শহরে হাজির গ্রামবাংলা
শহরের কংক্রিটের ভিড়ে গ্রামবাংলার পুজোর স্বাদ দিতে চলেছে আলিপুরদুয়ার বাবুপাড়া ক্লাব। এ বার দশভুজাকে মাটি, বাঁশ, পাটি দিয়ে তৈরি ঘরে দেখতে পাবেন আলিপুরদুয়ারের মানুষ। শহরের আর দশটা পুজোমণ্ডপ ঘুরে এখানে এসে দর্শনার্থীদের মন গ্রাম বাংলায় ফিরে যাবে বলে দাবি ক্লাব কর্তাদের। আলিপুরদুয়ার বাবুপাড়ার সম্পাদক অরিজিৎ পোদ্দার বলেন, “এ বছর পুজো ৯১ বছরে পড়ল। বাবুপাড়া ক্লাবের সদস্যার আলাদা করে কোনও ডেকরের্টাসকে পুরোপুরি পুজোর মণ্ডপ তৈরির দায়িত্ব ভার দেওয়া হয়নি। নিজেরা মণ্ডপ বানানোর জিনিস কিনে মণ্ডপ শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে।” আলিপুরদুয়ার পশু হাসপাতেলের মাঠে প্রায় তিন লক্ষ টাকা বাজেটের এই পুজোর অন্যতম আকর্ষণ থাকবে টেরাকোটার এক চালার দুর্গা প্রতিমা। পুজো প্রাঙ্গনে প্রবেশ করে গ্রামবাংলার উঠোনের দৃশ্য দেখতে পাবেন বাসিন্দারা। উঠোনের এক পাশে খড়ের ছাউনির মন্দিরে দুর্গার মূর্তি থাকবে। প্রতিমাতেও নতুনত্ব আনার চেষ্টা করছেন সদস্যরা। কলকাতার কুমোরটুলি থেকে শিল্পী আনিয়ে এক চালার টেরাকোটার দুর্গা প্রতিমা তৈরী করানো হচ্ছে। মূর্তিটি মার্বেল কালার করা হবে। বাঁশ, খড়, কাশ ফুল, পাঠ কাটি, আইসক্রিমের চামচ ও পাটি সহ নানা ধরনের উপকরণ দিয়ে মণ্ডপ সাজা হচ্ছে। ক্লাব সদস্যারা নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গা থেকে মণ্ডপ সজ্জার উপকরণ সংগ্রহ করছেন। সাধারণ আলো সজ্জা থাকছে। তবে উঠোনের দুদিকে বাগান ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আচার্য্য জগদীশ চন্দ্র বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসু, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত কুড়ি জন বিখ্যাত বাঙালির ছবি ফ্লেক্সে ঝোলানো থাকবে।

• বিধাননগরে এবার ২০টি পুজো হচ্ছে। পুলিশ সূত্রের খবর, এর মধ্যে বড় পুজো স্থানীয় আনারস ব্যবসায়ী সমিতি, বিধানগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিবেকানন্দ ক্লাব ও মুরালিগঞ্জ সর্বজনীন দুর্গা পূজা কমিটি ও ভীমবার সর্বজনীন দুর্গোৎসব। পারিবারিক পুজো হচ্ছে তিনটি। বিধাননগরের সহদরগছে মহিলাদের পরিচালিত পুজো হচ্ছে। বিবেকানন্দ ক্লাবের পুজোর মণ্ডপ হচ্ছে একটি জলাশয়ের উপরে। আনারস ব্যবসায়ী সমিতির এ বার পুজোর মণ্ডপ হচ্ছে দিল্লির লোকসভা ভবনের আদলে।

• পাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পেল পার মেখলিগঞ্জের ১৭ জঙ্গলবস গ্রামের বাসিন্দারা। এতদিন একটি ভাড়া বাড়িতে কেন্দ্রটি চলত। শুক্রবার ওই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলদিবাড়ি সিডিপিও সৌরজ্যোতি ঘোষ। এলাকার ৮ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়।

• বেলাকোবায় এ বার পুজো হচ্ছে ১৭টি। এর মধ্যে বড় মাপের পুজো হচ্ছে বটতলা নবজীবন ক্লাব, বাবুপাড়া স্টেশন কলোনি, বিবেকানন্দ সর্বজনীন, নবদূত ক্লাব, মুনলাইট ক্লাব, প্রতাপ সঙ্ঘ ও ওয়াইএফএ ক্লাব পুজো কমিটির।

• পুজোয় ১২০ দুঃস্থকে বস্ত্র বিলির সিদ্ধান্ত নিয়েছে নন্দনপুর-বোয়ালমারি পঞ্চায়েত। ধুতি, শাড়ি, লুঙ্গি ও বাচ্চাদের জামা দেওয়া হবে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সন্তোষ বাড়ুই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.