টুকরো খবর |
রবীন্দ্রভারতীতে শান্তি ফেরাতে চিঠি আচার্যকে
নিজস্ব সংবাদদাতা |
জুলাইয়ের হাঙ্গামায় এক শিক্ষাকর্মীর মৃত্যু পরে রবীন্দ্রভারতীতে গোলমাল লেগেই আছে। এই অবস্থায় প্রতিষ্ঠানকে ছন্দে ফেরানোর ব্যাপারে পরামর্শ চেয়ে বৃহস্পতিবার রাজ্যপাল তথা আচার্য এম কে নারায়ণনকে চিঠি লিখলেন উপাচার্য করুণাসিন্ধু দাস। তিনি লিখেছেন, বহিরাগতেরা যখন-তখন ঢুকে ক্যাম্পাসে অশান্তি ঘটাচ্ছে। ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনার জন্য এ দিন স্থানীয় পুলিশের সঙ্গেও আলোচনা করেছেন উপাচার্য। তিনি কথা বলেছেন ছাত্র সংগঠন ও শিক্ষাকর্মীদের সংগঠনের সঙ্গেও। এর আগে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে একাধিক বার উপাচার্যের কাছে চিঠি লিখেছেন রবীন্দ্রভারতীর শিক্ষকেরাও। তা সত্ত্বেও গত দু’দিন ধরে ছাত্র-সংঘর্ষে পঠনপাঠন ব্যাহত হয়। উদ্বিগ্ন উপাচার্য এ দিন বলেন, “গায়ের জোরে অনেক সময়েই কিছু বহিরাগত ঢুকে অশান্ত করছে ক্যাম্পাস। ছাত্রেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় কী করণীয়, সেই বিষয়ে আচার্যের উপদেশ চেয়েছি।”
|
হাসপাতালে কবীর সুমন |
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ কবীর সুমন। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ এম আর বাঙুর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বুকে ব্যথা অনুভব করছেন জানিয়ে দুপুর ১২টা নাগাদ বাঙুর হাসপাতালের সুপারকে ফোন করেন সাংসদ। হাসপাতাল সুপার কাজলকৃষ্ণ বণিক বলেন, “দু’জন চিকিৎসক সাংসদের বাড়িতে গিয়েছিলেন। তার পরে আমরা তাঁকে ভর্তি করে নিয়েছি। সাংসদকে আইটিইউ ইউনিটে রাখা হয়েছে। রক্ত পরীক্ষা এবং ইসিজি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
|
নিখোঁজ শিশুর দেহ মিলল পুকুরে |
সল্টলেকের ছয়নাবিতে জলে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম মৌ মল্ল (২)। তার বাবা বিজয় মল্ল ভেড়িতে কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, এ দিন খেলতে খেলতে শিশুটি ঘর থেকে বেরিয়ে পড়েছিল। সেই থেকে তার খোঁজ মিলছিল না। পরে বাড়ির কাছের একটি পুকুরে তার দেহ পাওয়া যায়।
|
পুকুরে মৃতদেহ |
পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে, যাদবপুর থানার লায়েলকা মাঠ এলাকায়। মৃতের নাম মানিক চক্রবর্তী (৫৫)। তিনি বাঘা যতীন রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, মৃতদেহে আঘাতের চিহ্ন মেলেনি। পুলিশের অনুমান, জলে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
|
দুষ্কৃতী গ্রেফতার |
এক ব্যবসায়ীকে অপহরণ ও তার জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হল এক দুষ্কৃতী। বুধবার, বৌবাজার থেকে। ধৃতের নাম সৈয়দ সেলিম। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, রাত ১২টা নাগাদ প্রমোদ তিওয়ারি নামে ওই ব্যবসায়ী প্রিন্সেপ স্ট্রিটের একটি পানশালায় যান। অন্য টেবিলে বসা সেলিম এক নর্তকীর সঙ্গে অভব্যতা করলে প্রমোদবাবু পানশালার কর্মীদের দিয়ে তাকে বার করে দেন। পুলিশ জানায়, প্রমোদবাবু বেরোতেই সেলিম ও তার দলবল তাঁকে জোর করে ট্যাক্সিতে তুলে ২০ হাজার টাকা, সোনার চেন ও মোবাইল ছিনিয়ে নিউ মার্কেটের সামনে নামিয়ে দেয়। ওই ব্যবসায়ীর অভিযোগেই সেলিম গ্রেফতার হয়। খুনের ঘটনায় দীর্ঘদিন জেল খাটা সেলিম মাস তিনেক আগে ছাড়া পেয়েছিল। অন্য দিকে, পরপর ছিনতাই, ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে দত্তপুকুর থেকে গ্রেফতার হল তাপস সুর নামে এক দুষ্কৃতী। তাঁর কাছ থেকে রিভলভার ও এক রাউন্ড গুলি মিলেছে। পুলিশ জানায়, তোলাবাজ ও ভাড়াটে খুনি তাপসকে বহুদিন ধরেই খোঁজা হচ্ছিল। আজ, শুক্রবার তাঁকে বারাসত আদালতে তোলা হবে।
|
দোষী সাব্যস্ত |
এক ট্যাক্সিচালককে খুন করে লাশ গুম করার অপরাধে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। আজ, শুক্রবার দোষীদের সাজা ঘোষণা করবেন দ্বাদশ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পার্থপ্রতিম রায়। খুনের অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের যে বিধান আইনে আছে, তা দোষীদের জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার। সরকারি আইনজীবী আবু বকর ঢালি জানান, ২০০৬-এর ৬ ফেব্রুয়ারি কালীঘাট এলাকায় দিলীপ দাস নামে ওই ট্যাক্সিচালককে খুন করে দেহটি বস্তায় মুড়ে আদি গঙ্গায় ফেলে দেওয়া হয়। পরের দিন পুলিশ দেহটি উদ্ধার করে।
|
পাম্প ডুবে জল বন্ধ |
জোড়াবাগান বুস্টার পাম্পিং স্টেশনের চারটি পাম্প জলে ডুবে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ রইল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায়। ওই কেন্দ্র থেকে প্রতিদিন ৮০ লক্ষ গ্যালন জল সরবরাহ করা হয়। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, রাতের মধ্যে পাম্পহাউসের জল সরলে আজ, শুক্রবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হতে পারে। শোভনবাবু জানান, ভোরে ওই চারটি পাম্প জলে ডুবে যাওয়ায় ১৯ থেকে ২১ এবং ২৩ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই জল সরবরাহ করা যায়নি। জমা জল বার করতে এ দিন বিকেলে কসবা থেকে একটি পাম্প নিয়ে যাওয়া হয়েছে জোড়াবাগান কেন্দ্রে। মেয়র বলেন, “জোড়াবাগান বুস্টার পাম্পিং স্টেশনের পাম্প চালানোর দ্বিতীয় মোটরের কোথাও ফুটো হয়ে যায়। সারা রাত সেই ফুটো দিয়ে জল পড়ায় ভোরে দেখা যায় সবক’টি পাম্পই ডুবে গিয়েছে। ফলে এ দিন ভোর চারটে থেকে সারা দিনই বড়বাজারের বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা যায়নি।”
|
শ্লীলতাহানির চেষ্টা সল্টলেকে |
চলছিল লুঠ, ছিনতাই। এ বার শ্লীলতাহানির চেষ্টা সল্টলেকে। করুণাময়ী আবাসনে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুদেব ঘোষ। তার বাড়ি কেষ্টপুরে। ওই মহিলা করুণাময়ী আবাসনেরই বাসিন্দা। তিনি পুলিশকে জানান, রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আবাসনের ভিতরে একটি বাড়ির সামনে সাইকেল-আরোহী ওই যুবক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তিনি চিৎকার করায় পালানোর চেষ্টা করে সুদেব। কয়েক জন বাসিন্দা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এক পুলিশ অফিসার জানান, ওই যুবক রাতে সাইকেলে চেপে আবাসনের ভিতর দিয়ে কোথায় যাচ্ছিল, তা জানতে তাকে জেরা করা হচ্ছে। |
|