টুকরো খবর |
কান্দিতে প্রৌঢ় খুনে আটক এক |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কান্দির সাঁওয়াপাড়া থেকে রবি হাজরা (৫৫) নামে ওই ব্যক্তির দেহ মেলে। বাড়ি স্থানীয় হাজারপুর গ্রামে। তিনি পেশায় দিনমজুর। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবাবু প্রতি দিন সন্ধ্যায় পাশের মরুরা গ্রামে যেতেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই বুধবার তাঁকে সাঁওতাপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে অনুমান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রবিবাবুর ছেলে বাপি হাজরা বলেন, “বাবা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। কোনও শত্রু ছিল বলেও মনে পড়ে না। কিছুই বুঝতে পারছি না।” পুলিশ মেহেরুল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সন্ধ্যায় মেহেরুল মদ্যপ অবস্থায় ওই এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। স্থানীয় কিছু বাড়ির দরজায় অস্ত্র দিয়ে সে কোপও মারে বলে অভিযোগ এলাকাবাসীর। কান্দি থানার আইসি সুনয়ন বসু বলেন, “ধারালো অস্ত্র দিয়ে রবিবাবুকে হত্যা করা হয়েছে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
|
নদীতে মিলল কিশোরের দেহ |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক সপ্তাহ নিখোঁজ থাকার পরে মঙ্গলবার এক কিশোরের দেহ মিলল ভাগীরথীর জলে। মৃতের নাম মৃত্যুঞ্জয় হালদার (১৫)। বাড়ি রঘুনাথগঞ্জের পিয়ারাপুর গ্রামে। সে স্থানীয় জোতকমল হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যে থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। তার মা মাধবী হালদার পরের দিনই পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে। মঙ্গলবার তার বাড়ি থেকে ৫ কিলোমিটার দুরে দ্বীপচর গ্রামের কাছে ভাগীরথীর জলে তার পচা-গলা দেহটি দেখতে পান গ্রামবাসীরা। মাধবীদেবী দেহটি শনাক্ত করেন। বুধবার জঙ্গিপুর পুলিশ মর্গে দেহটির ময়না-তদন্ত হয়েছে। মাধবীদেবীর অভিযোগ, “আমার ছেলেকে পারিবারিক বিবাদের কারণে খুন করা করেছে স্থানীয় কয়েক জন ব্যক্তি।” তিনি কয়েক জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশকে জানিয়েছেন। রঘুনাথগঞ্জ থানার আইসি সুধারঞ্জন সরকার বলেন, “এখনও পর্যন্ত লিখিত ভাবে কোনও অভিযোগ পাইনি। ছেলেটির মা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেহটি উদ্ধার হওয়ার পর থেকে তারা সকলেই গ্রাম ছেড়েছে।”
|
‘দুর্নীতি’, ধৃত প্রধান শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
টাকা আত্মসাতের অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বেলডাঙার ঝানুকা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক দীপচাঁদ মণ্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় এর আগেও ওই ব্যক্তিকে টাকা তছরূপের অভিযোগে ধরা হয়। মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক শেরফুল আলমের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শেরফুল আলম বলেন, “একাধিক বিষয়ে দুর্নীতি, সই নকল, জাতিয়াতির অভিযোগ ছিল ওই শিক্ষকের বিরুদ্ধে।” বেলডাঙা থানার ওসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, “জালিয়াতির অভিযোগে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।”
|
ফেরার দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
আদালতে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের হাত থেকে পালাল এক দুষ্কৃতীকে। তার রাজু মণ্ডল। বাড়ি ডোমকলের নিশ্চিন্দপুরে। বুধাবার রাতে হোগলবেড়িয়া থেকে ৩টি বোমা -সহ তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাকে দু’জন পুলিশকর্মী তেহট্ট মহকুমা আদালতে নিয়ে আসছিলেন। দড়ি খুলে চম্পট দেয় সে। পুলিশ কর্মীরা ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ওই যুবককে বুধবার বোমা-সহ ধরা হয়। বৃহস্পতিবার সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। ওকে ফের গ্রেফতার করা হবে। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
স্ত্রীকে নির্যাতনে ১০ বছর কারা |
