ফের চালু হল রোলিং মিল
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
পাঁচ দিন বন্ধ থাকার পরে মঙ্গলবার ফের চালু হল সিউড়ি রোলিং মিল। এ দিন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিকাশ চৌধুরী ও আইএনটিইউসি’র জেলা নেতা মৃণাল বসু’র সঙ্গে মিল কর্তৃপক্ষ আলোচনায় বসার পরে মীমাংসা হয়। তারপরেই মিল খোলা হয়। কারখানার মালিক নিখিল অগ্রবাল বলেন, “গতবার শ্রমিকদের ১২ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল। এ বার ঠিক হয়েছে ১৩.১ শতাংশ বোনাস দেওয়া হবে।” মিলের দুই শ্রমিক নেতা ভরত অঙ্কুর, রাজু ঘোষালরা বলেন, “পুজোর মুখে এ ভাবে মিল বন্ধ করে দেওয়ায় আমরা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। মিল চালু হওয়ায় আমরা খুশি হয়েছি।” প্রসঙ্গত, পুজোর বোনাস নিয়ে অসন্তোষের জেরে কয়েক দিন আগে মিল কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বাঁধে শ্রমিকদের। গত শুক্রবার হঠাৎ কারখানা বন্ধের নোটিশ পড়ে। কাজ হারানোর ভয়ে শ্রমিকেরা রিলে অনশন শুরু করেন। কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব অবিলম্বে মিল খোলার জন্য দাবি জানান। এ ব্যাপারে হস্তক্ষেপ করেন অ্যসিস্ট্যান্ট লেবার কমিশনার সৌম্যনীল সরকার। এর পরেই মিল কর্তৃপক্ষ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। কারখানা কর্তৃপক্ষের দাবি, বোনাস দেওয়া নিয়ে সমস্যার জন্য নয়, কাঁচামালের ঘাটতি ও উৎপাদিত মালের বাজার মন্দা থাকার জন্য কয়েক দিন মিল বন্ধ রাখতে তাঁরা বাধ্য হয়েছিলেন।
|
স্কুল নির্বাচন
নিজস্ব প্রতিবেদন |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কয়েকটি স্কুলে ক্ষমতার পরিবর্তন হয়নি। তার মধ্যে সিউড়ি মহকুমার সদাইপুর থানার পানুড়িয়া উচ্চ বিদ্যালয়ে বামপ্রার্থীরা ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। একই রকম ভাবে রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যালয়ে তৃণমূল ও কংগ্রেস জোট এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভপুরের থিবা অঞ্চল উচ্চ বিদ্যালয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। রবিবার জেলার যে কটি স্কুলে নির্বাচন হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে জয়ী হয়েছে কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা। হারের কারণ হিসেবে মিশ্র মন্তব্য উঠে এলেও এক মাত্র দুবরাজপুর থানার জোপলাই উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের মুখে আত্মসমালোচনার সুর শোনা গিয়েছে। এই স্কুলে তৃণমূল পরাজিত হয়েছে। এখানে হারের কারণ হিসেবে তৃণমূল নেতারা খোলামুখ খনি এলাকায় বেসরকারি সংস্থা জমি নিচ্ছে। অথচ কোনও প্যাকেজ ঘোষণা করা হয়নি। এই নিয়ে ক্ষুদ্র বা প্রান্তিক চাষি, পাট্টাদার, বর্গাদারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের পাশে দাঁড়াতে পারেননি বলে ভোটে হারতে হয়েছে।
|
মূর্তি উন্মোচন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাটের শ্রীফলা সুরেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার জন্মদিন উপলক্ষে স্কুলের একটি রিসোর্স রুমের দ্বারোদ্ঘাটনও হয়। ওই দিন মাতৃ সচেতনতা দিবসও পালিত হয়। প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক সরঞ্জাম বিলি হয়েছে।
|
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
বিজেপির চার কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাত্রসায়রের কাকাটিয়া গ্রামে সোমবার সন্ধ্যার ঘটনা। বিজেপির কর্মীরা মঙ্গলবার থানায় গ্রামের ৮ তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপির পাত্রসায়র ব্লক সভাপতি মোহন কাপড়ির অভিযোগ, “সোমবার সন্ধ্যায় কাকাটিয়া আমাদের দলের কিছু পতাকা ছিঁড়ে দেওয়ার পরে দলীয় কর্মীদের উপরে হামলা চালায় তৃণমলের পার্থপ্রতিম সিংহের লোকেরা। আমাদের দলের চার কর্মীকে ওরা মেরেছে।” পার্থপ্রতিমবাবুর দাবি, “এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম বিদ্যাসাগর সাহা (৩৩)। বাড়ি রামপুরহাট থানার বড়শাল গ্রামে। সোমবার বিকেলে ওই যুবক সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রামপুরহাট-তারাপীঠ রাস্তায়, রামপুরহাট থানার কৌড়বেলা গ্রামের কাছে তারাপীঠগামী একটি বাড়ি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রামুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মৃত্যু হল অগ্নিদগ্ধ এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম ফরিদা বিবি (২৮)। বাড়ি রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে। ২৩ সেপ্টেম্বর তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। |