দূরে সরেই স্বস্তি দিল নিম্নচাপ
হোৎসবের প্রস্তুতি পর্বে কিছুটা সহযোগিতা আসতে শুরু করেছে প্রকৃতির দিক থেকেও। যাকে নিয়ে আশঙ্কা ছিল বেশি, সেই নিম্নচাপ দূরে সরে গিয়ে আপাতত স্বস্তি তো দিলই। তার প্রভাবে অতিবর্ষণের জেরে বেশি জল ছাড়লে বাংলার পরিস্থিতি ঘোরালো হওয়ার আশঙ্কা ছিল। ডিভিসি-র জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় স্বস্তি মিলেছে সে-দিক থেকেও।
বৃহস্পতিবার মাঝরাতের পরে ওড়িশা উপকূল দিয়ে নিম্নচাপ ঢুকে পড়েছিল স্থলভূমিতে। শুক্রবার সকালের মধ্যে গতি বাড়িয়ে সে ঢুকে যায় ঝাড়খণ্ডের মধ্যে। রাতে তার অবস্থান ছিল পশ্চিম ঝাড়খণ্ডে। এর ফলে ঝাড়খণ্ড-মধ্যপ্রদেশে সীমানা এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানাচ্ছে, এর ফলে দামোদর অববাহিকায় ভারী বর্ষণের আশঙ্কা আপাতত নেই।
সূচনা থেকেই বঙ্গোপসাগরের ওই নিম্নচাপটি আতঙ্কে রেখেছিল রাজ্য সরকারকেও। বন্যার আশঙ্কা করছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্কও করে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে বৃষ্টি বেড়ে যাওয়ায় সন্ধ্যায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছিল ডিভিসি। শক্তি বাড়িয়ে নিম্নচাপ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি নামালে সেই জল নেমে আসত বাংলার দিকেই। তাই বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে শুক্রবার উৎসমুখে বৃষ্টি কমে যাওয়ায় ডিভিসি জল ছাড়ার পরিমাণ ৫০ হাজার কিউসেক হারে নামিয়ে আনে।
জল ছাড়া নিয়ে মন কষাকষি মেটাতে স্থির হয়, ঝাড়খণ্ড এবং ওড়িশার সেচসচিবেরা কলকাতায় এসে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন। সেই অনুসারে ঝাড়খণ্ডের জলসম্পদ উন্নয়ন দফতরের প্রধান সচিব সন্তোষ শতপথী শুক্রবার মহাকরণে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন। তবে দুর্যোগের জন্য ওড়িশার সচিব আসতে পারেননি। পরে সমরবাবু বলেন, “কখন কী ভাবে কতটা জল ছাড়া হবে, সেই বিষয়ে ঝাড়খণ্ড এবং ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গের আলাদা আলাদা চুক্তি হবে।” শতপথী বলেন, “কত বৃষ্টি হলে জলাধারে কতটা জল জমবে, কতটা জল অবিলম্বে ছাড়তে হবে, তার নির্দিষ্ট নিয়ম থাকে না। ভবিষ্যতে আগাম সতর্ক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.