টুকরো খবর
আত্মঘাতীর প্রেমিকের বিরুদ্ধে মামলা
মালিনী মুর্মুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর ‘বিশেষ বন্ধু’র বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। আইআইএম-বেঙ্গালুরুর ছাত্রী মালিনীর সঙ্গে সম্পর্কে ইতি টেনে ফেসবুকে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করা ছাড়াও ওই যুবকটি মালিনীর উদ্দেশে কিছু ‘অবাঞ্ছিত’ শব্দও ব্যবহার করেছিল বলে জানিয়েছেন মালিনীর বাবা বিশ্বনাথ মুর্মু। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ আত্মহত্যায় প্ররোচনার ওই মামলা দায়ের করে। বেঙ্গালুরু পুলিশের ডিসি (দক্ষিণ-পূর্ব) পি এস হর্ষ আজ বলেন, “মালিনীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিষেক ধন নামে এক যুবকের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। অভিষেক সম্ভবত দিল্লিতে থাকেন।” তবে অভিযুক্ত যুবককে গ্রেফতারের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ওই পুলিশকর্তা জানিয়েছেন। তিনি বলেন, “বিষয়টি তদন্তসাপেক্ষ। তদন্তকারী অফিসার সব দিক খতিয়ে দেখেই যা করার করবেন।” মালিনীর বাবা অবশ্য বলেছেন, অভিষেকের কথা কখনওই মালিনী বাড়িতে কাউকে বলেননি। মেয়ের কোনও ‘বিশেষ সম্পর্কে’র কথা তিনি জানতেন না। ওই যুবকটি মালিনীর আত্মহত্যার খবর পেয়েই নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছেন বলে দাবি বিশ্বনাথবাবুর। আজ জামশেদপুর থেকে ফোনে তিনি বলেন, “আমি অফিসের কাজে পুণেয় ছিলাম। সোমবার দুপুরে শেষ বার মেয়ের সঙ্গে কথা হল। দিব্যি হাসিখুশি ছিল। পরে শুনি, এই ঘটনা। আইআইএমে মেয়ের বন্ধুদের কাছেই শুনেছি ফেসবুকে একটি ছেলের লেখা কটূক্তি পড়ে ও ভেঙে পড়েছিল।”

সিকিমে হড়পা বান, সতর্কতা সমতলে
সিকিমে তিস্তার উৎসস্থলের কাছে হড়পা বানের জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং ডুয়ার্সে। বুধবার সকালের দিকে ওই হড়পা বান হয়। তার জেরে তিস্তায় ব্যাপক জলস্ফীতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গজলডোবায় তিস্তা ব্যারাজ থেকে এ দিন দুপুর থেকে জল ছাড়া শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেচ দফতর থেকে গজলডোবায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিস্তা ব্যারেজের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার গৌতম চট্টোপাধ্যায় বলেন, “সিকিমে তিস্তার উৎসস্থলের কাছাকাছি হড়পা বানের খবর পাওয়া গিয়েছে। তবে উদ্বেগের কিছু নেই। গজলডোবায় এ দিন ব্যারাজ থেকে প্রায় ৫০০ কিউমেক হারে জল ছাড়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে প্রতি ঘণ্টায় তিস্তার জলস্তর খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও জল ছাড়া হবে।”এ দিন সিকিমে ওই হড়পা বানের খবর পৌঁছতেই নড়েচড়ে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা প্রশাসন। মালবাজার মহকুমা এবং জলপাইগুড়ি সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তিস্তা নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়।

আতিথেয়তায় চপার, অভিযুক্ত ওমর আবদুল্লা
পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আতিথ্য দিয়ে বিতর্কে জড়ালেন ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি চপারে পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী সুলতান মেহমুদ চৌধুরীকে পহলগাঁওয়ে আনার ব্যবস্থা করেন। চৌধুরী দীর্ঘদিন ধরেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করে আসছেন বলে বিভিন্ন মহলের অভিযোগ। সেই তাঁকেই পহলগাঁওতে আনতে ওমর সরকারি চপার দিয়ে পাঠান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নাসির আসলামকে। চৌধুরী একটি চ্যানেলকে জানিয়েছেন, সম্প্রতি একটি বিয়েবাড়িতে তাঁর সঙ্গে দেখা হয় কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। সেখানেই তিনি পহলগাঁওতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তারপরই ওমর তাঁকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধার পর ওমর টুইটারে লিখেছেন, “কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আতিথেয়তা প্রাক্তন ‘আজাদ কাশ্মীর’ নেতা গ্রহণ করেছেন বলে আমি গর্বিত।” এ ভাবে চৌধুরীকে আনায় ১১ কোটি টাকা খরচ হওয়ার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে ওমর লিখেছেন, “চপারে উড়লে ঘণ্টায় ৫৫ হাজার টাকা খরচ হয়। সেখানে যাতায়াতে মোট সময় লেগেছে ৪৫ মিনিট। এ বার হিসেব করে নিন।”

পাকিস্তানে যেতে চান অণ্ণা হজারে
অণ্ণা হজারে পাকিস্তানে যাওয়ার নাম করা মাত্র প্রতিবাদে সরব হল শিবসেনা। আজ অণ্ণা হজারের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রাক্তন বিচারক নাসির আলম জাহিদ ও পাকিস্তান ইনস্টিটিউট অব লেবার, এডুকেশন অ্যান্ড রিসার্চের কর্ণধার কারামত আলি। পাকিস্তানে দুর্নীতি-দমন আন্দোলন করার ব্যাপারে পরামর্শ নিতেই তাঁরা অণ্ণার কাছে এসেছিলেন। অণ্ণাকে তাঁরা পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। অণ্ণা জানিয়েছেন, এখন তাঁর শরীর ভালো নেই। সুস্থ হলে যেতে পারেন। এটুকু শুনেই চটেছে শিবসেনা। অণ্ণার পাকিস্তানে যাওয়ার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে তারা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাওয়াত ক্ষোভের সঙ্গে বলেন, “অণ্ণার নিজেরই ওই প্রতিনিধি দলকে সাফ বলে দেওয়া উচিত ছিল যে পাকিস্তানের আগে সন্ত্রাস দমন করাটা অনেক বেশি জরুরি।”

কাপড়কলে আগুন, মৃত ৪
আগুনে পুড়ে মৃত্যু হল ডোম্বিভলির একটি কাপড়ের কারখানার চার কর্মীর। ওই কারখানা থেকে ১৮ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে ওই কারখানায়। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি গাড়ি। প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.