টুকরো খবর
শেষ চারে টোলগেদের সামনে প্রয়াগ
প্রয়াগ-২ : (ডেনসন, জোসিমার)
স্পোর্টিং ক্লুব-১: (কালু-পেনাল্টি)
আগামী সোমবার ফেড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী প্রয়াগ ইউনাইটেড। গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে, এই চাপ সঙ্গী করে নেমেও দারুণ খেলে সেমিফাইনালের রাস্তা খুলে ফেললেন লালকমল-গৌরাঙ্গরা। আগের দু’টি ম্যাচের মতো স্পোর্টিংয়ের বিরুদ্ধেও প্রয়াগের শুরুটা ছিল ঝড়ের গতিতে। তার ঝাপটায় পাঁচ মিনিটেই ডেনসনের হেডে গোল পেয়ে গেল সঞ্জয় সেনের দল। লালকমলের সোয়ার্ভিং কর্নারেই যার ভাগ্য লেখা ছিল। দর্শনীয়। কার্যকরীও বটে। ম্যাচের রাশ প্রয়াগ রেখেছিল নিজেদের দিকে রাখলেও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হল ৮১ মিনিট পর্যন্ত। ভিনসেন্টের সঙ্গে ইয়াকুবুর বোঝাপড়া এ রকম থাকলে ওপারা-রাজু গায়কোয়াড়দের সমস্যায় ফেলা হয়তো সম্ভব হবে না। কোচ সঞ্জয় সেন অবশ্য বললেন, “ইয়াকুবু মাত্র ক’দিন আগে এসেছে। তার উপর পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলার ধকল। সময় দিতেই হবে।” ফাইনালে যেতে গেলে তো টপকাতে হবে ইস্টবেঙ্গলকে। কোচের ব্যাখ্যা, “সব বিভাগেই ইস্টবেঙ্গলে ভাল ফুটবলার আছে। তবে ম্যাচটার এখনও চার দিন বাকি। কাল থেকেই ওদের নিয়ে ভাবব।” কথাগুলি বলার সময় বেশ প্রত্যয়ী লাগল সঞ্জয় সেনের গলা। টুর্নামেন্টে ২৬৮ মিনিট দীপক-বেলোদের রক্ষণ ভেঙে বল জালে ঢোকেনি। ২-০ এগিয়ে থাকা অবস্থায় দীপকের একটু ভুলেই পেনাল্টি পেয়ে গিয়েছিল স্পোর্টিং। প্রথমার্ধের জমাট ফুটবল দ্বিতীয়ার্ধে কী করে এলোমেলো হয়ে পড়ছে, তার উত্তর খুঁজে না পেলে টোলগেদের সামলাতেও মুস্কিলে পড়বেন সঞ্জয়। অন্য সেমিফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলবে করিম বেঞ্চারিফার সালগাওকর। যারা পুণেতে ৩-০ হারাল পৈলান অ্যারোজকে।

সুব্রতকে কোচ চায় মোহনবাগান
স্টিভ ডার্বির বদলে সুব্রত ভট্টাচার্যর কোচ হয়ে আসা এখন সময়ের অপেক্ষা। ছয় বছর বাদে সবুজ মেরুনে কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। দল নিয়ে বৃহস্পতিবার রাতে কলকাতা ফেরার সময়ও ডার্বি জানেন না, তাঁকে সরে যেতে হচ্ছে। প্র্যাক্টিসও ডেকেছেন তিনি। পুণে ছাড়ার আগে মোহন কোচ বলেন, “আমি শুনেছি, আমার চাকরি নিয়ে কথা হচ্ছে। তবে আমার সঙ্গে ক্লাবের চুক্তি কিন্তু দু’বছরের।” আজ তাঁকে পদত্যাগ করার জন্য অনুরোধ করবেন কর্তারা। যাতে করিম, স্ট্যানলির মতো সরকারিভাবে নিজেই সরে যান ডার্বি। তা মানতে না চাইলে সরিয়ে দেওয়ার সম্ভাবনা। অধিনায়ক ব্যারেটো কিন্তু পুণে ছাড়ার আগে বলেন, “কোচ বদলালেই সমস্যার সমাধান হবে না। আমরা খেলতে না পারলে কোচ কী করবেন?” কর্তারা অবশ্য ডার্বিকে সরানোর জন্য তৎপর। সুব্রতর প্রত্যাবর্তনে প্রশ্ন উঠে যাচ্ছে বার্নার্ড ওপারা, হেমন্ত ডোরার মতো সহকারীদের স্থায়িত্ব নিয়ে। দুই নতুন বিদেশি সাইমন স্টোরি ও হাদসন দি সিলভাকে নিয়েও প্রশ্ন উঠছে। তবে কর্তারা এখনই কোচের মতো ফুটবলার সরাতে রাজি নন। কর্তারা ডার্বিকে নিয়ে ক্ষুব্ধ, দু’মাসেও নতুন সিস্টেমে ফুটবলারদের সড়গড় করাতে পারেননি বলে। সুব্রত ছাড়া আর কোনও নাম নিয়ে তাঁরা আর ভাবেননি। সুব্রত নিজে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তাঁর নিজের এ এফ সি ‘এ’ লাইসেন্স নেই। কর্তারা বলছেন, এ বার আই লিগে কোচিং করাতে লাগবে না ওই লাইসেন্স।

