শহরে পা রেখেই এআইএফএফ এবং তার পাশাপাশি মোহনবাগানকেও একহাত নিলেন লাজং এফসি কোচ প্রদ্যুম রেড্ডি। শুক্রবার যুবভারতীতে অনুশীলনের পর ফেড কাপ সেমিফাইনালিস্ট টিমের কোচের তোপ, “ফেড কাপেরও তো দেখছি কোনও গুরুত্ব নেই এআইএফএফের কাছে। তা হলে আর আমরা এত লাফালাফি করে কী করব? এত বড় একটা টুর্নামেন্টের কোনও প্রচার নেই। কোনও নিয়মকানুনের বালাই নেই। ভাবুন তো, কোয়ার্টার ফাইনাল খেললাম পুণেতে, আর সেমিফাইনাল খেলতে হচ্ছে কলকাতায় এসে! আমার কাছে ফেড কাপ শুধু একটা প্রস্তুতি শিবির। তার বেশি কিছু নয়। হার-জিতের কোনও মূল্যই নেই।” |
কাপের গ্রুপ লিগে লাস্ট বয়! টাকার কী অপচয় বলুন তো? ভেবেই খারাপ লাগছে।” পুণেতে লাজংয়ের কাছে ১-৩ গোলে হেরেছিল স্টিভ ডার্বির মোহনবাগান।
এআইএফএফের হাবভাব নিয়ে আবার লাজং কোচের সুরে গলা মেলাচ্ছেন সালগাওকর কোচ করিম বেঞ্চারিফা-ও। যিনি প্রদ্যুমের মতে, ভারতের সেরা কোচ। কলকাতায় পা রেখে করিমের এক প্রশ্ন, “কেন আমাদের আগে সেমিফাইনাল খেলতে হবে? কলকাতার কোনও দলের খেলা কেন আগে রাখা হল না? পুণে থেকে দিল্লি হয়ে কলকাতায় এসেছি। এক দিন বিশ্রাম নেওয়ার সময় নেই। খুবই দুর্ভাগ্যজনক।” |