ফেডারেশন কাপ সেমিফাইনালে নামার আগে ইস্টবেঙ্গলে বড় ধাক্কা। যুবভারতীতে তাদের অভিনব ‘তোয়ালে ট্যাকটিক্স’ বেআইনি বলে জানিয়ে দিল এআইএফএফ।
জাতীয় ফুটবল সংস্থার সিদ্ধান্ত, ভবিষ্যতে ইস্টবেঙ্গল কর্তাদের কথায় এই ধরনের কাজ করলে যুবভারতীর অভিযুক্ত বলবয়দের মাঠ থেকে বের করে দেওয়া হবে। ভারতীয় ফুটবলে বলবয়রা কখনও এ ভাবে কাঠগড়ায় দাঁড়ায়নি।
ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচে লাল-হলুদের স্টপার রাজু গায়কোয়াড় থ্রো ইন করার সময় তোয়ালে ব্যবহার করছিলেন। ম্যাচ শুরুর আগে চার কর্নার ফ্ল্যাগের কাজে দাঁড়ানো চার বলবয়কে তোয়ালে দিয়ে দিচ্ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। রাজু লম্বা থ্রো ইন করেন। থ্রো ইন করতে যাওয়ার আগে তিনি বলবয়দের কাছ থেকে তোয়ালে নিচ্ছিলেন। তার পরে মুছে দিচ্ছিলেন বল। যাতে ছোড়ার সময় কোনও সমস্যা না হয়। বলের উপর জল-কাদা মুছে নিলে থ্রো ইন করতে সুবিধে হয়। রাজুর থ্রো ইন এমনিতেই দুর্দান্ত। ভিজে বল মুছে ফেলায়, প্রতিপক্ষ আরও সমস্যায় পড়ে যাচ্ছিল। |
ইস্টবেঙ্গলের এই অভিনব ট্যাকটিক্স ভারতীয় ফুটবলে বিরল। ম্যাচ কমিশনার দীর্ঘ দিনের পুরনো মুখ, প্রাক্তন ফিফা রেফারি এম জি সুবর্ণ-ও ব্যাপারটা দেখে বিহ্বল হয়ে পড়েন। বুঝতে পারেন না, কী করবেন। “এ জিনিস ক্রিকেটে বোলারদের করতে দেখেছি। ফুটবলে দেখিনি। ফেডারেশনকে জানাচ্ছি, এটা চলতে পারে কি না।” সুবর্ণ সে দিন বলেছিলেন ম্যাচের পরে।
ম্যাচ কমিশনারের চিঠির উত্তরে এআইএফএফ রেফারিজ কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, এ জিনিস বেআইনি। সুবর্ণ এ দিন বলেন, “ফেডারেশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, এ জিনিস চলতে পারে না। যদি বলবয়দের হাতে তোয়ালে দেখা যায়, তা হলে রেফারি তাদের মাঠ থেকে বের করে দেবে। ব্যাপারটা আমি ইস্টবেঙ্গল কর্তাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি।” ফেডারেশন কাপ সেমিফাইনাল হওয়ার আগে রেফারিরা ভাল করে দেখে নেবেন, বলবয়দের হাতে তোয়ালে রয়েছে কি না। |