পুলিশের সঙ্গে সংঘর্ষে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এক তালিবান কম্যান্ডারের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নওসেরা জেলায় প্রথম দেখা যায় জামালুদ্দিন ওরফে জন্নত গুল ওরফে কারি বাসিত নামে ওই জঙ্গি নেতাকে। তার পরই সংঘর্ষ বাধে।
|
প্রায় সাড়ে ছ’টন ওজনের কৃত্রিম উপগ্রহ ইউএআরএস শনিবার সকালে আছড়ে পড়েছে পৃথিবীতে। নাসার তরফে তাদের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। তবে ঠিক কোথায় এসে পড়েছে, তা এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা। তাঁদের অনুমান, বায়ুমণ্ডল ভেদ করে ঢোকার সময় বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণে কৃত্রিম উপগ্রহটির অধিকাংশ অংশই জ্বলেপুড়ে শেষ হয়ে গিয়েছে।
|
ফের উত্তপ্ত ইয়েমেন। প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালের শান্তির বার্তা সত্ত্বেও গত ২৪ ঘণ্টার সংঘর্ষে রাজধানী সানায় নিহত হলেন কমপক্ষে ৪০ জন। সালের ছেলে আহমেদের নেতৃত্বাধীন সেনাবাহিনীর সঙ্গে সরকার বিরোধী বিদ্রোহীদের সংঘর্ষ গত এক সপ্তাহে ফের ভয়ঙ্কর চেহারা নিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকে এই সংঘর্ষে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। |