|
|
|
|
পর্যটনে তৈরি উত্তর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভূমিকম্পের রেশ কাটিয়ে পুজোয় পর্যটকদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে উত্তরবঙ্গ। মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শিলিগুড়ি শিবমন্দিরে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুজোর মরসুমে উত্তরবঙ্গকে ‘পর্যটন বান্ধব’ হিসাবে তুলে ধরতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ভূমিকম্পের জেরে এক প্রকার বাতিলই হতে বসেছিল। ভূমিকম্পে বিপর্যয়ের রেশ অনেকটাই কাটিয়ে ওঠায় বিভিন্ন পর্যটন সংস্থাগুলিকে পাশে নিয়ে ময়দানে নামছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “পাহাড়-ডুয়ার্সে পর্যটনে ভাল সাড়া মিলেছে। ভূমিকম্পের পরে পরিস্থিতি বিচার করে সকলে হতাশ হয়েছিলাম। মুখ্যমন্ত্রীকেও তা জানানো হয়। তিনি জানিয়েছেন পর্যটকদের সুবিধার জন্য যে সমস্ত পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল না করতে। বুধবার ফের ভ্রমণ সংস্থাগুলিকে নিয়ে বৈঠক করে পরিকল্পনামাফিক কাজে নামা হবে। পর্যটকেরা নির্ভয়ে আসুন সেই, বার্তাই আমরা পৌঁছে দিচ্ছি।” গত ১৮ সেপ্টেম্বরের ভূমিকম্পজনিত বিপর্যয়ও অনেকটাই কাটিয়ে উঠেছে দার্জিলিং পাহাড় এবং ডুয়ার্স। যদিও সোমবার পাহাড়ে বৃষ্টি ও ধস পড়ার ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন, তেনজিং নোরগে বাস টার্মিনাস, বাগডোগরা বিমান বন্দর, মালবাজার, আলিপুর দুয়ার জংশন, নিউ কোচবিহার স্টেশনে হেল্প ডেস্ক করা হবে। পুজোর দু’দিন আগে থেকে হেল্প ডেস্ক চালু হবে। সেখান থেকে পর্যটকদের ‘গাইড’ বই দেওয়া হবে। সঠিক ভাড়া দিয়ে পর্যটকেরা যাতে নানা জায়গায় যেতে পারেন সে জন্য পরিবহণ সংস্থা, পর্যটন সংস্থাগুলিকে নিয়ে বৈঠকও হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে শিলিগুড়ি এবং পাহাড়ে যেতে নতুন বাস পরিষেবা চালু করা হচ্ছে। এটোয়ার সভাপতি সম্রাট সান্যাল, চেয়ারম্যান রাজ বসুরা জানান, ভূমিকম্পে উত্তর সিকিম বিপর্যস্ত। লাচুং এবং লাচেন যাতায়াতের রাস্তা বন্ধ। ধসে কয়েকটি এলাকায় রাস্তার পরিস্থিতি ঠিক নেই। তবে দার্জিলিং পাহাড় ও ডুয়ার্সে কোনও সমস্যা নেই। সম্রাটবাবু বলেন, “ভূমিকম্পের পরে প্রায় ৮ শতাংশ বুকিং বাতিল হয়েছে। বাকি পর্যটকেরা আসতে উৎসাহী।” |
|
|
|
|
|