উৎসবের আলো
আকাশে মেঘ, কপালে ভাঁজ
রতের আকাশে উঁকি মারছে নিম্নচাপের মেঘ। প্রবল বর্ষণ উদ্যোক্তাদের কপালে ভাঁজ পড়েছে। এর মধ্যেই চলছে প্রস্তুতি। কোথাও পাড়ার শিল্পীরা, কোথাও পেশাদার শিল্পীরা দায়িত্বে আছেন। কাজ চলছে জোরকদমে। এ ছবি উল্টোডাঙা, গৌরীবাড়ি, বিডন স্ট্রিট এলাকার নানা পুজোর।
উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে ‘বিআরএস সংগ্রামী’র মণ্ডপ সাজানো হচ্ছে চুলের ফিতে দিয়ে। উদ্যোক্তারা জানালেন, ফিতে দিয়েই পাখি ও ফুল তৈরি হচ্ছে। ফুটিয়ে তোলা হবে নানা নিসর্গও। উল্টোডাঙার ‘ইউনাইটেড ক্লাব’-এর এ বারের থিম সাপ সংরক্ষণ। মণ্ডপে সাপ সংক্রান্ত নানা পৌরাণিক কাহিনির ছবি থাকবে। উদ্যোক্তারা জানালেন, বাস্তুতন্ত্রে সাপ গুরুত্বপূর্ণ। কিন্তু নানা প্রজাতির সাপের সংখ্যা ক্রমেই কমছে। অনেকেই এ বিষয়ে উদাসীন। তাই সাপ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এই থিম বেছে নিয়েছেন তাঁরা।
উল্টোডাঙা ‘লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর মণ্ডপে এ বার কাপড় ব্যবহার করা হচ্ছে না। মণ্ডপ ও মূর্তি তৈরি হচ্ছে খড় দিয়ে। এমনকী, ঝাড়বাতিও তৈরি হবে খড় দিয়ে। কাছেই ‘শুঁড়িরবাগান সবর্জনীন’-এর মণ্ডপ সাজানো হবে ছাই দিয়ে। ছাই দিয়ে নানা নকশা তৈরি হবে বলে জানালেন
উদ্যোক্তারা। ছাই দিয়ে বিষ্ণুর দশ অবতারের মূর্তিও তৈরি হবে।
এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় পুজো হল করবাগান ও তেলেঙ্গাবাগান। তেলেঙ্গাবাগানের এ বারের থিম কলাবউ। মণ্ডপে কলাবউয়ের নানা রূপের প্রতিফলন ঘটবে বলে জানালেন উদ্যোক্তারা। করবাগানে তৈরি হচ্ছে আদিবাসী গ্রাম। তবে কবিরাজবাগানের পুজোও দর্শক টানবে বলে আশা করেন উদ্যোক্তারা। তাঁরা জানালেন, মণ্ডপ তৈরি হবে রাজস্থানের একটি মন্দিরের আদলে।
ভারতীয় সংস্কৃতির প্রবহমান ধারার কিছু আঁচ পাওয়া যাবে উল্টোডাঙার ‘পল্লিশ্রী ক্লাব’-এর পুজোয়। আদিবাসী সংস্কৃতির নানা নিদর্শনের পাশাপাশি নালন্দা, তক্ষশীলার মতো নানা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মডেল থাকবে। ঝুড়ি দিয়ে মণ্ডপ সাজাচ্ছে উল্টোডাঙার গুরুদাস দত্ত গার্ডেন লেনের পুজোর উদ্যোক্তারা। ঝুড়িতে নানা রঙের ব্যবহার করা হচ্ছে।
গৌরীবাড়ি এলাকার ‘গৌরীবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব’-এর মণ্ডপ সাজানো হবে হোগলা পাতা দিয়ে। উদ্যোক্তারা জানালেন, মণ্ডপ হবে নাটমন্দিরের আদলে। হোগলাপাতায় রং করে নানা ধরনের কোলাজও তৈরি হবে। মূল প্রতিমা ছাড়া মণ্ডপে নবদুর্গার ন’রূপও থাকবে। হরিসার হাটের কাছে ‘মাধবদাস লেন সর্বজনীন’-এর মণ্ডপ রাজগিরের একটি মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে। সাহিত্য পরিষদ স্ট্রিটের কাছে ‘গোয়াবাগান সর্বজনীন দুর্গোৎসব’-এর উদ্যোক্তারা জানালেন, তাঁদের থিম ‘মাটির টানে।’ কৃষ্ণনগরের মাটির পুতুল দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে।
‘বিডন স্ট্রিট সর্বজনীন’-এর পুজো মণ্ডপ রবীন্দ্রনাথের সহজ পাঠের নানা ছবি ও লেখা দিয়ে সাজানো হবে। উদ্যোক্তারা জানান, রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষের জন্যই এই উদ্যোগ। সহজ পাঠের ছবিগুলি আঁকছেন স্থানীয় শিল্পীরা। এক চালার প্রতিমার রাজরাজেশ্বরী রূপ।

ছবি: অর্কপ্রভ ঘোষ




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.