|
|
|
|
দুর্ঘটনায় মৃত্যু ৩ বাইক আরোহীর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সঙ্কীর্ণ রাস্তায় মোটরচালিত ভ্যানের ধাক্কা খেয়ে ছিটকে পড়েছিলেন তিন আরোহী। পিছন থেকে একটি ট্যাঙ্কার এসে পিষে চলে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হল তিন জনের।
শুক্রবার সকালে পাঁশকুড়ার সিদ্ধা বাজারের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত আখতার (২১), মইদুল (২২) এবং আফতাবউদ্দিন খানের (২২) বাড়ি কোলাঘাটের সাগরবাড় এলাকার ফরিদ-বগুলা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই তিন যুবক এলাকায় ফেরিওয়ালার কাজ করেন। এ দিন সকাল ১০টা নাগাদ তিন বন্ধু মোটরবাইকে পাঁশকুড়ার প্রতাপপুরে মসজিদে যাচ্ছিলেন। ৬ নম্বর জাতীয় সড়কে খড়্গপুরগামী একটি মোটরভ্যানের ধাক্কায় বাইক থেকে রাস্তায় পড়ে যান তাঁরা। সেই সময় পিছন থেকে আসা গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।
জেলা পুলিশ সুপার অশোক প্রসাদ বলেন, “ট্যাঙ্কারের ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে।” প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, এ দিন ওই তিন জন দ্রুতগতিতে বাইক নিয়ে যাচ্ছিলেন। মাথায় হেলমেট ছিল না। অথচ ওই রাস্তা দিয়ে সবসময় ভারী যানবাহন চলাচল করে। তাই রাস্তায় ছিটকে পড়তেই পিছন থেকে আসা ট্যাঙ্কারের ধাক্কায় তিন জনই মারা যান। এ দিকে, তিন বন্ধুর মৃত্যুতে সাগরবাড় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী আনসার শাহ বলেন, “ওই তিন জন প্রতি শুক্রবার প্রতাপপুরে মসজিদে নমাজ পড়তে যেত। এ দিন সকালে তিন জন একসঙ্গে বাইকে বেরিয়েছিল। কিছুক্ষণ পর খবর পাই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।”
অন্য দিকে, বৃহস্পতিবার রাতে কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেলারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাম নারায়ণ মাইতি (৪৯)। বাড়ি তমলুক শহর লাগোয়া নারায়ণদাঁড়ি গ্রামে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকার অন্তত ৫০ জন বাসিন্দা একটি বাস ভাড়া করে গয়ায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা তমলুক থেকে রওনা দেন। কিছু দূর যাওয়ার পরে কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে বাস দাঁড় করান তাঁরা। কয়েক জন চা খেতে নামেন। সেই সময় পিছন থেকে একটি ট্রেলার এসে বাসে ধাক্কা দেয়। গুরুতর জখম হন বাসে বসে থাকা কয়েক জন যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নারায়ণবাবুর। পুলিশ জানিয়েছে, ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দেয়। কিন্তু কোনও যান্ত্রিক গোলযোগের জন্য এমনটা হয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। |
|
|
|
|
|