলোচনা করেন সনিয়া। বেলা গড়াতেই স্পেকট্রাম বিতর্ক মেটাতে তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেল, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এবং প্রণববাবুর সঙ্গে বৈঠক করেন। মন্ত্রিসভার মধ্যে আপাতত দ্বন্দ্ব নিরসনের পরে রাতে আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও বৈঠক করেছেন সনিয়া।

চিত্তরঞ্জন পার্কের পুজোর ঠাঁই বদল
আপাতত স্বস্তি। ‘বিতর্কিত’ কে ব্লকের মাঠের বদলে অন্যত্র পুজো করার সিদ্ধান্ত নিল চিত্তরঞ্জন পার্কের মিলন সমিতি পুজো কমিটি। ঠিক হয়েছে, ওই এলাকার এফ ব্লকের মাঠে এ বছর পুজো সরিয়ে নেবে কমিটি। ওই মাঠে পুজোর জন্য প্রাথমিক ছাড়পত্রও জোগাড় করেছেন উদ্যোক্তরা। আগামিকাল চূড়ান্ত অনুমতির জন্য দিল্লি পুরসভার কাছে আবেদন জানাবে সমিতি। সাময়িক সমস্যা মিটলেও, ওই পুজো নিয়ে দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে অশনি সঙ্কেত দেখছে চিত্তরঞ্জন পার্কের পুজো কমিটিগুলি। ঠিক হয়েছে, পুজোর পরেই বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে মিলন সমিতির তরফে পাল্টা আবেদন জানানো হবে। এই পদক্ষেপকে সমর্থন করছেন অন্য পুজোর উদ্যোক্তারাও। কমিটিগুলির মতে, আগামী দিনে ওই রায় তাঁদের পুজোর ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। যেমন, চিত্তরঞ্জন পার্কের পকেট-৪০-এর নব পল্লি পুজো সমিতির সাধারণ সম্পাদক সুমন চট্টোপাধ্যায় বলেন, “এ বছর আমরা বেঁচে যাচ্ছি। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে একজোট না হলে আগামী বছর আমাদের পুজোতেও সমস্যা হতে পারে। তাই এখন থেকেই সমস্যা সমাধানের রাস্তায় হাঁটতে হবে।”

পাতা উধাও অর্থ মন্ত্রকের ফাইলে
টু জি স্পেকট্রামের দাম নির্ধারণসংক্রান্ত ফাইল আজ সিবিআই সুপ্রিম কোর্টে পেশ করল বটে, কিন্তু দেখা গেল অর্থ মন্ত্রকেরই এই ফাইলে বেশ কয়েকটি পাতাই নেই। বিচারপতি জি এস সিঙ্ঘভি এবং বিচারপতি এ কে গঙ্গোপাধ্যায় বলেন, “পাতাগুলো কোথায় গেল?” ২০০৮ সালের ফাইলটি সিবিআইকে ফিরিয়ে দিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ দিন সিবিআইয়ের ‘নিরপেক্ষতা’ প্রমাণে সুপ্রিম কোর্টে প্রাণপণ সওয়াল করেন কৌঁসুলিরা। বিশেষজ্ঞদের দিয়ে টু জি তদন্তের নজরদারি করানোর বিরোধিতা করে কে কে বেণুগোপাল বলেন, “সিবিআই সরকারের নিয়ন্ত্রণমুক্ত। টু জির ক্ষেত্রে কোনও ক্ষতি হয়নি, ট্রাই-এর এই রিপোর্ট গ্রহণ করেনি সিবিআই। সরকারের শরিক এক মন্ত্রী এবং সাংসদকে গ্রেফতার করা নিরপেক্ষতার বড় প্রমাণ।”

উত্তরাখণ্ডে হুমকি মেল
লস্কর ই তইবার নাম করে এ বার হুমকি মেল পাঠানো হল হরিদ্বার রেল পুলিশের দফতরে। ওই মেলে দাবি করা হয়েছে, পুজোর মরসুমে জঙ্গিদের নিশানা হতে পারে উত্তরাখণ্ড। হামলা চালানো হতে পারে উত্তরাখণ্ডের দর্শনীয় কিছু জায়গা এবং সরকারি ভবনে। করিম আনসারি বলে এক ব্যক্তির নাম রয়েছে মেলটিতে। ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ড পুলিশ। এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালেও এমন একটি হুমকি মেল এসেছিল রাজ্য পুলিশের দফতরে।

নয়া ডিজি বিএসএফে
সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন ডিজি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব (অভ্যন্তরীণ বিষয়ক) ইউ কে বনশল। বিএসএফের বর্তমান ডিজি রামন শ্রীবাস্তব ৩১ অক্টোবর অবসর নেবেন। তার পরই নয়া ডিজির কার্যভার নেবেন ১৯৭৪ ব্যাচের আইপিএস বনশল। ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে বনশল উত্তরপ্রদেশ পুলিশ, বিএসএফের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

৫ কিশোরী উদ্ধার
দিল্লির একটি যৌন পল্লি থেকে সুন্দরবন এলাকার পাঁচ কিশোরীকে উদ্ধার করেছে সিআইডি। ওই গোয়েন্দা সংস্থার ডিজি ভিভি থাম্বি বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেন, নারী পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নিমাই সর্দার। বাড়ি সন্দেশখালিতে। যে-পাঁচটি মেয়েকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে চার জনের বাড়ি নিমাইয়ের পাড়াতেই। এক জনের বাড়ি সুন্দরবন উপকূল থানা এলাকায়। পরিচারিকার চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। ডিজি জানান, নিমাই সুন্দরবন এলাকার আরও অনেক মেয়েকে একই ভাবে দিল্লিতে নিয়ে গিয়ে যৌন পল্লিতে বেচে দিয়েছে। তাদের খোঁজ চলছে।

মহালয়ায় শুরু
মহালয়া থেকে শারদোৎসব শুরু হয়ে গিয়েছে অসমের ধুবুরির হরিসভায়। ১২৫ বছর ধরে এখানে দুর্গা পুজো হচ্ছে। একচালার প্রতিমা। দেবীর পরনে ঢাকাই সাজ। নিয়ম নিষ্ঠাই এখানে সব। সঙ্গে ভক্তিমূলক সঙ্গীত থেকে নানা প্রতিযোগিতা। পুজো কমিটির সম্পাদক প্রদীপ দেব জানান, উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠান শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.