কোলাসোর ‘না’
জাতীয় কোচ নিয়ে আর্মান্দো কোলাসোর ভবিষ্যৎ ঝুলিয়ে রেখে দিল এআইএফএফ। বল পাঠিয়ে দিল এমার্জেন্সি কমিটির কোর্টে। যাতে ফয়সালা হতে হতে পরের সপ্তাহ। আগের দিন আর্মান্দো ফেডারেশন সচিবের দু’বছর থাকার প্রস্তাবে রাজি হননি। বৃহস্পতিবার কিন্তু ফেডারেশন কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিল, আর্মান্দোকে এক বছর থাকার প্রস্তাব দেওয়া হবে। জাতীয় কোচ হতে গেলে তাঁকে ছাড়তে হবে ডেম্পো সচিবের পদ। আর্মান্দোর পক্ষে যা মানা কঠিন। তিনিও বলে দিয়েছেন, এ ভাবে দায়িত্ব নেবেন না। তাই কোচ বদল হচ্ছেই। করিম বেঞ্চারিফা, সুখবিন্দর সিংহ, ডেভিড বুথের নাম উঠেই আছে। ফেডারেশন সচিব কুশল দাস চান করিম বেঞ্চারিফাকে। টেকনিক্যাল ডিরেক্টর হয়ে আসছেন ডাচ কোচ রব বান। এ দিনের সভায় প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল, ভারত ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য দাবি জানাতে পারে। এই প্রথম ভারত কোনও বিশ্বকাপের জন্য দাবি জানাচ্ছে। যুব বিশ্বকাপ আয়োজনের দাবির পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ করার ব্যাপারে উল্টো পথে হাঁটছে। ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, মেসি ম্যাচের মতো কোনও সংস্থা আন্তর্জাতিক ম্যাচ নিজেরা করতে পারবে না। এ আই এফ এফ বা রাজ্য সংস্থা ম্যাচ করতে পারবে শুধু। ইস্টবেঙ্গল-সালগাওকর সুপার কাপ ম্যাচ দিল্লিতে ১৮ অক্টোবর। ফেডারেশনের সভায়, চূড়ান্ত হল, স্থানীয় ফুটবলাররা বছরে ৪০টির বেশি ম্যাচ খেলতে পারবে না। ঠিক হল, পৈলান অ্যারোজকে আই লিগে অবনমনে পড়তে হবে না। আই লিগের পুরস্কার অর্থ বেড়ে দাঁড়াল ১.৫ কোটি।

অনূধ্বর্র্ ১৪ হ্যান্ডবল
জলপাইগুড়িতে অনুষ্ঠিত আন্তঃজেলা স্কুল অনূধ্বর্র্ ১৪ হ্যান্ডবলে উত্তর ২৪ পরগনার কাছে মাত্র ২ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বর্ধমান। এ দিকে, অনূর্ধ্ব ১৭ স্কুল হ্যান্ডবল ও অনূর্ধ্ব ১৪ স্কুল ভলিবল প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ২৩-২৫ সেপ্টেম্বর, যথাক্রমে উত্তর ২৪ পরগনা ও মধ্য কলকাতায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য তা হবে ২১-২৩ অক্টোবর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.