|
|
|
|
প্রসঙ্গ তিস্তা |
মমতাকে বোঝাবেন মনমোহন |
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি |
তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শীঘ্রই আলোচনা করবে কেন্দ্রীয় সরকার। আজ ফ্রাঙ্কফুর্ট থেকে দেশে ফেরার পথে বিমানে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী। ফলে পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া বা তাদের স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি হবে না।”
এ বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বক্তৃতায় সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গ তুলে প্রতিবেশী এই দেশকে যে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন, তা বুঝিয়ে দেন মনমোহন। আজ তিনি বলেন, “মমতা অত্যন্ত বিচক্ষণ মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা তাঁকে বোঝাতে পারব বলেই আমরা আশাবাদী।”
অন্য দিকে, সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রসঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির যে কিছুটা বদল হয়েছে, সে কথা আজ স্বীকার করে নিয়েছেন মনমোহন। দু’দশক আগে তাঁর হাত ধরেই আর্থিক সংস্কারের পথে ভারতের যাত্রা শুরু। কিন্তু এ বার রাষ্ট্রপুঞ্জে তাঁর বক্তৃতায় উদার অর্থনীতির সীমাবদ্ধতা এবং বিরূপ প্রতিক্রিয়ার কথা তুলে ধরেছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সময়ের হাত ধরে অর্থনীতিও বদলায়। সেই সময়ের সঙ্গে এই সময়ের অনেক তফাত।”
বিশ্ব জুড়ে যখন ফের মন্দার ভ্রূকূটি, তখন ভারতের আর্থিক স্বাস্থ্য তুলনামূলক ভাল বলে দাবি করেন মনমোহন। তাঁর মতে, যে হেতু দেশে আর্থিক বৃদ্ধির হার সন্তোষজনক, তাই এই সঙ্কট কাটিয়ে ওঠার আশা করাই যায়। |
|
|
|
|
|