প্রতিরক্ষা দফতরের ‘অবৈধ নির্মাণ’
নিজস্ব সংবাদদাতা |
এ বার কলকাতায় প্রতিরক্ষা দফতরের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ তুলল পুরসভা। সম্প্রতি ওই নির্মাণ এলাকা সপার্ষদ পরিদর্শন করে ফিরে এসে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “মানিকতলা মেন রোডের ঠিকানায় উপকূলরক্ষী বাহিনীর আটতলা দুটি ভবনের নির্মাণ কাজ চলছে। ওই দু’টি বহুতলের নকশা পুরসভা অনুমোদন করেনি। পুর-অনুমোদন ছাড়া যে কোনও নির্মাণই অবৈধ। তাই নির্মাণ স্থগিত রাখার নোটিস দেওয়া হয়েছে।” |
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গুরুতর আহত হলেন এক মোটরবাইক চালক। রবিবার দুপুরে, বাগুইআটি থানার তেঘরিয়ায়। আহত অক্ষর বিশ্বাস (২৫) রাজারহাট পুরসভার চণ্ডীবেড়িয়ার বাসিন্দা। পুলিশ জানায়, অক্ষর বিনা হেলমেটে জোরে মোটরবাইক চালিয়ে ভিআইপি রোড ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। এ দিনই দুপুরে বাগুইআটি এবং লেকটাউনে আরও দু’টি মোটরবাইক দুর্ঘটনা হয়। তবে আহতদের চোট গুরুতর নয়। ওই চালকদের মাথাতেও হেলমেট ছিল না বলে খবর। স্থানীয়দের অভিযোগ, ভিআইপি রোডে ট্রাফিক নিয়ম না মেনেই বিনা হেলমেটে প্রচণ্ড গতিতে মোটরবাইক চালান বহু যুবক। এ দিকে, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় সল্টলেকের রাস্তায় প্রহৃত হলেন এক যুবক। আহতের নাম বিপ্লব সরকার। তিনি পেশায় গাড়িচালক। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় সল্টলেকের এবি-এসি ব্লকের মধ্যে দিয়ে বেপরোয়া ভাবে একটি গাড়ি যাচ্ছিল। বিপ্লব ঘটনাটির প্রতিবাদ করায় গাড়িটির লোকেরা নেমে এসে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। |
তিলজলা থানা এলাকা থেকে নিখোঁজ হল এক কিশোর। পুলিশ জানায়, নিখোঁজ গৌতম হেলা ওরফে সন্তুর (১১) বাড়ি বন্ডেল গেট এলাকার কুষ্টিয়া রোডে। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরের পরিবার জানায় রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে গৌতমকে পাওয়া যাচ্ছে না। তাঁরা প্রথমে ভেবেছিলেন, গৌতম এলাকারই কোথাও রয়েছে। কিন্তু বেলা বাড়লেও সে বাড়ি না ফেরায় বিষয়টি থানায় জানানো হয়। পুলিশের অনুমান, পরিবারের সঙ্গে গোলমালের জেরে সে কোথাও চলে গিয়েছে। বিষয়টি অন্যান্য থানা-সহ গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে বলে খবর। |
মোবাইলের দোকান থেকে চুরি গেল নগদ ২৫ হাজার টাকা-সহ প্রায় ৬০টি মোবাইল। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোডে। ওই দোকানটির মালিক এস এন সিংহ রবিবার ভবানীপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, শনিবার রাতে ওই ব্যক্তি দোকান বন্ধ করে চলে যান। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, দোকানের শাটার বেঁকানো। তাঁরাই মালিককে খবর দেন। তিনি এসে দেখেন, ক্যাশ বাক্স থেকে ২৫ হাজার টাকা খোয়া গিয়েছে। সেই সঙ্গে উধাও প্রায় ৬০টি মোবাইল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাটারটি যে ভাবে বেঁকানো হয়েছে, তাতে কোনও পূর্ণবয়স্ক মানুষের পক্ষে ভিতরে ঢোকা মুশকিল। পুলিশের অনুমান, অল্পবয়সী কেউ এই ঘটনায় জড়িত। |
ছিনতাই এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তিন যুবককে। ধৃতদের নাম গৌতম সাহা, বিধান সাহা এবং তন্ময় মণ্ডল। পুলিশ জানায়, শনিবার রাতে মোটরবাইকে চেপে বি টি রোড ধরে যাচ্ছিলেন এক দম্পতি। সিঁথির মোড় থেকে একটি অটো করে ওই দম্পতির পিছু নেয় ওই তিন যুবক। কয়েক বার তারা মোটরবাইকের পিছনে বসা মহিলার হার ছিনতাইয়ের চেষ্টাও করে। ডানলপ মোড়ে একটি পুলিশের জিপ দেখে বাইক থামান চালক। তাঁর কাছ থেকে ঘটনাটি শুনে অটোর পিছু নেয় পুলিশ। কামারহাটির কাছে পুলিশ ওই তিন জনকে ধরে। |
বেলেঘাটার সুভাষ সরোবর থেকে রবিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম বাবু চক্রবর্তী (৪২)। তাঁর বাড়ি বেলেঘাটার রামমোহন মল্লিক গার্ডেন লেনে। এ দিন সকাল ৮টা নাগাদ তাঁর দেহ ভেসে ওঠে। পুলিশি সূত্রের খবর, শনিবার সকাল ৯টা নাগাদ সরোবরে স্নান করতে নেমেছিলেন বাবু। অনেক ক্ষণ তাঁকে দেখতে না-পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন। সে-দিন ডুবুরি নামানো হলেও দেহটি পাওয়া যায়নি। এ দিন সেটি ভেসে ওঠে। |
দু’পাড়ার যুবকদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল বেলেঘাটা এলাকার মিয়াঁবাগানে। পুলিশ জানায়, রবিবার বিকেল ৪টে নাগাদ দু’দল যুবক লাঠিসোঁটা নিয়ে পরস্পরের উপরে চড়াও হয়। সংঘর্ষে দুলে সর্দার (৪২) নামে এক জন গুরুতর আহত হন। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশি সূত্রের খবর, শনিবার ওখানে দু’দলের হাঙ্গামা হয়েছিল। তার জেরে রবিবার ফের সংঘর্ষ বাধে। |
হরিদেবপুরে শনিবার লরির ধাক্কায় আহত একটি শিশু রবিবার মারা গিয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সোনু সুতার (৪)। শনিবার দুপুরে সে মায়ের সঙ্গে যাচ্ছিল। |