টুকরো খবর |
আইআরবি সরানো হল শিলদা থেকে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গলমহলের মতো ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় একটানা ‘ডিউটি’ করা নিয়েই মূলত কয়েক দিন আগে ক্ষোভে ফেটে পড়েছিলেন শিলদার আইআরবি শিবিরের জওয়ানেরা। শুরু করেছিলেন অনশন-বিক্ষোভ। রাজ্যের অন্যত্রও আইআরবি জওয়ান ও তাঁদের পরিজনেরাও বিক্ষোভ আন্দোলনে সামিল হন। তিন দিনের মাথায় রাজ্য সশস্ত্র পুলিশের ডিজি গৌতমমোহন চক্রবর্তী নিজে শিলদায় এসে জওয়ানদের সঙ্গে বৈঠক করে তাঁদের দাবি-অভিযোগ বিবেচনার আশ্বাস দেন। তার পরেই মঙ্গলবার শিলদা শিবির থেকে সরানো হল আইআরবি। বদলে এলেন রাজ্য সশস্ত্র পুলিশেরই ‘স্ট্র্যাকো’ জওয়ানেরা। প্রশাসনের একাংশের আবার ব্যাখ্যা, জঙ্গলমহলের মতো স্পর্শকাতর এলাকার শিবিরে বিক্ষুব্ধদের দিয়ে কাজ চালানো ‘ঝুঁকি’ হয়ে যাবে চিন্তা করেই এই রদবদল। আইআরবি জওয়ানদের প্রকাশ্যে বিক্ষোভ-আন্দোলনও বাহিনীর ‘শৃঙ্খলা’ নিয়ে চিন্তায় রেখেছে প্রশাসনকে।
|
দুর্ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দুর্ঘটনায় স্কুল ছাত্রী গুরুতর জখম হওয়ার পরে অবশেষে হলদিয়ার গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাপীঠের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হল। সপ্তাহখানেকের মধ্যে রাস্তা সংস্কারও করা হবে বলে জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রাজীকুমার। বেআইনি পার্কিং বন্ধ করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। স্পিড ব্রেকার বসানোর পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে বলে জানিয়েছেন হলদিয়ার এসডিপিও অমিতাভ মাইতি।
যদিও ‘হচ্ছে-হবে’র আশ্বাসবাণী শুনতে-শুনতে ক্লান্ত হলদিয়াবাসী ভরসা রাখতে পারছেন না পুলিশ-প্রশাসনে।
|
শিক্ষাবিদ স্মরণে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রয়াত শিক্ষাবিদ্ ও কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক অমলকুমার মিত্রের স্মরণসভা অনুষ্ঠিত হল সোমবার বিকেলে। স্কুল-প্রাঙ্গণে আয়োজিত ওই স্মরণসভায় প্রয়াত শিক্ষাব্রতী অমলবাবুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন তাঁর প্রাক্তন ছাত্র তথা দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী, মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, অংশুমান পঞ্চধ্যায়ী, সুদর্শন মণ্ডল, মলয় দাস, শচীন্দ্র শিক্ষাসদনের বর্তমান প্রধান শিক্ষক জয়ন্ত রায়, শিশু শিক্ষাসদনের প্রধান শিক্ষক নিরঞ্জন মহাপাত্র-সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। সভাপতিত্ব করেন গৌরহরি গিরি।
|
বিজ্ঞানী স্মরণে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মের সার্ধ-শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার দেউলিয়া হীরারাম উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল দেউলিয়া সত্যেন বসু বিজ্ঞান সংস্থা। বিজ্ঞানীর জীবনী নিয়ে আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কোলাঘাটের সদ্যপ্রয়াত বিজ্ঞানী মহাদেব দত্তকেও স্মরণ করা হয় অনুষ্ঠানে। বিজ্ঞান সংস্থার সম্পাদক আনন্দ হাণ্ডা জানান, চলতি বছর সংস্থা আয়োজিত মেধা পরীক্ষা, প্রবন্ধ, ক্যুইজ, মডেল ও অঙ্কন প্রতিযোগিতায় সফল ১৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে।
|
ফের জলমগ্ন রামনগরের গ্রাম
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ফের জলাধারের ছাড়া জলে প্লাবিত হল পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লকের বাধিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস জানিয়েছেন, ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ায় সুবর্ণরেখার বাড়তি জলে বাধিয়া পঞ্চায়েতের বারবাটিয়া, কাণ্ডগ্রাম, বাখারপুর, কচুয়া, বাধিয়া গ্রামগুলি সোমবার বিকেল থেকে জলমগ্ন হয়ে পড়েছে। বারবাটিয়া গ্রামের ২৫টি পরিবারকে উঁচু জায়গায় ত্রাণ-শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। জলমগ্ন অন্য এলাকাগুলিতেও ত্রাণসামগ্রী হিসেবে চাল ও ত্রিপল পাঠানো হয়েছে।
|
বন্দরে মৃত্যু শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কর্মরত অবস্থায় মৃত্যু হল হলদিয়া বন্দরের এক ক্রেন অপারেটরের। মৃত আনসার আহমেদ (৪০) হলদিয়ার ভবানীপুরে থাকতেন। আদতে তিনি বিহারের মধুবনী জেলার বাসিন্দা। মঙ্গলবার কাজ করার সময় পেটে ক্রেনের ধাক্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হলদিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
স্কুলে অনুষ্ঠান |
বিদ্যাসাগরের জন্মদিন পালনের সঙ্গে সোমবার খেজুরির ঠাকুরনগর নন্দা বালিকা বিদ্যালয় ও রামনগর ২ ব্লকের কালিন্দী ইউনিয়ন হাইস্কুলে মাতৃ-সচেতনতা দিবস পালিত হল। ঠাকুরনগর নন্দা বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রণজিত মণ্ডল, ব্লক উন্নয়ন আধিকারিক অরুময় ভট্টাচার্য প্রমুখ। রামনগর বালিকা বিদ্যালয়েও মাতৃ-সচেতনতা দিবস উদ্যাপিত হয়।
|
সাংসদের সাহায্য |
মঙ্গলবার বিকেলে তমলুক রাজ ময়দানে এক অনুষ্ঠানে ৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় একটি করে অ্যাম্বুল্যান্স দিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। প্রায় ৫ হাজার দুঃস্থ ব্যক্তি ও তমলুক শিশু রক্ষা সমিতির আবাসিকদের পোশাক বিতরণও করা হয় অনুষ্ঠানে। এ দিন হলদিয়ার মোহনা মার্কেটেও দুঃস্থদের বস্ত্র বিলি করেন সাংসদ।
|
বসে আঁকো |
|
বসে আঁকোয় কচিকাঁচারা। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে দেবরাজ ঘোষের ছবি। |
মঙ্গলবার এগরা শহরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি বিমা প্রতিষ্ঠান। সংস্থার এগরা শাখা ম্যানেজার শিবায়ন প্রধান জানান, দু’শো কচিকাঁচা যোগ দিয়েছিল। |
|