টুকরো খবর

তৃণমূলে বিবাদ, জখম
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি অব্যাহত গোঘাটে। শুক্রবার রাতে নকুণ্ডা গ্রামে চঞ্চল পাত্র নামে এক সক্রিয় তৃণমূল কর্মীকে মারধর করে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করার অভিযোগ উঠেছে দলেরই কিছু কর্মী-সমর্থকের বিরুদ্ধে। চঞ্চলবাবুকে রাতেই কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তিনি থানায় এ ব্যাপারে লিখিত ভাবে নির্দিষ্ট অভিযোগও দায়ের করেছেন। শুক্রবার রাতে চঞ্চলবাবু নকুণ্ডায় একটি সেলুনে বসেছিলেন। সেই সময়ে স্থানীয় তৃণমূল নেতা মোহন পালের নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল সেলুন সংলগ্ন রাস্তা দিয়ে। অভিযোগ, ওই মিছিল থেকেই কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক সেলুনে চড়াও হয়ে চঞ্চলবাবুকে মারধর করে। তার পরে একটি পরিত্যক্ত ব্লেড তাঁর হাতে-পিঠে চালিয়ে দেয়। স্থানীয় লোকজনের দাবি, সেলুন থেকে চঞ্চলবাবু ওই মিছিলের উদ্দেশে কটূক্তি করেছিলেন। চঞ্চলবাবু সে কথা মানেননি। তিনি বলেন, “বিনা প্ররোচনায় ওরা আমার উপরে হামলা চালায়।” মোহনবাবু হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত নন।” তৃণমূলের গোঘাট-১ ব্লকের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক শান্তিনাথ রায় এবং দলের প্রাক্তন ব্লক সভাপতি মনোরঞ্জন পাল বলেন, “দলের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলা হচ্ছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

এলাকা দখল নিয়ে বচসা, গুলিতে হত ১
তোলাবাজির জন্য এলাকা দখলকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে বসিরুদ্দিন মুন্সি লেনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ ফিরোজ (২৭)। বাড়ি বসিরুদ্দিন মুন্সি লেনেই। মৃত ওই যুবকের একটি ব্যাগ তৈরির কারখানা আছে। ব্যবসার পাশাপাশি শেখ ফিরোজ স্থানীয় এলাকায় বিভিন্ন দোকান, কারখানা ও বহুতল থেকে তোলাবাজি করত বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সম্প্রতি ওই এলাকার আর এক তোলাবাজ বাবু চোংদারের সঙ্গে এলাকার ভাগাভাগি নিয়ে বিরোধ বাধে। পুলিশ জানায়, ঘটনার দিন বাবু শেখ ফিরোজের কাছে এসে ব্যাপারটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শেখ ফিরোজ এলাকার ভাগ ছাড়তে রাজি না হওয়ায় তাকে খুব সামনে থেকে গুলি করে বাবু এবং তার বাহিনী। গুলির আওয়াজ পেয়ে এলাকার লোকজন ছুটে এসে বাবুকে ধরে ফেলেন। শুরু হয় গণপ্রহার। শেষ পুলিশ বাবুকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায়।

গোঘাটে তৃণমূলে বিবাদ, জখম ১
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি অব্যাহত গোঘাটে। শুক্রবার রাতে নকুণ্ডা গ্রামে চঞ্চল পাত্র নামে এক সক্রিয় তৃণমূল কর্মীকে মারধর করে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করার অভিযোগ উঠেছে দলেরই কিছু কর্মী-সমর্থকের বিরুদ্ধে। চঞ্চলবাবুকে রাতেই কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তিনি থানায় এ ব্যাপারে লিখিত ভাবে নির্দিষ্ট অভিযোগও দায়ের করেছেন। শুক্রবার রাতে চঞ্চলবাবু নকুণ্ডায় একটি সেলুনে বসেছিলেন। সেই সময়ে স্থানীয় তৃণমূল নেতা মোহন পালের নেতৃত্বে একটি মিছিল যাচ্ছিল সেলুন সংলগ্ন রাস্তা দিয়ে। অভিযোগ, ওই মিছিল থেকেই কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক সেলুনে ঢুকে চঞ্চলবাবুকে মারধর করে। তার পরে একটি ব্লেড তাঁর হাতে-পিঠে চালিয়ে দেয়। স্থানীয় লোকজনের দাবি, সেলুন থেকে চঞ্চলবাবু ওই মিছিলের উদ্দেশে কটূক্তি করেছিলেন। চঞ্চলবাবু অবশ্য বলেন, “বিনা প্ররোচনায় ওরা আমার উপরে হামলা চালায়।” মোহনবাবু হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

সালোয়ার কামিজেই এলেন শিক্ষিকারা
শিক্ষিকাদের সালোয়ার-কামিজ পরে আসা নিয়ে নতুন করে আর কোনও সমস্যা তৈরি হয়নি হালিশহরের রামপ্রসাদ বিদ্যাপীঠে। স্কুল সূত্রে জানা গিয়েছে, শনিবারও দু’জন শিক্ষিকা সালোয়ার-কামিজ পরে এসেছিলেন। তবে তাঁদের কোনও প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চান না পোশাক-বিতর্ক নিয়ে স্কুলের পঠন-পাঠন ব্যাহত হোক। তাই এই মুহূর্তে কোনও বিরোধিতায় তাঁরা যাবেন না। অন্য দিকে, সালোয়ার-কামিজ পরে আসার পক্ষে থাকা শিক্ষিকারা জানান, যাতায়াতের সুবিধার জন্যই ‘রুচিসম্মত’ এই পোশাক তাঁরা পরতে চান। শুক্রবার দুপুরে এই স্কুলেই ভূগোল শিক্ষিকা ঝুমা বিশ্বাস সালোয়ার-কামিজ পরে আসায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়। মানসিক ভাবে ভেঙে পড়া ওই শিক্ষিকার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে শনিবার জানা গিয়েছে।

জগদ্দলে ছিনতাই
গভীর রাতে অফিসের গাড়িতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়লেন বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক কর্মী। শুক্রবার ঘটনাটি ঘটে জগদ্দলের কাউগাছির কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তাঁর অভিযোগ, কয়েক জন দুষ্কৃতী তাঁর গাড়ি থামিয়ে টাকা, মোবাইল কেড়ে নেয়।

বজ্রপাতে মৃত ২
বজ্রপাতে মৃত্যু হল দু’জনের। শনিবার সন্দেশখালির জয়গোপালপুরের বাসিন্দা তারকচন্দ্র মণ্ডল (৩৬) রায়মঙ্গল নদীতে মাছ ধরছিলেন। সে সময়ে বাজ পড়ায় আহত হন। হাসপাতালের পথে মৃত্যু হয়। অন্য দিকে, শনিবার দুপুরে বড়ঞা থানার মামুদপুরের বাজ পড়ে মারা গিয়েছেন আবু হোসেন (৩০)।

রাস্তার ধারে দেহ
এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার হাওড়ার উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম অষ্টপদ মাইতি (২৮)। এ দিন বিকেলে রাস্তার ধারে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.