|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
স্কুলে প্রার্থনার সময় লাইনে প্রচণ্ড ঠেলাঠেলি হয়। অন্য ক্লাসের ছাত্ররা আমার পিছনে লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড ঠেলাঠেলি করে, তাতে পড়ে গিয়ে তোমার হাত-পাও কেটে যায়। শিক্ষকরা বকাবকি করলেও কোনও ফল হয়নি।
শ্রেয়স চট্টোপাধ্যায়। ষষ্ঠ শ্রেণি, তারকেশ্বর, হুগলি
শ্রেয়স, বোঝা যাচ্ছে তোমাদের প্রার্থনার লাইনে অনুশাসনের খুবই অভাব আছে। একেবারে পিছনে দাঁড়ালে কেমন হয়? অথবা একেবারে সামনে? তুমি যখন ঠেলাঠেলি সহ্য করতে পারো না, তখন একটু অপেক্ষা করে, সব ছাত্ররা যখন লাইনে দাঁড়িয়ে পড়বে, তখন একেবারে পিছনে গিয়ে দাঁড়াবে। দরকার হলে তোমার শিক্ষকের অনুমতি নিয়ে নাও। |
|
আমি তিন বছর ধরে একই মিশন-আবাসিকে থাকি। এখন আর থাকতে ভাল লাগছে না। কী করলে ভাল লাগবে, এবং পড়াশোনায় মন লাগবে?
মোহাঃ মাসউদুল হাসান। সপ্তম শ্রেণি, নবীনগর, মালদহ |
|
মোহাঃ মাসউদুল একই জায়গায় বেশি দিন থাকার সুবিধেও আছে, অসুবিধেও আছে। একঘেয়েমি যেমন তোমার ভাল লাগছে না, তেমনি এত দিনের পরিচিত পরিবেশ তোমাকে একটু আরাম, আর নিশ্চিন্ততাও তো দিচ্ছে। তা ছাড়া, স্কুলে এবং আবাসিকে প্রতি বছরই তো নতুন কিছু ছাত্রের আগমন হয়। তাদের সঙ্গে বন্ধুত্ব করো। নতুন নতুন খেলাধুলো ও অন্যান্য কার্যক্রমে অংশ গ্রহণ করো, ভাল লাগবে। বাড়িতেও তো সেই একই বাবা-মা, ভাই-বোনের সঙ্গে থাকো। একই জায়গা বলে কি বাড়ি আর বাড়ির আত্মীয়স্বজনদের ত্যাগ করো? |
আমার এক বন্ধুর কথা বলতে অসুবিধা হয়। কথা বলার সময় তার কথা বারবার জড়িয়ে যায়। এই জন্য সে কোনও ছাত্রের সঙ্গে কথা বলতে চায় না। ক্লাস চলাকালীন চুপ করে বসে থাকে। এই সমস্যার কী কোনও সমাধান আছে?
সুমন দাস। ষষ্ঠ শ্রেণি, রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির |
|
|
সুমন, তুমি তোমার বন্ধুর জন্য ভাবছ দেখে খুব ভাল লাগল। তোমার বন্ধুকে কোনও স্পিচ থেরাপিস্টকে দেখাতে হবে। কোনও ভাল চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাও করাতে হবে। চিকিৎসক যদি কাউন্সেলিং করানোর পরামর্শ দেন, তা হলে স্পিচ থেরাপি ও কাউন্সেলিং দুটোই করাতে হবে।
|
খামে ভরো মুশকিল |
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|