টুকরো খবর
বকেয়া মজুরির দাবিতে অবস্থান
যে সমস্ত কর্মী সেচসেবিত এলাকায় চাষের জন্য জল ছাড়ার সময় (রবি ও বোরো মরসুমে) বিভিন্ন লকগেটে কাজ করেন, তাঁরা গত তিন মাস ধরে মজুরি পাচ্ছেন না। অবিলম্বে প্রাপ্য মজুরি দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেচ দফতরের নলহাটি বিভাগীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান করেন ওই কর্মীরা। তাঁদের দাবি, ‘অন্যায় ভাবে’ ২০০২ সাল থেকে অস্থায়ী ভাবে এজেন্সির মাধ্যমে কাজ করানো হচ্ছে। অথচ প্রাপ্য মজুরি নলহাটি কার্যালয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে আসছেন। সরকার নির্ধারিত মজুরি ১১৭ টাকা। কিন্তু তিন মাস ধরে তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না। কাজের ক্ষেত্রে ৮ ঘণ্টার জায়গায় কোথাও কোথাও ১৬ ঘণ্টা কাজ করানো হচ্ছে। এই অবস্থায় পুজোর মুখে তাঁরা চরম সমস্যায় পড়েছেন বলে ওই কর্মীরা জানান। এ দিন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের নেতৃত্বে ৪০ জন কর্মী গণ-অবস্থানে সামিল হন। সেচ দফতরের নলহাটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার অবশ্য বলেন, “এঁরা সেচ দফতরের অস্থায়ী কর্মীও নন। বর্তমানে এঁরা এজেন্সির অধীনে কাজ করেন। এঁদের মজুরি ওই এজেন্সিরই দেওয়ার কথা। আমাদের দফতরের মাধ্যমে মজুরি দেওয়ার কথা আমার জানা নেই।”

পঞ্চায়েতের ক্ষমতায় তৃণমূল
রাইপুর-সুপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। সদ্য আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মিনা বিশ্বাসকে প্রধান হিসেবে নির্বাচিত করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাকি ৯ জন পঞ্চায়েত সদস্য। বুধবার ওই পঞ্চায়েতের প্রধান নির্বাচন হয়। ১৫ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১০ জন তৃণমূলে যোগ দেন। বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “প্রধান পদ থেকে সোনালি ধীবর ইস্তফা দিয়েছিলেন। মিনাদেবীকে প্রধান হিসেবে নির্বাচন করেন উপস্থিত বাকি ৯ জন।” সোনালিদেবী সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে মিনাদেবী-সহ আরএসপি’র ৫ জন, সিপিএমের আরও তিন জন এবং পিডিসিআই সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে বামফ্রন্ট পঞ্চায়েতে সংখ্যলঘু হয়ে পড়ে। মিনাদেবী আগে উপপ্রধান ছিলেন। প্রধান হয়ে তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে এলাকায় কাজ করতে চাই।” সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উৎপল রুদ্র বলেন, “তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ভয় দেখাচ্ছে। এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।”

কলেজে মারামারি
টিএমসিপি এবং ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে মারামারি বাধল মুরারই কবি নজরুল কলেজে। বৃহস্পতিবারের ঘটনা। টিএমসিপি-র কলেজ ইউনিটের সভাপতি মহম্মদ আবিরুল ইসলামের দাবি, কলেজের কিছু এসএফআই সমর্থক টিএমসিপি-তে যোগ দেন। তাঁদের মধ্যে আজারুল শেখ কলেজের এসএফআই ইউনিটের সম্পাদক ছিলেন। আবিরুলের অভিযোগ, “এ দিন কলেজের এক ছাত্র পরিষদ নেতাকে এক ছাত্রীর সঙ্গে একটি ঘরে অশালীন অবস্থায় দেখতে পাওয়া যায়। আজারুল ঘটনাটি জানাতে অধ্যক্ষের ঘরে যান। এর পরে ছাত্র পরিষদের সদস্য-সমর্থকেরা আজারুলকে মারধর করে। প্রতিবাদ করতে গেলে টিএমসিপি-র আরও কিছু সদস্য ছাত্র পরিষদের হাতে মার খান।” ছাত্র পরিষদের কলেজ ইউনিট সভাপতি এমদাদুল হোসেনের দাবি, “কিছু এসএফআই সদস্য টিএমসিপি-তে যোগ দেওয়ার পর থেকেই টিএমসিপি অহেতুক কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ দিন বহিরাগত কিছু টিএমসিপি সমর্থক কলেজে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। প্রতিবাদ করি আমরা। এতে কিছুক্ষণ হাতাহাতি হয়। মারধরের অভিযোগ মিথ্যা।”

বিশ্বভারতীর দায়িত্ব নিলেন সুশান্ত দত্তগুপ্ত
নিজস্ব চিত্র।
বিশ্বভারতীর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুশান্ত দত্তগুপ্ত। বৃহস্পতিবার বিকেলে উপাচার্য সমস্ত ভবনের অধ্যক্ষ, আধিকারিক, উপ-কর্মসচিবদের সঙ্গে আলোচনায় বসেন। সুশান্তবাবু বলেন, “গুরু দায়িত্ব পালন করতে হবে। বিশ্বভারতীর হৃতগৌরব ফিরে পেতে পঠনপাঠন ও গবেষণার মানোন্নয়ন করতে হবে।” তিনি জানান, সেক্ষেত্রে অন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ বাড়ানো হবে। তিনি বলেন, “পাশাপাশি বিশ্বভারতী নিয়ে শিক্ষা জগতের বিশিষ্টজনের সঙ্গেও আলোচনা করব।”

দুর্ঘটনায় মৃত্যু
অটো ও মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল অটো-চালকের। মৃতের নাম প্রবীর লেট (৩৫)। বাড়ি রামপুরহাটের বড়শাল গ্রামে। বুধবার দুপুরে রামপুরহাট-তারাপীঠ রাস্তায় তারাপীঠে ঢোকার মুখে ওই দুর্ঘটনাটি ঘটে। বাইকের দুই আরোহীও জখম হয়েছেন। বুধবার বিকেলে রামপুরহাট মহকুমা হাসপাতালে প্রবীরের মৃত্যু হয়। আহতেরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

তরুণীর অপমৃত্যু
এক তরুণীর অপমৃত্যু হয়েছে। তাঁর নাম ছন্দা বায়েন (১৮)। বাড়ি ময়ূরেশ্বরের শিবগ্রামে। ২৪ সেপ্টেম্বর তিনি কীটনাশক খান। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ২৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

দুবরাজপুরে র্যালি
প্রশাসনের উদ্যোগে দুবরাজপুর থানা এলাকায় বেআইনি পোস্তচাষের বিরুদ্ধে একটি র্যালি বের হয়। বৃহস্পতিবার সকালে দুবরাজপুর পাওয়ার হাউস থেকে আশ্রম মাঠ পর্যন্ত এই র্যালিতে ডিএসপি (হেড কোয়াটার্স) বিশ্বজিৎ ঘোষ, দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে প্রমুখ ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.