চন্দ্রকোনা কলেজের সংসদেও টিএমসিপি |
এক সময়ে যে চন্দ্রকোনা ছিল বাম দুর্গ, পরিবর্তনের পর সেখানে কলেজে ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই মনোনয়নপত্রই তুলতে পারল না। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। ওই কলেজে কংগ্রেসের ছাত্র সংগঠনসিপি বা অন্য কেউ লড়ছে না। গত ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। নির্বাচনের দিন ২৩ সেপ্টেম্বর। কিন্তু সংসদের ২০ আসনের কোনওটিতেই নির্বাচনের আর আদৌ প্রয়োজন থাকছে না। এসএফআই নেতা শেখ খালেকের অভিযোগ, “আমরা মনোনয়নপত্র তুলতে গিয়েছিলাম। কিন্তু টিএমসিপি-র সমর্থকরা মারধর করে কলেজ থেকে বের করে দেয়। আমরা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছি।” টিএমসিপি-র পক্ষে প্রদীপ ঘোষ, বাপ্পা সিংহদের অবশ্য দাবি, “দশ বছর ধরে আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারতাম না এসএফআইয়ের সন্ত্রাসে। এ বার আমরা চেয়েছিলাম নির্বাচন হোক। কিন্তু এসএফআই-সহ কোনও ছাত্র সংগঠনই মনোনয়নপত্র তোলেনি। আসলে ওদের কারও পক্ষে সমর্থন নেই ছাত্রছাত্রীদের।”
|
আধুনিক পদ্ধতিতে কী ভাবে গ্রামীণ অঞ্চলে নৃতাত্ত্বিক সমীক্ষা করা যাবে, তা নিয়ে সম্প্রতি দু’দিন ব্যপী কর্মশালা অনুষ্ঠিত হল মেদিনীপুরের স্থানীয় পত্রিকা ‘উপত্যকা’ ও অ্যানথ্রোপলিজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে। মেদিনীপুর ফিল্ম সোসাইটির প্রেক্ষাগৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ভের তরফে কাঞ্চন মুখোপাধ্যায়, নবকুমার দুয়ারি। ছিলেন বিশিষ্ট কবি বিপ্লব মাজি, পত্রিকার সম্পাদক তাপস মাইতি প্রমুখ। দু’দিন ব্যাপী কর্মশালায় নৃতাত্ত্বিক সমীক্ষার আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
|
রবিবার দাঁতন ১ ব্লকের ষড়রং মধুসূদন বিদ্যাপীঠের পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। ৬টি আসনের সব ক’টিতেই জিতেছেন তৃণমূল জোট সমর্থিত প্রার্থীরা। তৃণমূল সমর্থিতরা ৬টি আসনে মনোনয়ন জমা দিলেও বিরোধী বিজেপি ৩টি এবং এসইউসি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। বামেদের কেউ মনোনয়ন দেয়নি। ফলে, এ দিন ভোট হয় ৫টি আসনে। টানা তিন দশকেরও বেশি এই স্কুলের পরিচালন সমিতি ছিল সিপিএমের দখলে।
|
শুরু হল দাঁতন থানা আয়োজিত ১৬ দলের নক-আউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) মিরাজ খালিদ। ছিলেন এসডিপিও দীপক সরকার, আইসি মিহিরলাল নস্কর, বিডিও তিলকমৌলি রক্ষিত, দাঁতন কলেজের অধ্যক্ষ পবিত্র মিশ্র প্রমুখ। উদ্বোধনী খেলায় দাঁতন ভট্টর কলেজ ১-০ গোলে হারায় আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতকে। দ্বিতীয় খেলায় মনোহরপুর পঞ্চায়েত ১-০ গোলে দাঁতন ২ পঞ্চায়েতকে পরাজিত করে। রবিবারের প্রথম দু’টি খেলায় আলিকষা পঞ্চায়েত দাঁতন ২ ব্লককে এবং জেনকাপুর পঞ্চায়েত শালিকোঠা পঞ্চায়েতকে ১-০ গোলে হারিয়ে দেয়। তৃতীয় ম্যাচে দাঁতন ২ পঞ্চায়েত অনুপস্থিত থাকায় ওয়াক-ওভার পায় তালদা পঞ্চায়েত। চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় দাঁতন থানা ও আঁইকোলা পঞ্চায়েত।
|
রবিবার
বার্ষিক অনুষ্ঠান: ‘কলাকেন্দ্রে’র ১৫তম বার্ষিক অনুষ্ঠান। হবে অঙ্কন, আলপনা প্রতিযোগিতা,
চিত্র প্রদর্শনী ও বাৎসরিক পুরস্কার বিতরণ। অজিতকুমার রায় স্মরণে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যদানেরও কর্মসূচি।
মেদিনীপুরের দুর্গাদেবী লোধা স্মৃতিভবনে। সকাল ১০টা।
মঙ্গলবার
রাষ্ট্রভাষা দিবস: খড়্গপুর ওয়ার্কশপ রাজভাষা বিভাগের উদ্যোগে রাষ্ট্রভাষা দিবস পালন।
সাউথসাইডে সিস্টেম টেকনিক্যাল স্কুলে অনুষ্ঠান শুরু বিকেল ৫টায়।
বৃহস্পতি-শুক্রবার
সাংস্কৃতিক প্রতিযোগিতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃমহাবিদ্যালয় সাংস্কৃতিক
প্রতিযোগিতার উদ্বোধন বৃহস্পতিবার। উদ্বোধন করবেন উপাচার্য নন্দগোপাল পড়িয়া। থাকবেন নিবন্ধক রণজিৎ ধর,
ছাত্রকল্যাণ বিভাগের ডিন সুবীরকুমার বসু। সকাল সাড়ে ১০টায় বি সি মুখোপাধ্যায় হলে। |