কর্নাটকে জিন্দল গোষ্ঠীর ইস্পাত কারখানায় (জেএসডব্লিউ) উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। কারণ আকরিক লোহার অভাবে সেখানে উৎপাদনের পরিমাণ প্রায় ৭০ শতাংশ কমাতে হয়েছে। মঙ্গলবার জেএসডব্লিউ-এর কর্তা সজ্জন জিন্দল আশঙ্কা প্রকাশ করে জানান, কাঁচামালের জোগান না-বাড়লে বিজয়নগরের এই কারখানা হয়তো বন্ধই করে দিতে হবে। সম্প্রতি কর্নাটকে খননের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। ফলে আকরিক লোহার স্থানীয় জোগান বন্ধ। জিন্দল জানান, তাঁদের কারখানাটি বন্ধ হলে বাজারে চাহিদা-জোগানের সমীকরণ বদলে যাবে। ফলে বেড়ে যেতে পারে ইস্পাতের দাম। কেন্দ্রীয় ইস্পাত সচিব পি কে মিশ্র জানিয়েছেন, ওই রাজ্যের সমস্ত ইস্পাত কারখানার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। কারখানা বন্ধ হয়ে যাওয়া বা উৎপাদন কমিয়ে দেওয়ার মতো তথ্য-সহ গোটা পরিস্থিতির কথা সুপ্রিম কোর্টকে জানানো হবে।
|
ছোট ও মাঝারি সংস্থার শেয়ার লেনদেনে অনুমোদন সেবির |
বাজারে ছোট ও মাঝারি সংস্থাগুলির শেয়ার লেনদেনের জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-কে অনুমতি দিল সেবি। ভারতের এই শেয়ার বাজার নিয়ন্ত্রক জানিয়েছে, এর জন্য ওই দুই স্টক এক্সচেঞ্জে আলাদা বিভাগ তৈরি হবে। যে সব ছোট-মাঝারি সংস্থার শেয়ার মূলধন ১০ কোটি টাকার মধ্যে তারা ওই বিভাগের মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করাতে পারবে।
শেয়ার ছেড়ে নাম নথিভুক্ত করাতে হলে সংস্থাগুলিকে আলাদা ভাবে সেবি-র অনুমতি নিতে হবে না। সায় মিলবে বিএসই ও এনএসই থেকেই। পাশাপাশি, সাধারণ ভাবে শেয়ার ছাড়ার জন্য যে সব শর্ত আছে, তাতে কিছু ছাড় দেওয়া হয়েছে ছোট ও মাঝারি সংস্থাকে। যেমন, বিগত পাঁচ বছরের অন্তত ৩ বছর মুনাফা করলে শেয়ার ইস্যু করতে পারে কোনও সংস্থা। কিন্তু ছোট-মাঝারি সংস্থার ক্ষেত্রে তার প্রয়োজন হবে না, জানিয়েছে সেবি।
|
ব্যাঙ্কিংয়ে আসতে চায় রিল-ক্যাপ |
ব্যাঙ্কিং শিল্পে পা রাখতে আগ্রহী অনিল অম্বানী গোষ্ঠীর রিলায়্যান্স ক্যাপিটাল (রিল-ক্যাপ)। মঙ্গলবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ কথা জানিয়ে অম্বানী বলেন, লাইসেন্সের জন্য আবেদন করতে এখন রিজার্ভ ব্যাঙ্কের সংশ্লিষ্ট নিয়ম-কানুনের উপর নজর রাখছে সংস্থা। সায় মিললে তা আত্মপ্রকাশ করবে রিলায়্যান্স ব্যাঙ্ক নামে। এ দিকে, জাপানের নিপ্পন লাইফের হাতে রিল-ক্যাপের অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসা বিক্রি করার কাজও পুরোদমে এগোচ্ছে বলে জানান অনিল।
|
কেয়ার্ন-বেদান্ত চুক্তিতে সায় দিল ওএনজিসি। তারা জানিয়েছে, রয়্যালটি ও সেস নিয়ে তাদের সঙ্গে চুক্তির এক সপ্তাহের মধ্যেই সায় দেওয়া হবে। |