আর্থিক লেনদেন নিয়ে খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীনিবাস রেড্ডিকে জেরা করল সিবিআই। তাঁকে সম্প্রতি বল্লারির একটি ব্যাঙ্কে নিয়ে আসেন তদন্তকারীরা। খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি ও তাঁর শ্যালক শ্রীনিবাস আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন। বল্লারির একটি ব্যাঙ্কে শ্রীনিবাস রেড্ডির ওবুলাপুরম মাইনিং কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে। ওবুলাপুরম মাইনিং কোম্পানির নামে শ্রীনিবাস কোটি কোটি টাকার লেনদেন করেছেন বলে অভিযোগ। ওই ব্যাঙ্কে তাঁর অনেক বেনামী অ্যাকাউন্টও রয়েছে বলে সন্দেহ সিবিআইয়ের। ব্যাঙ্কের এক প্রাক্তন অফিসার বেনামী অ্যাকাউন্ট খুলতে শ্রীনিবাস রেড্ডিকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই ব্যাঙ্কে শ্রীনিবাস রেড্ডির কয়েকটিলকার সম্পর্কে অনুসন্ধান চালান তদন্তকারীরা। দু’টি লকার খোলা হয়েছে। তবে সেগুলিতে কী পাওয়া গিয়েছে তা নিয়ে মুখ খোলেনি সিবিআই।
|
আগরার হাসপাতালে বিস্ফোরণ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণে আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মায়াবতী। শনিবার আগরার ‘জয়’ হাসপাতালে বিস্ফোরণে আহত হয়েছেন ৬ জন। এই ঘটনার পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত আছে কি না তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ ডিজি ব্রিজ লাল জানিয়েছেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। |
আগ্রায় শনিবারের বিস্ফোরণের পর রবিবার
নিরাপত্তার কড়াকড়ি তাজমহলে। ছবি: পিটিআই |
তদন্ত শেষ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। আটক ৪ জনের পাশাপাশি হাসপাতালের কর্মীদেরও জেরা করা হচ্ছে। হামলাকারীদের বিষয়ে তথ্য জানতে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। তবে এই বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়ে গিয়েছে। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ ও সাংসদ রাজ বব্বর। সিংহ দাবি করেছেন, হামলার সম্ভাবনা নিয়ে আগেই রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছিল কেন্দ্র। বিস্ফোরণ নিয়ে মায়াবতী সরকারের সমালোচনা করেছেন উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান রীতা বহুগুণা জোশীও।
|
দিল্লি হাইকোর্ট চত্বরে বিস্ফোরণের ঘটনায় আরও এক জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। রতন লাল নামে ওই ব্যক্তি রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিস্ফোরণে তাঁর দু’টি পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই ডাক্তাররা অস্ত্রোপচার করে তাঁর দু’টি পা -ই বাদ দিতে বাধ্য হন। দিল্লি হাইকোর্টে ৭ সেপ্টেম্বরের বিস্ফোরণের ঘটনায় আহত ২৪ জন এখনও দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। |