গাঁধীকে শ্রদ্ধা, পাক শিল্পীর উপহার |
গত কয়েক দিন ধরে ঘুম নেই তাঁর চোখে। অবশেষে ইচ্ছাপূরণ হতে চলেছে। ভারতে যাওয়ার ইচ্ছা। সে দেশের মানুষের জন্য তিনি নিয়ে যাচ্ছেন বিশেষ উপহার। তাঁর নিজের সৃষ্টি রক্তে আঁকা গাঁধীর প্রতিকৃতি। তিনি পাক চিত্রশিল্পী আব্দুল ওয়াসিল। বছর চল্লিশের ওয়াসিলের কথায়, “বরাবর অন্য রকম কিছু করার ইচ্ছা ছিল। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে হঠাৎ বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের ছবি রক্ত দিয়ে আঁকার কথা মাথায় খেলে গেল।’’ পরিকল্পনামাফিক কাজ শুরু করে দেন ওয়াসিল। হাতেখড়ি করেন গাঁধীকে দিয়েই। রক্ত দিয়ে আঁকা নিয়ে অবশ্য অনেকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওয়াসিলকে। এ প্রসঙ্গে ওয়াসিলের বক্তব্য, ভারতীয়দের তিনি জানাতে চান পাকিস্তানের সাধারণ মানুষও শান্তিতে থাকতে চান। গাঁধীর প্রতি শ্রদ্ধা জানাতে এ পথ বেছে নেওয়ায় ব্যঙ্গও করেছেন অনেকে। দমে না গিয়ে ওয়াসিলের স্পষ্ট উত্তর, অন্য রকম কিছু করতে পেরে আমি খুশি। শুধু তা-ই নয়, নয়াদিল্লির গাঁধী স্মৃতি সংগ্রহশালায় জায়গাও করে নিয়েছে ওয়াসিলের ‘গাঁধী’।
|
বৃহত্তম অস্ত্র ক্রেতা ভারত |
২০১০-এ সারা বিশ্বে ভারতই সব চেয়ে বেশি অর্থের অস্ত্র কিনেছে। মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে এই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, গত বছর ভারত ৫৮০ কোটি ডলারের অস্ত্র কিনেছে। পরের স্থানেই রয়েছে তাইওয়ান। ২৭০ কোটি ডলারের অস্ত্র কিনেছে তারা। এর পর তালিকায় রয়েছে সৌদি আরব ও পাকিস্তান। ভারতের অস্ত্র বাজারের বেশির ভাগটাই এখনও দখল করে রয়েছে রাশিয়া। তবে মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টে বলা হয়েছে, এখন ইজরায়েল, ফ্রান্স এবং আমেরিকা থেকেও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনছে ভারত। |