|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড-এ দুটি কোর্সের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি ১) আঠারো মাসের এগজিকিউটিভ পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল বিজনেস, ২) চার মাসের সার্টিফিকেট প্রোগ্রাম ইন এক্সপোর্ট ম্যানেজমেন্ট। প্রোগ্রামগুলি হবে সপ্তাহান্তে। প্রথমটির ক্ষেত্রে যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ ম্যানেজার পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা অথবা স্নাতক সহ ম্যানেজার পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। আর দ্বিতীয়টির ক্ষেত্রে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন জমার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর। ওয়েবসাইট: www.iift.edu.
• আই আই টি মুম্বই, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, কানপুর, খড়্গপুর, চেন্নাই এবং রুরকিতে দু’বছরের এম এসসি, জয়েন্ট এম এসসি-পিএইচ ডি, এম এসসি-পিএইচ ডি ডুয়াল ডিগ্রি এবং অন্যান্য পোস্ট ব্যাচেলর্স ডিগ্রি কোর্সে ভর্তির জন্য ‘জ্যাম’ পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি, ২০১২। অনলাইন রেজিস্ট্রেশন এবং পরীক্ষার ফর্ম বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.iitb.ac.in/jam
• ইঞ্জিনিয়ারিং, টেকনলজি, আর্কিটেকচার কিংবা সায়েন্স নিয়ে দেশের বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স এবং ডক্টরাল কোর্সে ভর্তির জন্য আগামী বছর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) পরীক্ষা দিতে হবে। প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। সাধারণ এবং অন্যান্য অনুন্নত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে ১০০০ টাকা। আর তফসিলি জাতি/ জনজাতি/ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে লাগবে ৫০০ টাকা। ওয়েবসাইট: www.iitkgp.ac.in
• ২০১২-১৪ সাল পর্যন্ত দেশের ছ’টি আই আই টি (মুম্বই, দিল্লি, কানপুর, খড়্গপুর, চেন্নাই এবং রুরকি) এবং আই আই এস সি বেঙ্গালুরুতে পোস্টগ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রি পড়ার জন্য জে মেট-এর বদলে ক্যাট পরীক্ষা দিতে হবে। সংশ্লিষ্ট আই আই টি বা আই আই এস সি-র ওয়েবসাইটে যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।
• আই আই এস সি বেঙ্গালুরু, আই আই টি (মুম্বই, দিল্লি, গুয়াহাটি, কানপুর)-এ মাস্টার অব ডিজাইন এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানে ডিজাইনে পিএইচ ডি করার জন্য কমন এন্ট্রান্স এগজামিনেশন ফর ডিজাইন (সিইইডি) হবে ৪ ডিসেম্বর।
যোগ্যতা:
১) ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডিজাইন, ইন্টিরিয়র ডিজাইন কিংবা সমতুল বিষয়ে স্নাতক ডিগ্রি,
২) ডিজাইনে পেশাদার ডিপ্লোমা,
৩) বি এফ এ (দ্বাদশ শ্রেণির পর চার বছরের পেশাদারি প্রোগ্রাম),
৪) এক বছরের কাজের অভিজ্ঞতা সহ জি ডি আর্ট (দশম শ্রেণির পর পাঁচ বছরের প্রোগ্রাম),
৫) আর্টস, সায়েন্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনস-এ মাস্টার্স ডিগ্রি।
অনলাইন ফর্ম জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি ৯৫০ টাকা। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ৭ অক্টোবর। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.iisc.ernet.in, www.iitb.ac.in, www.iitd.ac.in, www.iitg.ac.in, www.iitk.ac.in |
|
|
|
• ইঞ্জিনিয়ারিং এবং টেকনলজি, ম্যানেজমেন্ট, ফার্মাসি ইত্যাদি পূর্ণ সময়ের পেশাদারি কোর্সে পাঠরত তফসিলি জাতি ও জনজাতি শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ১০০০টা স্নাতকোত্তর স্কলারশিপ-এর ব্যবস্থা করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউ জি সি)। যারা এ বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছে তারাও আবেদন করতে পারে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। ওয়েবসাইট: www.ugc.ac.in/pgsprof.
• ২০১১-১৩ সালের জন্য কোনও পরিবার যাদের একটি কন্যা সন্তান আছে, তাদের স্নাতকোত্তর স্তরে পড়াশোনায় আর্থিক সহায়তার জন্যে ‘পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গাঁধী স্কলারশিপ ফর সিঙ্গল গার্ল চাইল্ড’ দেবে ইউ জি সি। অনলাইনের মাধ্যমে এ ক্ষেত্রেও আবেদন জমা দিতে হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.ugc.ac.in/sgc |
|
|
|
|
|