উৎসবের আলো
হাম্পি থেকে বিষ্ণুপুর
সাবেকিয়ানাই সম্বল। কিন্তু গুটি গুটি পায়ে থিম পুজোও জনপ্রিয় হচ্ছে। হাতে আর বেশি দিন নেই। তাই চলছে জোরকদমে প্রস্তুতি।
সিঁথি ইউথ অ্যাথলেটিক ক্লাবের কর্নাটকের থিম হাম্পি থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্গানগরে খুঁজে পাওয়া মন্দিরের ভগ্নস্তূপ। পুরো মন্দিরটি থাকলে কেমন দেখতে হত, সে ভাবনাতেই কল্পনার মন্দির। থার্মোকল, ফাইবার গ্লাস, প্লাই দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। জরির পোশাকে সাজা পিতলের প্রতিমা।
সিআইটি সর্বজনীনে এ বার লোহার পাইপ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। উৎসবের পরে তা বিক্রি করে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া উপজাতীয় মানুষের হাতে।
প্রতিমাতেও থাকছে লোহার রিলিফ। মণ্ডপ জুড়ে লোহার তারের কাজ। তার মধ্যেই প্রদীপ ও কাচের গ্লাস দিয়ে আলোকসজ্জা।
পাইকপাড়া এলাকার পুরনো পুজো পাইকপাড়া সর্বজনীনে এ বার বিষ্ণুপুরের রাসমঞ্চ। প্রতিমা অবশ্য সাবেক। রথতলা ইউথ কর্নারে এ বারের ভাবনা পুরনো নাটমন্দির। সে আদলেই সাবেক প্রতিমা।
কাশীপুরে ‘পুকুরের পুজো’ বলে জনপ্রিয় শক্তি সঙ্ঘের পুজো। উদ্যোক্তাদের দাবি, এক সময় ভাসমান মণ্ডপের চল উঠেছিল। এখনও সেই প্রথাই তাঁরা চালু রেখেছেন। এলাকার একটি পুকুরের মধ্যে জলের ড্রাম ভাসিয়ে তার উপর মণ্ডপ ও প্রতিমা।
বাঙালি সঙ্ঘের পুজোয় শহরের রাস্তায় আচমকা ছোট্ট এক গ্রাম। হোগলা, বাঁশ, খড়, চট দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ। বরাহনগরের শিবমন্দির মঠ সর্বজনীন পুজো কমিটির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে ফুটে উঠছে পুরাণের কথা। প্রতিমা সাবেক।

সিঁথি-দমদম এলাকার নেয়ারাবাগান, কাঠগোলা সর্বজনীনের পুজো সাবেক হলেও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে চলছে জোরকদমে প্রস্তুতি। টালা ব্রিজের পাশে টালা পল্লি সাধারণ দুর্গোৎসব সমিতির পুজোয় এ বার সনাতন রুদ্র পাল প্রতিমা তৈরি করছেন। শীলস্ গার্ডেন পল্লি যুব সংস্থা ১-এর পল্লি সর্বজনীন পুজো কমিটির পুজোও সাবেক। পাশাপাশি সাবেক পুজো হলেও কাশীপুরের মৈত্রী সঙ্ঘ, নবযুবক সঙ্ঘ, ডালপট্টি বাজার সর্বজনীন, নিউ পল্লিমঙ্গল সর্বজনীনের মণ্ডপ ও প্রতিমা দেখতে এ বারও মানুষের ঢল অব্যাহত থাকবে বলেই আশা উদ্যোক্তাদের।


ছবি: শুভাশিস ভট্টাচার্য




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.