টুকরো খবর |
কুষ্ঠনিবাসে পঙ্ক্তিভোজ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মহালয়া উপলক্ষে পুরুলিয়ার নবকুষ্ঠ নিবাসের আবাসিকেরা মঙ্গলবার মাছ-ভাত, পঞ্চব্যাঞ্জন খেলেন। সৌজন্যে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মহালয়া উপলক্ষে এ দিন সেখানে ভাল খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই সরকারি হোমে ৫৩ জন আবাসিক থাকেন। আবাসিক তরুনকুমার নিয়োগী, দীপক দে, শত্রুঘ্ন পরামানিকদের অভিযোগ, “সরকারি সাহায্য বলতে মাসে মাথা পিছু ১০ কিলো চাল মেলে। সামান্য জমিতে সব্জি চাষ করে আধপেটা খেয়ে থাকি। বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। কোনওভাবে বেঁচে রয়েছি।” তবে, এ দিন ভরপেট খাওয়ার পরে তাঁরা সকলেই খুশি। অনেকেই বলেন, “এক বছর পরে মাছ-ভাত খেলাম। ভাল খাবারের স্বাদ ভুলে গিয়েছিলাম।” আবাসিক বুধু মাহাতো, জুলি মোদকেরা বলেন, “পুজোর স্মৃতির কথা মনে পড়লে এখন কান্না পায়।”
|
সদস্যপদ থেকে ইস্তফা
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
পদ থেকে ইস্তফা দিলেন পাত্রসায়র পঞ্চায়েতের এক সিপিএম সদস্যা। রীতা সোরেন নামে ওই সদস্যা সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানের কাছে ইস্তফাপত্র দিয়েছেন। পাত্রসায়রের রোলনগর গ্রামের বাসিন্দা রীতাদেবী ময়রাপুকুর গ্রাম সংসদ থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি পঞ্চায়েত সদস্যপদ রাখতে চাইছি না। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” পঞ্চায়েত প্রধান সিপিএমে লক্ষ্মী বাউরি বলেন, “ইস্তফাপত্রটি বিডিও-র কাছে পাঠিয়ে দেওয়া হবে।” যদিও সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আব্দুল হেলিমের অভিযোগ, “ময়রাপুকুর এলাকার কিছু তণমূল নেতা-কর্মী আমাদের দলের ওই সদস্যার উপরে অত্যাচার শুরু করেছে। তাদের জুলুমবাজিতে অতিষ্ঠ হয়ে তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।” তৃণমূলের ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায় বলেন, ‘‘কিছু দুষ্কৃতী ওই মহিলাকে হুমকি দিচ্ছিল বলে শুনেছি। আমাদের দলের কেউ এতে জড়িত নয়।” প্রসঙ্গত, এই পঞ্চায়েতে ১৬ জনের মধ্যে সিপিএমের ১১ ও বাকিরা তৃণমূলের।
|
পোস্টার উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বারিকুল |
মাওবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে ছাপানো পোস্টার ও লিফলেট মিলল বাঁকুড়ার বারিকুল থানার পরাডি, ঝিলিমিলি, পুতলাডাঙা, কাঁটালিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘জঙ্গলমহল শান্তিরক্ষা কমিটি’ ও ‘জঙ্গলমহল মুক্ত মঞ্চের’ নাম দিয়ে কালো কালিতে লেখা পোস্টার ও লিফলেট মঙ্গলবার উদ্ধার হয়েছে। বাঁকুড়া পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “বারিকুলের কিছু এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে কিছু পোস্টার ও লিফলেট পাওয়া গিয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে সেগুলি ছড়িয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
|
অনশন প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
মানভূম কলেজের অধ্যক্ষ আশ্বাস দেওয়ায় অনশন প্রত্যাহার করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। ওই কলেজের ছাত্রবাসের জুনিয়র ছাত্রদের কাছ থেকে আদায় করা টাকা সিনিয়র ছাত্রদের ফেরত দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে তাঁরা অনশনে বসেছিলেন। কলেজের অধ্যক্ষ প্রদীপ মণ্ডল বলেন, “অভিযুক্ত সিনিয়র ছাত্রদের নামের তালিকা অনশনকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনায় বসা হবে।”
|
অস্ত্র-সহ ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • শালতোড়া |
বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল টাওয়ারের ব্যাটারি ও যন্ত্রাংশ চুরি চক্রের এক পাণ্ডাকে অস্ত্র-সহ গ্রেফতার করল শালতোড়া থানার পুলিশ। ধৃতের নাম মিলন ওরফে বাপি কর্মকার। বাড়ি শালতোড়া থানার নেতকামলা গ্রামে। সোমবার রাতে লক্ষ্মণপুর মোড়ের কাছ থেকে রিভলভার-সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়েছিল।
|
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
দুর্গাপুর ব্যারজের জলে স্নান করতে নেমে ডুবে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম চন্দন রুইদাস (১৫)। দুর্গাপুরের লেবারহাটের তার বাড়ি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ দিন কয়েক জন বন্ধুর সঙ্গে চন্দন স্নান করতে গিয়েছিল। জলে তলিয়ে যায়। স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
|
ইঁদপুরে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
মহালয়া উপলক্ষে ইঁদপুরে মঙ্গলবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রাচেতস গোষ্ঠী নামের আয়োজক সংস্থার তরফে শান্তনু পাত্র জানান, বছরের বিভিন্ন সময়ে তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
|
আলোচনা সভা |
স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতা সর্ম্পকে মঙ্গলবার পুরুলিয়ার মানবাজার গালর্স হাইস্কুলে একটি আলোচনা সভা হয়ে গেল। পুঞ্চা জোনের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও একটি যোগ রিসার্চ সেন্টার এর উদ্যোক্তা ছিলেন। |
|