|
|
|
|
কবর খুঁড়ে ডিএনএ পরীক্ষা হবে |
নিখোঁজদের নিয়ে নির্দেশ ওমরের |
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
মৃতদের যথার্থ পরিচয় জানতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কবর খোঁড়ার দাবিতে ধুন্ধুমার বাধল জম্মু-কাশ্মীর বিধানসভায়। বিরোধীদের চাপে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পরে ঘোষণা করেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। মৃতদের পরিচয় জানতে রাজ্য জুড়ে কবর খুঁড়ে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কবর খোঁড়ার দাবিতে দীর্ঘদিন থেকেই সরব পিডিপি। আজ বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরই বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনার দাবি করা হয়। বিরোধীরা স্পিকারের কাছে গিয়ে এ নিয়ে মুলতুবি প্রস্তাবের দাবি জানালে স্পিকার নাকচ করে দেন। এর পরই পিডিপি সদস্যরা সভা ছেড়ে বেরিয়ে যান। পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি বলেন, “রাস্তা, জল, বিদ্যুতের মতো বিষয় নিয়ে আলোচনা না করে আজ আমরা চেয়েছিলাম ওই কবরগুলির বিষয়ে আলোচনা করতে। বোঝাতে চেয়েছিলাম, বিষয়টি নিয়ে আমরা কতটা উদ্বিগ্ন।” স্পিকার তাঁদের প্রশ্নোত্তর পর্ব শেষ করার আর্জি করলেও তা মানতে চাননি বিরোধীরা।
সম্প্রতি, রাজ্যের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি রিপোর্টে দাবি করা হয়, রাজ্য জুড়ে ৩৮টি অঞ্চলে ২ হাজার ১৫৬টি কবর রয়েছে। সেগুলি কাদের, সে সম্পর্কে কোনও ধারণা নেই। পরিচয় জানার আগেই ওই দেহগুলি কবর দেওয়া হয়েছে। পিডিপি প্রেসিডেন্টের কথায়, “এটা খুবই লজ্জার, যে এ নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা হলেও আমাদের পার্লামেন্টে কোনও আলোচনা হয়নি।” জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের একাংশের ধারণা, জঙ্গি হামলা ছাড়াও রাজ্যে বিভিন্ন সময় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহতদের দেহ সেখানে কবর দেওয়া হয়েছে। ওমর অবশ্য নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়িয়ে বলেন, “জঙ্গিদের গুলিতে নিহত অনেককেই হয়তো ওখানে কবর দেওয়া হয়েছে। এর জন্য শুধু নিরাপত্তারক্ষীদের দুষে লাভ নেই।” |
|
|
|
|
|