বামফ্রন্ট পঞ্চায়েত সদস্যের সিংহভাগ ইস্তফা দিলেন। ঘটনাটি বিষ্ণুপুর ব্লকের উলিয়াড়া পঞ্চায়েতের। উপপ্রধান-সহ ৯ জন সদস্যের পদত্যাগ পত্র ডাকযোগে বিডিও’র কাছে জমা পড়েছে। শুক্রবার বিষ্ণুপুরের বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “ব্যক্তিগত ও শারীরিক সমস্যার কথা জানিয়ে উলিয়াড়া পঞ্চায়েতের ৯ জন সদস্য পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ডাকযোগে পাঠানো তাঁদের পদত্যাগ পত্র বৃহস্পতিবার পেয়েছি।” তিনি জানান, এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাঁদের শুনানিতে ডেকে সমস্যা নিয়ে আলোচনা করে পুনরায় সিদ্ধান্ত বিবেচনা করতে বলা হবে। আগামী শুক্রবার পদত্যাগ পত্র পাঠানো ওই ৯ জনকে বিডিও শুনানিতে ডাকবেন।
বামফ্রন্টের ক্ষমতায় থাকা উলিয়াড়া পঞ্চায়েতের ১১ জন সদস্যের মধ্যে ৯ জন ইস্তফা দিয়েছেন। তাঁরা হলেন ফরওয়ার্ড ব্লকের উপপ্রধান চায়না দাম, বাসন্তী বাগদি এবং সিপিএমের রূম্পা নন্দী, অঞ্জু মণ্ডল, আনন্দমোহন ভূঁই, স্বরূপ বাউরি, দুলালচন্দ্র দে, নবাব মল্লিক, শেখ সুরবান। তাঁদের মধ্যে চায়না দাস বলেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইস্তাফা দিয়েছি। কেউ আমাকে এর জন্য চাপ দেয়নি।” গ্রাম পঞ্চায়েতের প্রধআন সিপিএমের নিমাই বাগদি বলেন, “এই পঞ্চায়েতে ৮ জন সিপিএমের এবং ৩ জন ফরওয়ার্ড ব্লকের সদস্য ছিলেন। ওই ৯ জন কেন ইস্তফা দিলেন জানি না। তাঁরা আমাকে এ ব্যাপারে আগাম কিছু জানান নি। এ দিন ব্লক অফিসে এসে ওদের ইস্তাফা দেওয়ার ঘটনার কথা প্রথম শুনি।” বিষ্ণুপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক স্বপন ঘোষ, তাঁর দলের উলিয়াড়া লোকাল কমিটির সম্পাদক অনিল পণ্ডিত বলেন, “ওরা ইস্তফা দিয়েছে বলে জানি না।” তৃণমূলের বিষ্ণুপুর ব্লক সভাপতি মথুর কাপড়ি বলেন, “তাঁরা ব্যক্তিগত কারণে পদত্যাগ করে থাকতে পারেন। আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই।”
তবে, আগামী শুক্রবার শুনানিতে ওই ৯ জন ইস্তফা পত্র ফিরিয়ে না নিলে পঞ্চায়েতে বামফ্রন্ট সংখ্যলঘু হয়ে পড়বে। সেক্ষেত্রে উলিয়াড়া পঞ্চায়েতে ‘অ্যাডমিনিস্ট্রেটর’ নিয়োগ করা হবে বলে বিডিও জানিয়েছেন।
মন্দিরে চুরি। মন্দিরের তালা ভেঙে চুরি হয়ে গেল অষ্টধাতুর সিংহবাহিনী মূর্তি। বীরভূমের মুরারই থানার গোঁড়সা গ্রামের ঘটনা। মন্দিরের সেবায়েত সঞ্জীব রায় জানান, মূর্তিটি শতাব্দী প্রাচীন। এই মূর্তির উপরে নির্ভর করে এলাকায় তিনটি দুর্গাপুজো হয়। মন্দিরে নিত্যপুজোও হয়। থানায় অভিযোগ হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |