টুজি বিতর্কে সরব বিজেপি
প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সিবিআই তদন্তের দাবি
পালানিয়প্পন চিদম্বরম তো বটেই, টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধেও আজ সিবিআই তদন্ত দাবি করে বসল বিজেপি। যার প্রকৃত লক্ষ্য যতটা না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনই কোনও তদন্ত চাওয়া, তার থেকেও বেশি চিদম্বরম-বধ। যাতে অস্বস্তিতে পড়ে এ বার প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার মতো চিদম্বরমকেও মন্ত্রিসভা থেকে সরাতে বাধ্য হন প্রধানমন্ত্রী।
টুজি স্পেকট্রাম বিতর্কে পি চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি করে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে মামলা করেছেন জনতা দলের সভাপতি সুব্রহ্মণ্যম স্বামী। যে মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর। আজ বিজেপিও একই দাবি করেছে। দলের অন্যতম নেতা যশবন্ত সিনহা আজ বলেন, “সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, যাতে চিদম্বরম ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।” একই সঙ্গে যশবন্ত জানান, প্রধানমন্ত্রীও ধোয়া তুলসী পাতা নন। তিনি সব জানতেন। সেই সঙ্গে এ-ও জানেন, চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত শুরু হলেই পরবর্তী নিশানা হবেন তিনি। আর তাই চিদম্বরমকে আড়াল করতে সক্রিয় হয়েছেন।
তথ্য জানার অধিকারে টুজি স্পেকট্রাম নিয়ে ইউপিএ সরকারের আরও একটি চিঠি আজ প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রীকে যে চিঠিটি লিখেছিলেন প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান। চিঠিতে মারানের বক্তব্য, স্পেকট্রাম নিয়ে মন্ত্রিগোষ্ঠীর কাজের পরিধি যেন টেলিকম মন্ত্রকের ইচ্ছানুযায়ী হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাঁকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যেন রাখা হয়। বিজেপি নেতৃত্বের বক্তব্য, মারানের এই চিঠিই বুঝিয়ে দিচ্ছে, স্পেকট্রাম প্রশ্নে শরিক দলের দাবি কী ভাবে মেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফলে তিনি সব জানতেন। এমনকী এ রাজাও প্রধানমন্ত্রীকে সব জানিয়েই পদক্ষেপ করেছিলেন। প্রধানমন্ত্রীকে লেখা রাজা এবং মারানের সব চিঠি এবং সেগুলির জবাব আজ একটি পুস্তিকা আকারে প্রকাশ করেছে বিজেপি।
স্পেকট্রাম-বিতর্কে গত দেড় বছর ধরে সরকারকে ক্রমাগত নাজেহাল করেছে বিজেপি-সহ বিরোধীরা। এ বারে অর্থ মন্ত্রকের নোট ফাঁস হয়ে তাদের সামনে আবার এক দফা সুযোগ এসেছে সরকারকে চেপে ধরার। আর সেটা কোনও ভাবেই হাতছাড়া করতে নারাজ দেশের প্রধান বিরোধী দল। সে কারণেই এ বারে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি করেছে তারা। সূত্রের বক্তব্য, কিন্তু তার মানে এই নয় যে, বিজেপি এখনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চাইছে। কারণ মনমোহন সরে গেলে বা নির্বাচন অনিবার্য হয়ে উঠলে বিজেপি তার জন্য এখনই প্রস্তুত নয়। কিন্তু চাপের মুখে প্রধানমন্ত্রী চিদম্বরমকে সরাতে বাধ্য হলে তা দ্বিতীয় ইউপিএ সরকারের মধ্য-মেয়াদে অবশ্যই বিজেপির কাছে বড় রাজনৈতিক জয় হবে।
দলের এক শীর্ষ নেতার কথায়, “অর্থ মন্ত্রকের নোট প্রকাশ্যে আসায় যে ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য প্রণব মুখোপাধ্যায় নিউ ইয়র্কে ছুটে গিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে, সরকার ‘প্যানিক বোতাম’ টিপেছে। না হলে ঘরোয়া সমস্যা নিয়ে নিউ ইয়র্কে জরুরি বৈঠক হয়?”
বিজেপি-র অভ্যন্তরীণ রাজনীতির জন্যও চলতি পরিস্থিতি ইতিবাচক হয়ে উঠেছে। কারণ, গোটা দল সর্বশক্তি দিয়ে সরকার বিরোধিতায় ব্যস্ত থাকলে অভ্যন্তরীণ রেষারেষি ও চাপানউতোরের বিষয়গুলি আপাতত চাপা থাকবে। রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদীর মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন চাপা পড়ে গিয়েছে। একটি সূত্রের বক্তব্য, টুজি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস দুর্নীতি, অপারেশন রামদেব, অণ্ণা হজারে-সহ একের পর এক বিতর্কে গত দেড় বছর ধরে বিজেপিকে এই ধরনের সুযোগ বারবারই করে দিয়েছে সরকার তথা কংগ্রেস। আর তাকে কাজে লাগিয়েই সরকারকে লাগাতার নাজেহাল করে গিয়েছে বিজেপি।
বিষয়টি কংগ্রেস নেতৃত্ব যে বুঝতে পারছেন না, তা নয়। কিন্তু তাঁদের সমস্যা হয়েছে, একটা বিপদ সামলাতে গেলে অন্য বিপদ মাথা চাড়া দিচ্ছে! যেমন, অর্থমন্ত্রকের নোটটি প্রকাশ হওয়ায় গত তিন দিন ধরে নতুন সঙ্কট শুরু হয়েছে। এই অবস্থায় হাইকম্যান্ডের নির্দেশে এখন চিদম্বরমের পাশেই দাঁড়াচ্ছে কংগ্রেস। এমনকী চিদম্বরমের সমালোচক বলে সুবিদিত দিগ্বিজয় সিংহও আজ বলেছেন, “চিদম্বরম পারদর্শী মন্ত্রী। তাঁর বিরুদ্ধে যে কারণে বিজেপি অভিযোগ তুলছে, সেই একই কারণে তো এনডিএ আমলের মন্ত্রীদেরও জেলে থাকা উচিত।” তাঁর এ-ও অভিযোগ, সন্ত্রাসের ঘটনায় আরএসএস অনুগামী সংগঠনগুলির যোগসূত্র নিয়ে চিদম্বরম সরব হওয়ার পর থেকেই তাঁকে নিশানা করছে বিজেপি।
তবে কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, প্রকাশ্যে দিগ্বিজয় আজ চিদম্বরমের পাশে দাঁড়িয়েছেন ঠিকই। কিন্তু সেটা অনেকটাই লোক দেখানো। কংগ্রেস নেতাদের একাংশের বক্তব্য, আসলে দল ও সরকারের মধ্যে সমন্বয়টাই হারিয়ে গিয়েছে। তলে তলে পারস্পরিক রেষারেষি ও অহং-এর লড়াই তীব্র হচ্ছে। সেটাই সমস্যার মূল কারণ। আর তাতেই ‘অ্যাডভান্টেজ বিজেপি’।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.