ম্যাচ রিপোর্ট লিখতে বসে মনে হচ্ছে, কোনটার কথা আগে লিখব? নাইটদের জঘন্য বোলিং না খারাপ ব্যাটিং? নাকি অধিনায়ক গম্ভীরের চালচুলোহীন প্ল্যানিং?
সমারসেট ম্যাচটা দেখার পরই আমার কেমন যেন মনে হয়েছিল এই নাইটরা বেশি দূর যাবে না। সেমিফাইনাল যাওয়া কঠিন হবে। যা ভেবেছি, দেখছি তাই হচ্ছে। আজ যে ভাবে হারল কেকেআর, তাতে শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেমিফাইনাল দূরের ব্যাপার, গ্রুপের একটাও ম্যাচ জিতবে কি না সন্দেহ। যা মনে হচ্ছে, পুজোর আগেই নাইটদের দশমী হয়ে গেল।
নাইট অধিনায়ক গম্ভীরের কাছে আমার দু’টো প্রশ্ন আছে।
এক, তুমি কোন যুক্তিতে রায়ান টেন দুশখাতেকে এত পরে নামাচ্ছ? আর দুই, জাক কালিসকে ওপেন করিয়ে লাভটা কী হচ্ছে? দুশখাতে নিয়মিত কাউন্টি খেলে। জানে, কী ভাবে টি টোয়েন্টিটা খেলতে হয়। সেই ছেলেটাকে নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্ক কি না নামাচ্ছে সাতে! মঙ্গলবার শেষ দিকে রজতের ঝোড়ো ইনিংসটা যদি বাদ দিই, মনোজের গোটা চল্লিশেক রান যদি দূরে রাখা যায়, নাইটদের ব্যাটিংয়ে কী পড়ে থাকে দুশখাতের ১৬ বলে ৩২ রানের ইনিংসটা ছাড়া? অবলীলায় বেশ কয়েকটা বড় ছক্কা মারল। ওকে ছাড়া কাউকে দেখে মনে হয়নি টি টোয়েন্টি-র নিয়ম মেনে ব্যাট করতে পারে বলে। অথচ গম্ভীরকে দেখলাম দুশখাতেকে তিনে না পাঠিয়ে সাকিবকে নামাচ্ছে। রেডব্যাকস ম্যাচে বোলিং-ব্যাটিং দুটো ডুবিয়েছে ঠিকই, কিন্তু দুশখাতেকে তিনে না পাঠানোটা আরও মারাত্মক ভুল।
আরও বুঝতে পারলাম না, টিমে কালিসের কাজটা ঠিক কী? ৯-১০ ওভার একটা দিক ধরে রেখে ২০ রান করা? গম্ভীরের তো নিজের ওপেন করতে আসা উচিত। কালিসের এই ঢিমে মেজাজের ব্যাটিং টিমটার বারোটা বাজিয়ে দিচ্ছে। গম্ভীর যখন নামছে, মারাত্মক চাপ তৈরি হয়ে যাচ্ছে। পরের দু’টো ম্যাচে যদি কিছুটা সম্মান ফিরে পেতে হয়, এখুনি কালিসকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দেওয়া উচিত। তিনে যাক দুশখাতেকে।
অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, গত আইপিএলে নাইটদের এত দুর্বল দেখায়নি। হঠাৎ চ্যাম্পিয়ন্স লিগে কী হল? ঘটনা হচ্ছে, এই রেডব্যাকস, কেপ কোব্রাস, ওয়ারিয়র্স টিমগুলোর সুবিধা---ওরা সারা বছর একসঙ্গে খেলে। প্রত্যেক ক্রিকেটার একে অন্যের খুঁটিনাটি জানে। কিন্তু আইপিএলে সেই উপায় নেই। আপনি বছরে খেলবেন দু’মাস। সতীর্থদের সঙ্গে দেখা হবে পরের বছর। টিম জমাট বাঁধবে কী করে? নাইটদের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। ওদের দেখে মনে হচ্ছে ছন্নছাড়া একটা টিম। যার আগ্রাসনটাই আর নেই।
নইলে ব্রেট লি-কে আর সুইপ করে ছয় মারে ব্যাটসম্যান? শেষ পাঁচ-ছ’ওভারে ৭০-এর উপর রান ওঠে? নাইট বোলিংকেও খুব সাধারণ দেখাল। কোনও বৈচিত্র নেই। মানছি, যে ভাবে ফার্গুসন আর ক্রিশ্চিয়ান মারছিল তার সামনে যে কোনও অধিনায়ককেই দিশাহীন দেখাবে। কিন্তু গম্ভীরকে কোনও ‘প্ল্যান বি’-ও ব্যবহার করতে দেখলাম না। আইপিএলে ইকবাল আবদুল্লাকে দিয়ে বোলিং ওপেন করিয়ে সাফল্য আসছিল। কিন্তু এখানে আসছে না দেখেও গম্ভীর সেটা চালিয়ে গেল। রজতের স্লো লেগকাটার কাজে দিতে পারত এই উইকেটে, কিন্তু গম্ভীর ওকে সে ভাবে বলই দিল না। এত ভুল করে কেউ ম্যাচ জেতে?
|