জঙ্গি হামলায় নিহত রব্বানি |
আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানি। তালিবানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে কারজাই যে ‘শান্তি কাউন্সিল’ গঠন করেছিলেন, রব্বানি তাঁর চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার সন্ধেয় বাড়িতে তিনি দুই তালিবান নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন। তার মধ্যেই বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। যে দুই তালিবান প্রতিনিধি বৈঠকে ছিলেন, তাঁরা হামলায় জড়িত কি না, জানা যায়নি। বিস্ফোরণে আরও তিন জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে আছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতিনিধি মাসুম স্ট্যানেকজাই। রব্বানির মৃত্যুতে শান্তি প্রক্রিয়া বড় ধাক্কা খেল।
|
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেখা করতে না চাওয়ায় আমেরিকা সফর বাতিল করেছেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। আজ একটি পাক সংবাদপত্র এ কথা জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে আমেরিকা যাওয়ার কথা ছিল গিলানির। পাক সংবাদপত্রটির মতে, সাধারণ সভার অধিবেশনের পাশাপাশি ওবামার সঙ্গে গিলানির একটি বৈঠকের আয়োজন করার চেষ্টা করেছিল পাক দূতাবাস। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ফলে সফর বাতিল করে দেন পাক প্রধানমন্ত্রী। |