গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর অনশনের কর্মসূচিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দেশের সেরা মুখ্যমন্ত্রী’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা সংসদে তৃণমূলের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায়। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী এটিএম আবদুল্লা (রনি)-র হয়ে রবিবার ধান্যকুড়িয়ায় প্রচার-সভায় সুদীপবাবু বলেন, “নরেন্দ্র মোদীকে নিয়ে যাঁরা মাতামাতি করে এ দেশে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করছেন, আমরা মমতাকে নিয়ে তার থেকেও বেশি আলোড়ন সৃষ্টি করতে পারি! বাংলার মানুষের জন্য ৯০ দিনের মধ্যে মমতা যে কাজ করেছেন তা ভারতের কোনও মুখ্যমন্ত্রী তা করেনি।” |
ধান্যকুড়িয়ার সভায় এ দিন কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সুদীপবাবু বলেন, “কংগ্রেস-তৃণমূল জোট সরকার বাংলার উন্নয়নে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে। বাম জমানায় এ রাজ্য বিহার, তামিলনাড়ু, গুজরাতের চেয়েও পিছিয়ে গিয়েছিল। একে সামনের সারিতে আনতে মমতা সচেষ্ট।” ওই সভায় দেগঙ্গার তৃণমূল বিধায়ক নুরুজ্জমানও উপস্থিত ছিলেন।
বসিরহাট উত্তর কেন্দ্রের সিপিএম বিধায়ক মোস্তাফা বিন কাশেমের মৃত্যুতে আগামী রবিবার সেখানে উপনির্বাচন হবে। প্রত্যাশিত ভাবেই এ দিন প্রচার করতে এসে সুদীপবাবু সিপিএমের ৩৪ বছরের শাসনে রাজ্যের ‘বেহাল অবস্থা’ হয়েছিল বলে অভিযোগ করেছেন। পাশাপাশি, মমতার নেতৃত্বাধীন সরকার স্বল্প সময়ের মধ্যে রাজ্যে ‘ভেঙে
পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সুনিশ্চিত পদক্ষেপ করেছেন’ বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে সুদীপবাবু অভিযোগ করেছেন, দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও সিপিএমের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কিছুই করেনি। মমতার সরকার ১০০ দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে যে ‘উল্লেখযোগ্য কাজ’ করেছে, তা মানুষের কাছে তুলে ধরার জন্য এ দিন বসিরহাটের চৈতি-মালতীপুরেও দলীয় কর্মিসভায় নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। |