জাপানি প্যাগোডায় রামায়ণের টুকিটাকি
কেউ জাপানের প্যাগোডা। কেউ বা মস্কোর প্যালেস। কাল্পনিক মন্দিরের ধাঁচে মণ্ডপসজ্জাও রয়েছে। কারও আবার মণ্ডপ সজ্জা হচ্ছে পুরানো সিডি কিংবা খড় দিয়েও। সব মিলিয়ে এ বার সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোয় বাজিমাত করতে মণ্ডপসজ্জার থেকে উপকরণ বৈচিত্রকে হাতিয়ার করে নজর কাড়ছে কোচবিহার শহর ও লাগোয়া এলাকার ৫টি পুজোর উদ্যোক্তারা। কোচবিহার কলেজের মাঠে জাপানি প্যাগোডার আদলে মণ্ডপসজ্জা উঠে আসছে বেলতলা ইউনিটের পুজোয়। হোগলাপাতা, প্লাইউড-সহ নানা উপকরণে ওই সুদৃশ্য মণ্ডপ তৈরির কাজ অনেকটা এগিয়েছে। ৫০তম বর্ষের পুজোয় মণ্ডপের ভিতরে অলঙ্করণে উঠে আসবে রামায়ণের নানা খণ্ডচিত্র। এ ছাড়াও থাকছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প বিষয়ক চারটি তোরণ। প্রতিমা ও আলোকসজ্জাও নজরকাড়া। সবমিলিয়ে বিগ বাজেটের পুজোয় সুবর্ণ জয়ন্তীকে বাড়তি মাত্রা দিতে কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। ওই পুজো কমিটির কর্মকর্তা হীরক রায় বলেন, “সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজো মণ্ডপে ভিড় উপচে পড়বে বলে আশা করছি। শহর লাগোয়া টাকাগছ এলাকার কিশোর সঙ্ঘের পুজোরও এ বার সুবর্ণ জয়ন্তী। বিগ বাজেটের নজরকাড়া মস্কো প্যালেসের আদলে মণ্ডপ গড়ছেন তাঁরা। বাদাম, বাদামের খোসা, জালের কাঠি প্লাইউডের উপরে সেঁটে বাহারি কারুকাজ তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। ৮৫ ফুট উঁচু ও ৭৫ ফুট চওড়া ওই মণ্ডপে থাকবে কুমোরটুলির তৈরি প্রতিমা। রবীন্দ্ররচনার দৃশ্যায়ন ফুটে উঠবে আলোক সজ্জায়। পুজো কমিটি সম্পাদক সজল বর্মন বলেন, “এখানে দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে যাবে।” পশ্চিম খাগড়াবাড়ি সর্বজনীন দুর্গা পুজো কমিটি, বিশ্বসিংহ রোড সর্বজনীন পুজো কমিটি, সংহতি ক্লাবের পুজোরও এ বার সুবর্ণ জয়ন্তী। কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকায় সংহতি ক্লাবের স্থায়ী মন্দিরে যেমন মণ্ডপসজ্জা হচ্ছে তেমনই লাগোয়া এলাকায় আরএ একটি মণ্ডপ হচ্ছে। খড়, নারকেল, দড়ির কারুকাজে জোড়া মণ্ডপ ছাড়াও নজরকাড়া জোড়া প্রতিমা এখানকার আকর্ষণ। মণ্ডপ লাগোয়া এলাকা জুড়ে বসানো হচ্ছে ১২টি তোরণ। পুজো কমিটির কর্তারা জানান, খড়ের কারুকাজে আলো পড়লে মণ্ডপসজ্জার শৈল্পিক কাজ দেখতে ভিড় উপচে পড়বে। খাগড়াবাড়ি সর্বজনীনের পুজোয় মন্দিরের আদলে মণ্ডপসজ্জা হচ্ছে। কয়েক হাজার পুরানো সিডি দিয়ে ওই মণ্ডপ গড়ছেন শিল্পীরা। পুজো কমিটির কর্তা স্বপন চক্রবর্তী বলেন, “কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলের ছাপ ফুটবে মণ্ডপে। ডাকের সাজের প্রতিমা ও চন্দরনগরের আলোকসজ্জা বাড়তি আকর্ষণ। বিশ্বসিংহ রোড সর্বজনীনের পুজো মণ্ডপ হচ্ছে কাল্পনিক মন্দিরের আদলে। যার মূল আকর্ষণ শৈল্পিক কাজ। পুজো কমিটির সম্পাদক রাজু ঘোষ বলেন, “৫০ বছরের পুজো। মনে রাখার মতো আয়োজনের সাধ্যমতো চেষ্টা হচ্ছে।” সব মিলিয়ে সুবর্ণ জয়ন্তীর এই পাঁচ পুজো ঘিরে কৌতুহল গোটা জেলা জুড়েই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.