পাকিস্তানে ধৃত ২০ ভারতীয় মৎস্যজীবী |
পাকিস্তানের সমুদ্র-সীমার মধ্যে ঢুকে পড়ার অভিযোগে কুড়ি জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এ দেশের উপকূল রক্ষা বাহিনী। ধৃত ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে চারটি নৌকা ছিল। সেগুলিকেও আটকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পাক উপকূল রক্ষী বাহিনীর এক কর্তার অভিযোগ, ওই মৎস্যজীবীরা এর আগেও একাধিক বার পাক সমুদ্র-সীমায় অনুপ্রবেশ করেছিল।
|
স্ত্রাউস কানকে চ্যালেঞ্জ লেখিকার |
প্রাক্তন আইএমএফ প্রধান দোমিনিক স্ত্রাউস কানকে এ বার সরাসরি চ্যালেঞ্জ করলেন ফরাসি লেখিকা। ওই লেখিকা কানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কান দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এ নিয়ে মানহানির মামলাও দায়ের করেন কান। এ বার ওই লেখিকা ত্রিস্তা বানোঁ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, স্ত্রাউস কানের সঙ্গে তিনি মুখোমুখি বসতেও রাজি। বানোঁর কথায়, “পুলিশ জানতে চেয়েছে, স্ত্রাউস কানের সঙ্গে আমি মুখোমুখি বসতে রাজি হব কি না। জানিয়ে দিয়েছি, আমি রাজি। আমার চোখের দিকে তাকিয়ে উনি একবার বলুনতো এ সব আমি বানিয়ে বলছি।”
|
ভারতীয়-সহ বিদেশি পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে দেখে ভিসার ক্ষেত্রে কিছু নিয়মকানুন শিথিল করছে অস্ট্রেলীয় সরকার। ২০১২-র দ্বিতীয় সেমেস্টার থেকে এই পরিবর্তিত নিয়মে ভিসার জন্য আবেদন জানানো যাবে। নতুন নিয়মে পড়ুয়াদের টাকা পয়সার ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হবে। কোনও পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৬ হাজার ডলার থাকলে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে। পড়া শেষ হওয়ার পরও তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পড়ুয়ারা দুই থেকে চার বছরের জন্য অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন বলেও জানানো হয়েছে। |