আন্ডারপাস ঠিক মতো নির্মাণ না করে মানুষের চলাচলের পথ পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ক্ষোভে কুশুম্বা ও চাকাইপুর গ্রামের বাসিন্দারা বুধবার সন্ধ্যায় রেল লাইনের কাজের দায়িত্বপ্রাপ্ত এক ঠিকাদারকে আটকে রেখেছিলেন। পরে বিডিও-র আশ্বাসে ওই ঠিকাদারকে ছেড়ে দেন বাসিন্দারা। কুশুম্বা ও চাকাইপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, রামপুরহাট-মন্দারহিল রেলপথে কুশুম্বা গ্রাম সংলগ্ন যে আন্ডারপাশ হয়েছে তা চলাচলের অযোগ্য। ওই আন্ডারপাশ ঠিক মতো নির্মাণ না করেনি। এমন কী ওই পথ পাথর দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই পথ খুলে দেওয়া এবং রেল লাইনের পাশ দিয়ে যাওয়া রাস্তা খুলে সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের অভাব-অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও রামপুরহাট ১ ব্লকের বিডিও শান্তিরাম গড়াই। উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দাদের একাংশ। আলোচনার পরে রেল কর্তৃপক্ষ পাথর তুলে নেয়।
|
ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদাইপুরের সাহাপুর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন দুবরাজপুর থানার সাঞ্চি গ্রামের সাত্তার শেখ ও সাজিনা গ্রামের নুরন্নবি হোসেন। আগ্নেয়াস্ত্র কেনা-বেচার অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “সদাইপুর থানার ওসি সঞ্জীব সিংহরায়ের নেতৃত্বে স্থানীয় সাহাপুরে পুলিশ কর্মীরা ক্রেতা সেজে হাজির হন। সেখানে সাত্তার শেখ ও নুরন্নবি হোসেন তাঁদের আগ্নেয়াস্ত্র বিক্রি করতে যান। তখন পুলিশ তাঁদের পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে একটি কার্বাইন, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।” আজ শুক্রবার, ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হবে।
|
এক মহিলাকে খুনের দায়ে যাবজ্জীবন হল এক ব্যক্তির। বৃহস্পতিবার এই সাজা শোনান সিউড়ি আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক মণিশঙ্কর দ্বিবেদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ৩০ অক্টোবর পাড়ুই থানার পাহাড়পুর গ্রামের বাসিন্দা সাধেশ্বরী দাসকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ওই গ্রামেরই বাসুদেব ওরফে সাবু নন্দী। এই মামলার সরকারি আইনজীবী সুভাষ দত্ত বলেন, “বিচারক ৩০২ ধারায় বুধবার বাসুদেবকে দোষী সাব্যস্ত করেন। এ দিন দোষীকে যাবজ্জীবন সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক।”
|
আইএনটিইউসি অনুমোদিত বীরভূম জেলা পৌর স্বাস্থ্যকর্মী এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার সাঁইথিয়ায়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিইউসি’র জেলা নেতা মৃনাল বসু ও কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত প্রমুখ। এই সম্মেলনে ছয় দফা দাবি নিয়ে আলোচনা হয়। |