গ্রামবাসীদের হাতে বিধায়ক বন্দি বিহারে
নিজস্ব সংবাদদাতা • পটনা |
সাপের কামড়ে মৃতদের পরিবারকে ভুল চিকিৎসার ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বিধায়ককে ‘বন্দি’ করে রাখলেন গ্রামবাসীরা। আজ ভোরে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর বিধানসভা আসনের চাঁদপর্ণা গ্রামে। সকাল ছ’টায় এলাকার বিধায়ক, জেডিইউয়ের মনজিৎ সিংহ গ্রামবাসীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান। গ্রামে যেতেই বিধায়ককে গ্রামবাসীরা একটি বাড়িতে ঢুকিয়ে বন্দি করেন। তাদের অভিযোগ, নিষিদ্ধ হয়ে যাওয়া সাপের বিষের ওষুধ দেওয়াতেই রঞ্জন সিংহ এবং প্রভাবতী দেবীর মৃত্যু হয়েছে। অবিলম্বে যে চিকিৎসক ওই ওষুধ কিনেছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মৃতদের পরিবারের এক জনকে সরকারি চাকরি দিতে হবে। চার ঘণ্টা বন্দি থাকার পরে প্রশাসনিক কর্তারা গিয়ে বিধায়ককে উদ্ধার করেন। যদিও বিধায়ক গ্রামবাসীদের কথা দেন, তিনি অবশ্যই বিষয়টি অনুসন্ধান করে দেখবেন।
|
প্রসূতি-মৃত্যুর জেরে নার্সিংহোমে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ডুয়ার্সের বীরপাড়ায় ভানুনগর কলোনির বাসিন্দা বিদ্যা থাপা (২২) নামে ওই মহিলার শুক্রবার রাতে একটি পুত্র সন্তান হয়। প্রসবের কিছুক্ষণের মধ্যেই মারা যান ওই মহিলা। এরপরেই উত্তেজিত জনতা নার্সিংহোমে ভাঙচুর চালায়। শনিবার সকালেও ফের সেখানে ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। নিরাপত্তার যুক্তি দেখিয়ে কর্তৃপক্ষ এ দিন নার্সিংহোমটি বন্ধ করে দেয়। সেখানকার সমস্ত রোগীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। প্রসূতির পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বীরপাড়া থানার ওসি সমীর দেওসা বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক।”
|