বোনাস নিয়ে বিবাদ, কাজ বন্ধ হল মদ কারখানায় |
বোনাস নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার থেকে একটি মদ তৈরির কারখানায় কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। এর ফলে পুজোর মুখে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে অন্তত আড়াইশো শ্রমিকের কাজ অনিশ্চিত হয়ে পড়ল। ডানকুনির মনোহরপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ওই কারখানায় বোনাস-সংক্রান্ত পাওনাগন্ডা নিয়ে তিন শ্রমিক সংগঠনের সঙ্গে সম্প্রতি আলোচনায় বসেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বোনাস দিতে রাজি হন। কিন্তু বোনাসের পরিমাণ নিয়ে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে রফাসূত্রে পৌঁছাতে পারেননি কর্তৃপক্ষ। সম্প্রতি বোনাস নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কারখানার সিটু-সহ তিন সংগঠন বৈঠকে বসেন। কয়েক দফায় সেই বৈঠক হয়। শ্রমিক সংগঠনগুলি ১১ শতাংশ হারে বোনাসের দাবি করে। কিন্তু কর্তৃপক্ষ ১০ শতাংশের বেশি বোনাস দিতে অরাজি হন বলে অভিযোগ। বোনাস নিয়ে টালবাহানার বিষয়টি জানার পরই শেষ পর্যন্ত এ দিন সকাল থেকে শ্রমিকেরা কাজ করতে অস্বীকার করেন। কারখানার একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন,“আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম সামনে পুজো থাকায় অগ্রিম হিসেবে কিছু টাকা শ্রমিকদের দিন। বোনাসের বিষয়টি সরকারি স্তরে ফয়সালা হোক। কিন্তু শেই শর্তে তাঁরা রাজি হলেন না।” এই বিষয়ে কারখানার পদস্থ কর্তা বিনয় কুমার বলেন, “আমাদের কারখানায় উৎপাদন কম হচ্ছে। কারখানা লোকসানে চলছে। এই পরিস্থিতিতে বেশি বোনাসের জন্য চাপ দেওয়া হচ্ছে। আমরা ১০ শতাংশের বেশি হারে বোনাস দিতে পারব না। শেষ পর্যন্ত অগ্রিম দেওয়ার শর্তে বোনাসের বিষয়টি সরকারি স্তরে মেটানোর ব্যাপারে শ্রমিকেরা রাজি হয়েছেন।” আজ, শুক্রবার থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন বলে কারখানা কর্তৃপক্ষের আশা।
|
বৃহস্পতিবার আরামবাগ মহকুমা সুপার ডিভিশন ফুটবল লিগে ‘এ’ গ্রুপের বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব মুখোমুখি হয় গোঘাট কালীমাতা ক্লাবের। খেলার ফলাফল ১-১। বিদ্যুতের পক্ষে গোল করেন লক্ষ্মীকান্ত পণ্ডিত। কালীমাতার গোলদাতা জয়ন্ত সাঁতরা। খেলা হয় আরামবাগের জুবিলি পার্ক মাঠে। এ দিন গোঘাটের বাজুয়া স্কুল মাঠে ‘বি’ গ্রুপের খেলায় বাজুয়া সারদাময়ী সেবাসঙ্ঘ ১-০ গোলে হারিয়ে দেয় বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘকে। গোল করেন পঙ্কজ রায়। এ দিনই দু’টি গ্রুপের লিগের খেলা শেষ হল। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে গিয়েছে দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘ এবং বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে গেল বাজুয়া সারদাময়ী সেবাসঙ্ঘ এবং খাটোগ্রাম মনসামাতা ক্লাব। আজ, শুক্রবার একটি সেমিফাইনালে নেতাজি সুভাষ সঙ্ঘের মুখোমুখি হবে খাটোগ্রাম মনসামাতা ক্লাব। শনিবার অপর সেমিফাইনাল খেলাটি হবে বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে বাজুয়া সারদাময়ী সেবাসঙ্ঘের। |