ভূমিকম্পজনিত পরিস্থিতি দেখে পুনর্গঠনের কাজের তদারকিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের যুগ্ম সচিবকে আহ্বায়ক করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোতে প্রশাসনিক বৈঠকে ওই কমিটি গড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কমিটিতে শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র, মহকুমাশাসক ছাড়াও পূর্ত দফতর, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ দফতর, বিএসএনএল সহ সমস্ত দফতরের দায়িত্বে থাকা বাস্তুকারদের রাখা হয়েছে। সোমবারের মধ্যে তাঁরা ভূমিকম্পে ক্ষয় ক্ষতির হিসেব নিকেশের কাজ শেষ করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার তা রিপোর্ট আকারে রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে। গৌতমবাবু বলেন, “শিলিগুড়ি পুরসভার পাঁচটি বরোতেই কমিটি গঠন করা হয়েছে। |
কমিটি তার রিপোর্ট মনিটরিং কমিটির কাছে জমি দেবে। সেখান থেকে তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতের পাঠানো হবে। মৃত ও জখমদের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকা পান সে ব্যপারেও উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল দ্রুত সংস্কারের কাজে হাত দেওয়া হবে। ভূমিকম্পে পশ্চিম ধনতলার ১৬৫ কিলোমিটার বাঁধে ফাটল ধরেছে। বৈঠকে সেচ দফতরের তরফে সে কথা মন্ত্রীকে জানানো হয়েছে। বাঁধ সংস্কারে কাজ শুরু করেছে সেচ দফতর। তিস্তা, জলঢাকার নদীর সেতু-সহ বেশ কয়েকটি সেতুর ক্ষতি হয়েছে। সেগুলিও বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখার পরে কাজ শুরু করবে দফতর।
|