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অপরাধে অমৃত মজুমদার নামে এক ব্যক্তিকে দশ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। সঙ্গে দু’হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাস সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার তেহট্ট ফাস্ট ট্রাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমনাথ মুখোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী চঞ্চল ঘোষ জানান, ২০০৮ সালের ১২ জুন তেহট্ট থানার বেতাইয়ের বাসিন্দা অমৃত করিমপুরের গড়াইমারিতে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। স্ত্রী পম্পাদেবী তখন সেখানেই ছিলেন। অমৃত স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টা করেন। ১৪ জুন করিমপুর থানায় পম্পাদেবী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন।
|
মহিলার দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রেল লাইনের পাশ থেকে এক মহিলার দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। বুধবার সকালে শান্তিপুরের বাথনা কৃত্তিবাস এবং শান্তিপুর স্টেশনের মাঝে অনিতা দাস (২৮)নামে ওই মহিলার দেহ মেলে। মৃতার পরিবারের পক্ষ থেকে অনিতাদেবীর স্বামী বিশ্বজিৎ দাস এবং শ্বশুরবাড়ির লোকেদের নামে রানাঘাট জিআরপি-তে অভিযোগ করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে অনিতাদেবীর শ্বশুর সমর দাসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নবদ্বীপ বাসস্ট্যান্ড থেকে রৎজিত মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি রিভলভার ও চারটি কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি এক জন অস্ত্র ব্যবসায়ী। তাকে বৃহস্পতিবার নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী নব্যেন্দু মণ্ডল বলেন, “ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, রবিবার নবদ্বীপের চটির মাঠ থেকে সুদর্শন সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
|
হামলার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক ব্যক্তির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক দল যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে বাদকুল্লার পূর্বপাড়ায় পবিত্র চক্রবর্তী নামে ওই ব্যক্তির বাড়িতে হামলা করে স্থানীয় কিছু যুবক। আহত হন পবিত্রবাবুর বাবা। তাঁকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন পবিত্রবাবু। বাদকুল্লা-২ পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের দীনেশ চক্রবর্তী বলেন, “স্থানীয় বিবাদের জেরে দু’দল ছেলের মধ্যে গোলমাল হয়েছে। পরে এই ঘটনায় স্থানীয় দু’টি ক্লাব জড়িয়ে পড়ে।”
|
স্ত্রী খুনে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
এক মহিলাকে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে ধুবুলিয়া থানার পুলিশ। মৃতার নাম সাবিনা বিবি (২৫)। মৃতার দিদিমার অভিযোগ, বুধবার বিকেলে সাবিনার স্বামী ইমতাদুল শেখ ও তাঁর বাবা-মা সাবিনাকে বিষ খাইয়ে দেয়। হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপরে অত্যাচার চালানো হত।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গরুর গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম ভগীরথ সর্দার (৫০)। বাড়ি কোতোয়ালিতে। মঙ্গলবার বিকেলে গরুর গাড়িতে পাট বোঝাই করে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তার ঝাঁকুনিতে পড়ে গিয়ে তিনি গরুর গাড়ির চাকায় পিষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
রাস্তা বেহাল |
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়েছেন তেহট্টের চাঁদেরঘাট পঞ্চায়েতের তিনটি গ্রামের মানুষ। একেই বেহাল নিকাশি তার উপরে বষায় রাস্তার হাল আরও খারাপ। চাঁদেরঘাট অঞ্চল কমিটির সভাপতি তৃণমূলের তুহিন মণ্ডল বলেন, “চাঁদেরঘাট, ধোপট্ট ও কুষ্টিয়া গ্রাম তিনটির রাস্তা অত্যন্ত খারাপ। বেহাল নিকাশির জন্য সামান্য বৃষ্টিতেই বহু জায়গায় জল জমে যায়।
|
শিল্প প্রশিক্ষণ কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
একটি বেসরকারি সংস্থার উদ্যোগে কল্যাণীতে একটি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু হল। বুধবার ওই কেন্দ্রে তিনটি বিষয়ের পঠন-পাঠন শুরু হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণরা ওই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
|
পড়ে মৃত্যু |
জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজের ভবন সংস্কার করার সময় মাচা থেকে পড়ে মারা গিয়েছেন এক যুবক। বুধবারের ওই দুর্ঘটনায় মৃতের নাম সুকুমার মণ্ডল (২৮)। তাঁর বাড়ি জিয়াগঞ্জ থানার গয়েশপুর গ্রামে। |
|