ব্যক্তিগত ব্যবহার বাড়াতে এ বার নবরূপে বোলেরো |
ব্যক্তিগত গাড়ি হিসেবে ‘বোলেরো’ ব্র্যান্ড-কে ফের প্রতিষ্ঠিত করতে একগুচ্ছ আধুনিক পরিষেবা-সহ নবরূপে বোলেরো আনল মহীন্দ্রা। দশ বছর আগে প্রথম বোলেরো বাজারে আনার পর ২০০৭-এ গাড়িটির নয়া সংস্করণ তৈরি করে সংস্থা। এ বার ব্যক্তিগত ব্যবহারে জোর দিতেই নতুন মডেল আনা হল। বাণিজ্যিক ব্যবহারের জন্য অন্য দু’টি মডেলের বোলেরো-ও মিলবে। প্রসঙ্গত, ব্যক্তিগত ব্যবহারের তুলনায় এর বাণিজ্যিক ব্যবহারই বেশি। সংস্থাটির পূর্বাঞ্চলের প্রধান সঞ্জয় চট্টোপাধ্যায়ের দাবি, ব্যক্তিগত ব্যবহারে বাড়তি স্বাচ্ছন্দ্য মিলবে নতুন তিনটি মডেলে। যেমন জ্বালানির ভাঁড়ার কতটা, দরজা খোলা কি না ইত্যাদি তথ্য জানাতে গাড়িতে থাকছে ‘ভয়েস মেসেজিং সিস্টেম’। গাড়ির গড় গতিবেগ, যতটা তেল রয়েছে তাতে কত দূরত্ব যাওয়া যাবে ইত্যাদি তথ্য জানাবে ‘ডিজিটাল ইনফর্মেশন সিস্টেম’। গাড়ি চুরি ঠেকাতে চাবিতে বিশেষ প্রযুক্তির ‘চিপ’ লাগানো থাকবে। নয়া বোলেরো ‘বিএস-থ্রি’ এবং ‘বিএস-ফোর’, দু’ধরনের প্রযুক্তিতেই মিলবে। কলকাতায় বিএস-ফোর প্রযুক্তির বোলেরো-র দাম পড়বে ৬.৩৫ থেকে ৬.৯৯ লক্ষ টাকার মধ্যে।
|
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা উঠল |
কৃষক আন্দোলনের জেরে পেঁয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে খাদ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে। রফতানির জন্য টন প্রতি ৪৭৫ ডলার (প্রায় ২২,৩২৫ টাকা) ন্যূনতম দরও নির্ধারণ করেছে তারা। দিল্লির বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২৫ টাকা ছোঁয়ায় ৯ সেপ্টেম্বর রফতানি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র। ফলে দাম কেজিতে ২-৫ টাকা কমে। কিন্তু কৃষকেরা রফতানি বন্ধের প্রতিবাদে আন্দোলন শুরু করেন।
|
শেও শঙ্কর বাগাড়িয়া দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছেন এবং বিনোদ কুমার মোহন ভাইস চেয়ারম্যান হয়েছেন। |