টুকরো খবর
বেথুয়াডহরিতে হেরোইন বিক্রি বাড়ছে, দাবি
বেথুয়াডহরি কলেজ চত্বর ও সংলগ্ন অঞ্চলে রমরমিয়ে হেরোইন বিক্রি হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। এ ছাড়াও বেথুয়াডহরি বাজার ও সুপারমার্কেট এলাকাতেও হেরোইন ব্যবসা বেড়ে গিয়েছে বলে দাবি উঠেছে। বেথুয়াডহরি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছাত্র পরিষদের অর্ঘ্য রায় বলেন, “বেশ কিছু দিন ধরেই এলাকার কয়েকজন সমাজবিরোধী বেথুয়াডহরি কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায় হেরোইন বিক্রি করছে। এলাকার যুবকেরা তাতে আসক্ত হচ্ছে। কলেজের ছাত্রদের মধ্যেও এই নেশা ছড়িয়ে পড়ছে।” তিনি বলেন, “আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি, যাতে কলেজের মধ্যে এই নেশা না ছড়ায়। কিন্তু কলেজ চত্বরের বাইরে তো আমরা অসহায়।” ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন মণ্ডল বলেন, “এখনও আমরা কাউকে হাতেনাতে ধরতে পারিনি। তবে কলেজের মধ্যে কেউ হেরোইন বা অন্য কোনও নেশাদ্রব্য ব্যবহার করলে, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।” জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “নেশাদ্রব্য বিক্রি বন্ধের ব্যাপারে নাকাশিপাড়া থানার পুলিশ সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজা-সহও আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নির্দিষ্ট ভাবে যদি কোনও তথ্য বা অভিযোগ যদি আমরা হেরোইনের ব্যাপারে পাই, তা হলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।” নাকাশিপাড়ার বিডিও পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, “বিভিন্ন দিক দিয়ে কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায় হেরোইন বিক্রির খবর আসছে। বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। পুলিশও সক্রিয়। তবে আমরা বেআইনি পোস্ত চাষের পাশাপাশি হেরোইনের নেশা যাতে বন্ধ হয়, তার জন্য সচেতনতা শিবির করব।”

মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৩
ভবতারিনী মন্দিরে বিগ্রহের গয়না চুরির ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। গত শুক্রবার নবদ্বীপ ও পূর্বস্থলী থেকে ২ জনকে এবং শনিবার ফের সিংহজুলি থেকে এক জনকে গ্রেফতার করে পুলিশ। ৩০ অগস্ট রাতে পোড়ামাতলার প্রাচীন ভবতারিনী মন্দিরের বিগ্রহের গা থেকে কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়। তালা ভেঙে দীর্ঘ ক্ষণ ধরে ওই মন্দিরে গয়না চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাথমিক ভাবে পুলিশ এবং গোয়েন্দাদের অনুমান, পেশাদার অপরাধীরা মন্দিরের বিগ্রহের গয়না চুরি করেছে। তবে এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরাও জড়িত বলে অনুমান। ভবতারিনী মন্দিরের সেবায়েত নদিয়ার রাজ পরিবারের সৌমিশচন্দ্র রায় বলেন, “মন্দির ঘনিষ্ঠরাই চুরির ঘটনায় যুক্ত।” বিগ্রহের পায়ে পাওয়া আঙুলের ছাপ পরীক্ষা করে তদন্ত করা হয়। কয়েক দিনের মধ্যেই দু’জনকে ধরে পুলিশ। গত শুক্রবার নবদ্বীপের নিতাই বিশ্বাস ও পূর্বস্থলীর সিংহজুলি থেকে প্রশান্ত সমাদ্দার নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ফের সিংহজুলি থেকে জিয়ারুল গাজি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, এই ঘটনায় পূর্বস্থলীর দুষ্কৃতীদের যোগ রয়েছে। ধৃতরা সকলেই পুলিশি হেফাজতে রয়েছে।

