পুজোর আগে আরও দুই এসি রেক |
ঠিক পুজোর আগেই লাইনে নামানো হচ্ছে মেট্রোর তৃতীয় ও চতুর্থ এসি রেক। ১ অক্টোবর থেকে মেট্রোর ২০টি রেকের মধ্যে চারটি বা ২০ শতাংশই হবে এসি রেক। তবে মেট্রোর জেনারেল ম্যানেজার পেরি ভাস্কর মূর্তি বৃহস্পতিবার জানান, সামগ্রিক ভাবে ট্রেনের সংখ্যা বাড়তে বাড়তে অক্টোবরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ হয়ে যেতে পারে। এখন কাজের দিনে ২৩৬টি ট্রেন চলে। কিন্তু ট্রায়ালে থাকা পঞ্চম রেকটি কবে থেকে চলবে, তা এ দিন বলতে পারেননি মূর্তি। এ ছাড়া, শনি ও রবিবার, পঞ্চমী ও ষষ্ঠীর দিন পরিষেবা বাড়বে। শনিবার ২০৫টির বদলে চলবে ২১৩টি ট্রেন। দুপুর ২-২০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। রবিবার ট্রেনসংখ্যা ৭৮টি থেকে বেড়ে হবে ১৩২টি। মেট্রো-কর্তৃপক্ষ জানান, শুক্রবারে দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন রাত ১০টা ২০ মিনিটে ছাড়বে।
|
গড়িয়াহাট এলাকায় ফ্ল্যাটে সশস্ত্র ডাকাতির মামলায় শিপ্রা কর্মকার নামে এক মহিলা-সহ ছ’জনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। তাদের তিন হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক। জরিমানা না-দিলে আরও ছ’মাস কারাবাসের নির্দেশ দেয় আদালত। দুষ্কৃতীরা নগদ বেশ কিছু টাকা, ডলার, পাউন্ড ও গয়না লুঠ করে উধাও হয়। এ দিকে, দত্তপুকুরের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচ দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে খোয়া যাওয়া ১০ ভরি সোনার গয়না। ধৃতদের মধ্যে আছে দলের পাণ্ডা শেখ বাচ্চু এবং তার চার সঙ্গী।
|
এক ব্যক্তির মৃতদেহ মিলল। বৃহস্পতিবার, দক্ষিণ শহরতলির কাশীপুর থানার শোনপুর বাজারে। মৃতের নাম সাজ্জাদ মোল্লা (৪০)। পুলিশ জানায়, নিরাপত্তারক্ষী সাজ্জাদকে এ দিন সকালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহের পাশে একটি কাঠের বাটাম পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, তা দিয়েই রাজ্জাকের মাথায় মারা হয়েছে। |