চ্যাম্পিয়ান বোলপুর ইয়ং টাউন ক্লাব |
বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগীয় দ্বিতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বোলপুর ইয়ং টাউন ক্লাব। শুক্রবার তারা ৩-২ গোলে দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাবকে পরাজিত করে। বোলপুর প্রথম সেমিফাইনালে দেবেন্দ্রগঞ্জ ইয়ুথ অ্যান্ড বয়েজ ক্লাব ২-০ গোলে বোলপুর টাউন ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে বোলপুর ইয়ং টাউন ক্লাব ৫-১ গোলে তারাস সুষর গাঁওতাকে হারায়। অন্য দিকে, দিননাথ স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট শনিবার শুরু হয়েছে বোলপুরের কলমদিঘি ফুটবল মাঠে। প্রথম ম্যাচে কাঁকুটিয়া জিওল গাঁওতা ২-০ গোলে বাহিরী ঐক্য সম্মিলনীকে হারায়। রবিবারের খেলায় পারুলডাঙা পল্লিউন্নয়ন সমিতি টাইব্রেকারে ৪-৩ গোলে আমবাগান পল্লিউন্নয়ন সমিতিকে পরাজিত করে। এ ছাড়া, দুর্গাপুর সিদহো-কানহু লোক সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে রবিবার নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবারের খেলায় সুরজিৎ স্মৃতি সঙ্ঘ ২-০ গোলে বর্ধমানের পল্লিগ্রামকে পরাস্ত করেছে। পরের দিনের খেলায় ঝাড়খণ্ডের ইয়ংস্টার দল ২-০ গোলে বোলপুরের লক্ষ্মীগঞ্জ ক্লাবকে হারায়।
|
রামপুরহাটে ফুটবল প্রতিযোগিতা |
রামপুরহাট থানার উদ্বোধন মিলনী সঙ্ঘের সহযোগিতায় খরুণ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েন ১-০ গোলে মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ২৫ সেপ্টেম্বর আয়াষ নেতাজি বয়েজ ক্লাব ২-০ গোলে খরুণ স্পোর্টস অ্যাসোসিয়েশনকে হারায়। আজ, বুধবার মুখোমুখি হবে রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার ও ইভিয়েন গাঁওতা কাষ্ঠগড়া দল।
|
পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত ‘স্পিড ট্রাস্ট চ্যালেঞ্জ ট্রফি ২০১১’ নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে গত রবিবার থেকে। স্থানীয় হাটকৃষ্ণনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় কলকাতার বেলঘরিয়া একাদশ ৩-১ গোলে দুর্গাপুর অ আ ক খ টিমকে হারিয়েছে। আয়োজক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সৌমেন দে জানান, প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় খেলা হবে সোনামুখী ইয়ুথ কর্নারের সঙ্গে পুরুলিয়া জঙ্গলমহল একাদশ।
|
বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নার্সারি লিগের খেলা শুরু হয়েছে শনিবার। বিষ্ণুপুর স্টেডিয়ামে প্রথম দিনের খেলায় মালঞ্চপাড়া কালীমাতা ক্লাবকে ৩-০ গোলে হারায় বিষ্ণুপুর সাধনস্মৃতি কোচিং সেন্টার। অন্য দিকে, বিষ্ণুপুর হাইস্কুল মাঠে মঙ্গলবার শেষ হল অনূর্ধ্ব ১৪ অবনীকান্ত-সুরমা বসু স্মৃতি ফুটবল। বাঁকুড়া প্রগতি কোচিং সেন্টারকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাধন স্মৃতি কোচিং সেন্টার।
|
অশ্বিনী বসু স্মৃতি কাপ ফুটবল প্রযোগিতা শুরু হয়েছে ইন্দাসে। স্থানীয় মির্জাপুর উদয়ন সঙ্ঘের পরিচালনায় গত বুধবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় পাত্রসায়রের বেতুড় ফুটবল একাদশ ২-০ গোলে ইন্দাসের কাপসিট ফুটবল একাদশকে হারায়। আয়োজকদের তরফে রামকিঙ্কর কুণ্ডু জানান, ইন্দাস হাইস্কুল মাঠে প্রতিযোগিতার খেলাগুলি হচ্ছে। এতে এলাকার ১৬টি দল যোগ দিয়েছে। |