|
ডাকটিকিট আর দেশলাইয়ের দেশে দুর্গাপুজো |
আর তো মাত্র কয়েকটা দিন। তার পরেই তোমরা বাবা-মায়ের হাত ধরে ‘দুগ্গা দুগ্গা’ বলে বেরিয়ে পড়বে
দুর্গাপ্রতিমা দর্শনে। তবে তার আগে চলো ঘুরে আসি ডাকটিকিট আর দেশলাইয়ের দেশে। উৎপল সান্যাল |
দেখতে দেখতে আবার শারদোৎসব এসে গেল। নানান আঙ্গিকে বিচিত্র সজ্জায় মণ্ডপে মণ্ডপে দুর্গাপ্রতিমা ঝলমলিয়ে উঠবে। মণ্ডপসজ্জায় ইতিমধ্যেই ডাকটিকিট, দেশলাই বাক্স ও পোড়া দেশলাইকাঠি ব্যবহৃত হয়েছে। যদি চিঠি সাঁটা স্ট্যাম্প বা হাতের দেশলাই বাক্সে দুর্গাপ্রতিমার ছবি দেখা যেত, তা হলে নিশ্চয়ই দারুণ লাগত! |
|
১৯৬৯ সালের ১৭ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে নেপাল পলানচক বিজয়াশ্রী নামে খ্যাত প্রাচীন অষ্টদশভুজা দুর্গা মূর্তির দু’টি ডাকটিকিট ছাপায়। ১৯৭৯ সালে তদানীন্তন পূর্ব জার্মানি থেকে ভারতীয় মিনিয়েচার পেন্টিং-এর ওপর প্রকাশিত চারটি স্ট্যাম্পের একটিতে অষ্টাদশ শতাব্দীতে আঁকা সিংহের পিঠে বসা চতুর্ভুজা দুর্গামূর্তির ছবি ছিল। লখনউ মিউজিয়ামের ১২৫তম বর্ষপূর্তিতে ওখানে রক্ষিত একটি পুরনো মুদ্রার দুর্গা ও সিংহের ছবি নিয়ে ১৯৮৯ সালে একটি ভারতীয় টিকিট বেরোয়। ২০০৫ সালের শিশুদিবসে দুর্গাপ্রতিমা ভাসানের ওপর আঁকা একটি চমৎকার ভারতীয় স্ট্যাম্প বেরোয়। ২০০৬ সালে দক্ষিণ কলকাতার একটি পূজামণ্ডপ পুরোপুরি ডাকটিকিট দিয়ে সাজানো হয়। সেই উপলক্ষে একটি বিশেষ কভার বেরোয় ওই বছরের ২৭ সেপ্টেম্বর। এর পরে ২০০৮ সালের অক্টোবর মাসে এ দেশের উৎসবের ওপরে তিনটি আকর্ষণীয় স্ট্যাম্প ছাপা হয়, যাতে কলকাতার দুর্গাপুজোর, মহীশূরের সুবিখ্যাত দশেরার ছবি ছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে হরপার্বতীর স্ট্যাম্প বেরিয়েছে নেপাল (১৯৬৬ ও ১৯৭৯ সাল) ও চেকপ্রজাতন্ত্র থেকে (২০০৭ সাল)। |
|
এ বারে দেশলাইয়ের দেশে যাওয়া যাক। স্বাধীনতার আগে সুদূর সুইডেন, জাপান ইত্যাদি দেশ থেকে এ দেশে প্রচুর কাঠের দেশলাই বাক্স আসত। বহু বছর আগে সুইডেনে তৈরি কলকাতায় বিক্রি হওয়া একটি দুষ্প্রাপ্য মার্কায় দশভুজা মহিষাসুরমর্দিনীর ছবি পাওয়া গিয়েছে। প্রায় ৩০ বছর আগে পাওয়া দক্ষিণ ভারতের একটি দেশলাই বাক্সে অষ্টভুজা দুর্গামূর্তির ছবি আছে। বছর পনেরো আগে পাওয়া একটি দেশলাই বাক্সের পেছনের স্টিকারে কলকাতা পুলিশের বিজ্ঞাপনে ট্রাফিক আইন মেনে উৎসবের আনন্দ বাড়িয়ে তোলার কথা লেখা আছে দুর্গার মুখের পাশে। ২০০১ সালের একটি বাক্সে ত্রিনয়না দেবী দুর্গার অলঙ্কৃত মুখ দেখা যায়। দুর্গার পাশাপাশি যে সব দেবদেবী পূজিত হন যেমন মহাদেব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এঁদেরও বেশ কিছু বাক্স পাওয়া গিয়েছে। দুর্গাপুজোর পর পরই কালীপুজোর কথা মনে হয়। বেশ কিছু পুরনো বাক্সে মা কালীর ছবি আছে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে যে, ডাকটিকিট আর দেশলাইয়ের দেশে যথেষ্ট ধুমধাম করেই দুর্গাবন্দনা করা হয়েছে। নয় কি?
|
|