দাদাকে খুনে অভিযুক্ত ভাই
দাদাকে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে চাকদহ থানার বনমালী পাড়া এলাকার সুগ্রীব সর্দার ওরফে কালী (২৩) নামে ওই ব্যক্তিকে তাঁর ভাই বালি সর্দার খুন করেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে বালি পলাতক। পুলিশ জানায়, পারিবারিক বিবাদের সময় বালিবাবু সুগ্রীবের মাথায় নোড়া দিয়ে আঘাত করেন। মারা যান সুগ্রীব। সুগ্রীববাবু পেশায় দিনমজুর। পুলিশ জানতে পেরেছে, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তিনি বাড়িতে সকলকে গালিগালাজ করছিলেন। প্রতিবাদ করেন বালি। দুই ভাইয়ের গণ্ডগোল বাধে। বালির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

শিক্ষক সমিতির জেলা সম্মেলন
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রবিবার চাকদহের নরপতি পাড়া হাই মাদ্রাসায় এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন, কল্যাণীর বিধায়ক রমেন বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, জেলা কমিটির সম্পাদক তাজেনা আলি মণ্ডল, কল্যাণীর ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বিশ্বাস-সহ বিশিষ্টেরা। বিধায়ক রমেন বিশ্বাস বলেন, “বাম জমানায় মাদ্রাসা শিক্ষায় সেরকম উন্নতি হয়নি। আমরা ক্ষমতায় এসে মাদ্রাসার বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখছি। মাদ্রাসা শিক্ষার হাল ফেরাতে আমরা বদ্ধপরিকর।”

উদ্ধার আগ্নেয়াস্ত্র
শনিবার রাতে নদিয়ার শান্তিপুরের সাহেবডাঙায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে একটি মাসকেট এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে বাড়ির মালিক পলাতক। ওই ব্যক্তি কংগ্রেসের এক কর্মীর ভাই বলে এলাকায় পরিচিত। তবে শান্তিপুরের বিধায়ক কংগ্রেসের অজয় দে বলেন, “যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে তার দাদা আমাদের দলের এক সাধারণ কর্মী। তবে ওদের দুই ভাইয়ের বাড়ি আলাদা। এই ঘটনায় আমাদের দলের কারও কোনও সম্পর্ক নেই।”

জলে ডুবে ২ বালকের মৃত্যু
ডিঙি উল্টে মৃত্যু হল দুই বালকের। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের পানিঘাটায়। মৃতদের নাম সুমন হালদার (১০) ও মঙ্গল হালদার (১১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে পাগলাচণ্ডী দহতে দুপুর বেলা একটি ডিঙি চেপে খেলা করছিল তারা। হঠাৎ ওই ডিঙি উল্টে গেলে দু’জনেই জলে ডুবে যায়। সুমনের বাবা অমৃত হালদার বলেন, “ওদের অনেক ক্ষণ দেখতে না পেয়ে খুঁজতে যাই। ডিঙিটা উল্টে রয়েছে দেখতে পাই। জলে ওদের দেহ মেলে।” দেহগুলি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত ষোষণা করা হয়।

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম অসীম মিস্ত্রী (৫৩)। বাড়ি তেহট্ট থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে তিনি গ্রামের মাঠে কাজ করছিলেন। বজ্রাঘাতে তিনি আহত হন। পলাশীপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষনা করা হয়। রানিনগরের সেনপাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম সুকুর আলি (৪৩)। রবিবার বিকেলে চাষের জমিতে কাজ করার সময়ে বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। জলঙ্গির কাটাবাড়িতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আব্দুল আজিজ মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির।

গ্রন্থাগার উদ্বোধন
কামারি যুব সংঘের উদ্যোগে রবিবার কালীগঞ্জের কামারি গ্রামে একটি গ্রন্থাগারের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন, স্থানীয় তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তিনি বলেন, “গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রন্থাগারটি খোলা হল।” সংস্থার সম্পাদক আনারুল হক বলেন, “গ্রন্থাগারে সব রকম বই রাখার চেষ্টা করেছি আমরা।”

বিশ্বকর্মার আরাধনা। কৃষ্ণনগরের রেল দফতরের পুজোয় সামিল যন্ত্রপাতিও।
রবিবার ছবি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

বৃষ্টির জমা জলে জমিয়ে ফুটবল। বহরমপুরের কুমার হস্টেল মাঠে।
ছবি: গৌতম প্রামাণিক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.