নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন তাঁর স্ত্রী। শুক্রবার হাওড়া আদালত চত্বরে দাঁড়িয়ে তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত দাবি করেন, সিআইডি চার্জশিট দেওয়ার পরে এই ঘটনায় একের পর এক অভিযুক্তের জামিন হয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, “সিপিএমের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডির উপর ভরসা করতেন না। সিবিআই তদন্তের কথা বলতেন। অথচ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সিআইডি এই ঘটনার তদন্ত সঠিক ভাবে করল না। উপরন্তু আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। তাই আমরা সিবিআই তদন্ত দাবি করছি।”
হাওড়া আদালত সূত্রে খবর, তপনবাবু খুনে ধৃত তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্টী গায়েনের জামিনের আবেদন শুক্রবার মঞ্জুর করে আদালত। এই নিয়ে তিন অভিযুক্ত জামিনে মুক্তি পেলেন। গত ২৪ অগস্ট এই মামলায় জামিন দেওয়া হয় হুগলির কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতোকে। ১০ সেপ্টেম্বর জামিন মঞ্জুর হয় এই ঘটনার অন্যতম অভিযুক্ত লিপস্টিক বাপির। তপনবাবুর ভাই দীপক দত্ত এ দিন বলেন, “একের পর এক অভিযুক্তেরা জামিন পাওয়ায় আমরা আতঙ্কিত। জেল থেকে বেরিয়েও আসামিরা বদলা নেওয়ার হুমকি দিয়ে রেখেছে। পুলিশকে তা জানিয়েছি।” তপনবাবুর অনুগামীদের দাবি, সিআইডির দেওয়া চার্জশিটে আরও চার তৃণমূল নেতা ও রাজ্যের এক মন্ত্রীর নাম থাকলেও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ দিকে, তপনবাবুর খুনীদের যাতে যথাযথ সাজা হয়, সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান প্রতিমাদেবী। মুখ্যমন্ত্রীকে তিনি একটি চিঠিও দিয়েছেন। এই মামলার শুনানির পাবলিক প্রসিকিউটর বদলের আর্জি জানিয়েছেন তিনি। শুক্রবার প্রতিমাদেবী মহাকরণে এসে লিগাল রিমেমব্রান্সারের (এল আর) সঙ্গে কথা বলেন। তাঁর অভিযোগ, তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বালি থানায় ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান। এল আর ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় বলেন, “পিপি বদলের ব্যাপারে প্রতিমা দেবীর আর্জি বিবেচনার জন্য আইনমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।” |