টুকরোটাকরা জুড়ে এলাহি’র সংসার
|
আখের ছিবড়ে, কাপড়ের টুকরো বা ওয়াইনের বোতল। ঝড়তিপড়তিদের ডাস্টবিনে না ফেলে গেরস্থালি
সাজাতে কাজে লাগাতে তো পারেন! এ দিয়েও কিন্তু তাজমহল বানানো যায়। ঋক দেব |
|
বাড়িতে প্রতি দিন আমরা যে সব জিনিস ব্যবহার করি, সেগুলোর গতি কী হয়? অধিকাংশই যায় স্রেফ আস্তাকুঁড়ে। কিন্তু এগুলোই যদি ফের আপনার বাড়ি ফেরত আসে? নাক কুঁচকোবেন? ভুল করবেন।
বাড়িতে জলের গ্লাস চাপা দেওয়ার জন্য সাধারণত প্লাস্টিকের ‘কোস্টার’ ব্যবহার করা হয়। জানেন কি আখের ছিবড়ে দিয়েও কোস্টার তৈরি হয়? ওপরে ল্যামিনেট করা সুন্দর ছবি লাগানো। ‘অরণ্য’র পক্ষ থেকে চন্দনী বসু জানালেন, ‘প্রক্রিয়ার মাধ্যমে আখের ছিবড়েটাকে কাঠের মতো শক্ত করে দেওয়া হয়। এতে জল লাগলেও কিছু হবে না। |
ফ্রিজের গায়ে আটকানোর জন্য ব্যবহার করতে পারেন কাপড়ের তৈরি ফ্রিজ ম্যাগনেট। কোনওটা মোটুসোটু হাতি, কোনওটা মাছ, আবার কেউ ঘোড়া। অতিরিক্ত কাপড়ের টুকরো বা তুলো ভেতরে পুরে তার পর নানা আকার দেওয়া হয় এগুলিকে। দামও খুব বেশি নয়।
কাপড় দিয়ে দেওয়াল বা দরজায় ঝোলানোর জন্য সুন্দর সুন্দর জিনিসও কিনতে পারেন। একটি লম্বা মোটা সুতোর মধ্যে আটকানো রয়েছে মাছ, কচ্ছপ কিংবা পাখি। এ রকম দু’টো ফিগারের মধ্যে আবার রয়েছে রং-বেরঙের বিডস। ফিগারগুলির ভেতরে তুলো ঠাসা থাকে। আর একদম নীচে লাগানো থাকে একটা ছোট্ট ঘণ্টা। এ ছাড়া, একটাই ময়ূর কিংবা ঘোড়া লাগানো ছোট হ্যাঙ্গিং চাইলেও পাবেন। ছোটখাট জিনিসপত্র রাখার জন্য চমৎকার পেপার পাল্পের বাস্কেট পাওয়া যায়। বাইরে থেকে দেখতে অনেকটা আপেল-এর মতো। ওপরে আবার একটা ছোট বোঁটাও আছে। মাঝখান দিয়ে খুলে দুটি অংশ আলাদা করা যায়। রেখে দিতে পারেন ড্রেসিং টেবিলের ওপর।
|
ওয়াইনের বোতল শেষ হয়ে গেলে সাধারণত আমরা কী করি? রাস্তায় ফেলে দিই। জানেন, এটা দিয়ে সুন্দর ল্যাম্প বানানো যায়? দক্ষিণাপনের অরণ্য কিংবা মির্জা ঘালিব স্ট্রিটের সাশায় পেয়ে যাবেন এই ধরনের ল্যাম্প। কোনওটার গায়ে বিভিন্ন রঙের সুতো জড়ানো, কোনওটার গায়ে রং করে তার ওপর হাতে আঁকা কারুকাজ। ঘরের কোণে কোনও সাইড টেবিলের ওপর দিব্যি সাজিয়ে রাখতে পারেন এটি। আকার অনুযায়ী দাম। এর পাশাপাশি ঘর সাজানোর আরও নানা ধরনের ল্যাম্প শেড চাইলে পেয়ে যাবেন। গোল, চোঙাকৃতি কিংবা আয়তাকার-এর মতো অনেক আকারের হ্যাঙ্গিং ল্যাম্প শেড বাজারে পাবেন। কাচ নয়, এগুলোর কোনওটা তৈরি বিশেষ গাছের ছাল দিয়ে, কোনওটা তাপরোধক কাগজ, কোনওটা বাঁশের আবার কোনওটা নানা রকমের অতিরিক্ত কাপড় জুড়ে। বাড়ির বারান্দাতেও এই হ্যাঙ্গিং ল্যাম্পশেড লাগিয়ে দিতে পারেন।
|
|
ঘর সাজাতে বেতের তৈরি জিনিস বাড়িতে রাখতে অনেকেই পছন্দ করেন। শুধু চেয়ার-টেবিল নয়, ডাস্টবিনও বেতের তৈরি পাওয়া যায়। খুদে হাতি, হাঁ করা ব্যাঙ কিংবা আপেল যেটা আপনার পছন্দ। ডাস্ট বিন না বানাতে চান এগুলি লন্ড্রি ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারেন।
বেড রুম বা ড্রয়িং রোমান্টিক লুক দিতে বসাতে পারেন বেশ বড় আকারের বেতের ল্যাম্প। আলো জ্বললে বেতের ফাঁক দিয়ে সারা ঘরে একটা প্যাটার্ন তৈরি করবে। টিউব লাইটের চড়া আলোর মন্দ বদলি হবে না, কী বলেন? |
ছবি: সুবীর বন্দ্যোপাধ্যায়
সৌজন্য: অরণ্য, সাশা |
|