বিশেষ সতর্কবাণী রাখতে অনুরোধ ‘মৌসমে’
ট্রেনের সঙ্গে পাল্লা শাহিদের,
উদ্বেগ জানিয়ে চিঠি রেলের
শাহিদ কপূরের ‘রেসে’ অশনি সঙ্কেত দেখছে রেল মন্ত্রক।
মুক্তির দোরগোড়ায় শাহিদের নতুন ছবি ‘মৌসম’। সিনেমায় সেনাবিমানের চালক হিসাবে শাহিদের একটি যুদ্ধদৃশ্য নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এ বার ফের রেল মন্ত্রকের আপত্তির সামনে শাহিদ। কেন?
জনমানবশূন্য প্রহরাবিহীন লেভেল ক্রসিং। লাইনের উপর দিয়ে সাক্ষাৎ যমদূতের মতো ছুটে আসছে ট্রেন। অন্য দিকে তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে আসছেন শাহিদ। রীতিমতো পাল্লা দিচ্ছেন ট্রেনের সঙ্গে। কে আগে পার হবে ওই লেভেল ক্রসিং? শেষ মুহূর্তে শাহিদের গাড়ি পার হয়। আর সেকেন্ডের ভগ্নাংশে তার পিছন দিয়ে চলে যায় ট্রেন।
দৃশ্যটি দেখে বেজায় চিন্তিত রেল মন্ত্রক। টিভিতে প্রোমো দেখানো শুরু হওয়ার পর থেকেই রীতিমতো আঁতকে উঠেছেন মন্ত্রকের কর্তারা। যে ভাবে দৃশ্যটি দেখানো হয়েছে, তাতে ট্রেন আসতে দেখেও প্রহরাবিহীন ক্রসিং-এ চালকদের পার হওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে। একেই ফি বছর প্রহরাবিহীন লেভেল ক্রসিং-এ দুর্ঘটনার অভাব নেই। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় দেড়শো লোকের প্রাণ যায় এই ভাবে। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার শিকার হয় ছোট বাস বা গাড়ি। সমীক্ষায় রেল দেখেছে, বেশির ভাগ ক্ষেত্রেই চালক ভাবেন, তিনি শেষ পর্যন্ত পার হয়ে যেতে পারবেন।
এই প্রবণতা রুখতে পোস্টার, ব্যানার বা এসএমএস করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চেষ্টার কসুর করে না রেল মন্ত্রক। কিন্তু এখন যদি শাহিদকে নকল করে যুবসমাজ ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ‘রেসে’ নামতে শুরু করে? শিউরে উঠছেন মন্ত্রকের কর্তারা।
উদাহরণ হিসেবে উঠে আসছে আমির খানের ‘গুলাম’ সিনেমার কথা। সেখানে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছিলেন আমির। তার পর ট্রেনের সঙ্গে পাল্লা দেওয়ার বেশ কিছু ঘটনার সাক্ষী ছিল রেল মন্ত্রক। অতীত অভিজ্ঞতা থেকে আর তাই ঝুঁকি নেওয়া হয়নি। টিভিতে প্রোমো দেখার পরেই মন্ত্রকের পক্ষ থেকে গত কাল সিনেমার প্রযোজক শীতল বিনোদ তলোয়ারের কাছে চিঠি দেওয়া হয়েছে। দৃশ্যটি যদি একান্তই রাখতে হয়, তা হলে দৃশ্যটি দেখানোর সময় সিনেমার হল-এ একটি বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে নির্মাতাদের। ‘এই ভাবে প্রহরাবিহীন লেভেল ক্রসিং পার হওয়া বিপজ্জনক। কোনও ভাবেই যেন তা অনুকরণ করা না হয়’ এই লেখা ওই দৃশ্য ছাড়াও সিনেমা শুরুর আগেও দেখাতে বলা হয়েছে। শাহিদ ও সোনম কপূর এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত। বিভিন্ন সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানেও যাতে তাঁরা ওই বার্তা রাখেন, সেই অনুরোধও করা হয়েছে। কাল সন্ধ্যায় রেল মন্ত্রকের পক্ষ থেকে নির্মাতাদের কাছে ওই মর্মে চিঠি গিয়েছে। এখনও উত্তর আসেনি। তবে মন্ত্রক আশা করছে, তাদের দাবি মেনে নেবেন নির্মাতারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.