বন্ধ কারখানার শ্রমিকদের এ বার নিজস্ব উদ্যোগেই নিখরচায় প্রশিক্ষণ দিতে চায় রাজ্য। যাতে তাঁরা সেই দক্ষতা কাজে লাগিয়ে নতুন কাজের উপযুক্ত হয়ে উঠতে পারেন, কিংবা রুজি-রুটির ব্যবস্থা করতে পারেন স্বনিযুক্তির মাধ্যমে। প্রকল্প চালু করতে গত ২৫ অগস্ট অর্থ দফতরের কাছে আবেদনও জানিয়েছে শ্রম দফতর। তবে এই উদ্যোগ আদৌ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।এ প্রসঙ্গে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, বাম জমানায় ১৯৯৯ সালে মূলত কেন্দ্রের উদ্যোগে চালু হয় এই প্রকল্প। কয়েক মাসে বন্ধও হয়ে যায়। প্রস্তাবিত প্রকল্পে কিন্তু অর্থ সংস্থান করবে রাজ্যই। পূর্ণেন্দুবাবুর দাবি, আগেকার প্রকল্পে প্রশিক্ষণ পেতেন শুধু সংগঠিত শ্রমিকেরা। কিন্তু এ বার দরজা খুলে দেওয়া হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্যও।একাধিক শ্রমিক সংগঠনের প্রশ্ন, প্রশিক্ষণ পেলেও কোথায় কাজ পাবেন ওই সব মাঝবয়সী শ্রমিক? স্বনিযুক্তি প্রকল্পই বা কী ভাবে শুরু করবেন তিনি? বন্ধ কারখানা সংযুক্ত শ্রমিক কমিটির আহ্বায়ক কুশল দেবনাথের অভিযোগ, “এটা দায়িত্ব এড়ানোর কৌশল মাত্র।” নাগরিক মঞ্চের সম্পাদক নব দত্ত বলেন, “বাম আমলে এ রকম প্রকল্প ফলপ্রসূ হয়নি। বরং ওই শ্রমিকদের ভদ্রস্থ ভাতা দিক রাজ্য। তৈরি করুক দক্ষ কর্মীদের তালিকা। সেখান থেকে তাঁদের পুনর্নিয়োগ করা হোক।” সিটু নেতা কালী ঘোষ বলেন, “বর্তমান সরকার যদি বলে এটা নতুন প্রকল্প, তবে তা সত্যের অপলাপ।” তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেনের দাবি, “প্রকল্পে উপকৃত হবেন শ্রমিকেরাই। কারণ, কিছু কারখানা খুলেছে। আরও খুলবে। তখন দক্ষ শ্রমিক প্রয়োজন হবে অনেক বেশি।”
|
রাজকোষ ঘাটতি কমাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বার কোটিপতিদের উপর ‘বাফে ট্যাক্স’ বসানোর প্রস্তাব আনতে চলেছেন। বছরে ১০ লক্ষ ডলারের বেশি আয় যাঁদের, তাঁরাই এর আওতায় পড়বেন। যে মার্কিন ধনকুবেরের নামে এই কর, সেই ওয়ারেন বাফেই এ বছরের প্রথমে সরকারকে চিঠি দিয়ে এই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন। বাফের যুক্তি ছিল, তাঁর মতো ধনী ব্যক্তিরা বেশির ভাগ সময়েই কর আইনের ফাঁকফোকরের সুবিধা নিয়ে সাধারণ মধ্যবিত্তের থেকেও কম হারে কর দেন। ঘাটতি কমাতে এ বার বাফের ওই ভাবনাই নয়া হাতিয়ার মার্কিন প্রেসিডেন্টের। সোমবারই হোয়াইট হাউসে বাফে কর-সহ রাজস্ব বাড়ানো ও সরকারের খরচ কমানো সংক্রান্ত বিভিন্ন সুপারিশ পেশ করবেন ওবামা।
|
টাটা মোটরসের ব্রিটিশ গাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) মধ্য ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন-এ একটি ইঞ্জিন কারখানা গড়বে বলে জানিয়েছে ব্রিটেনের এক সংবাদ মাধ্যম। লগ্নির অঙ্ক ৬৩.২০ কোটি ডলার (৪০ কোটি পাউন্ড)। কর্মসংস্থান হবে প্রায় ২,০০০। এই উদ্যোগে ব্রিটিশ সরকার প্রায় ১ কোটি পাউন্ড আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছে সংস্থা।
|
শনিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করলেন চেয়ারম্যান দেবাশিস সেন। ওয়েবসাইটে দিঘা-শঙ্করপুর-সহ আশপাশের দর্শনীয় স্থানের বিবরণ, ছবি ছাড়াও রোড-ম্যাপ, হোটেল-লজ সম্পর্কিত তথ্য রয়েছে। শনিবার ওয়েবসাইটের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই পর্ষদের অতিথি নিবাসের অনলাইন বুকিংও শুরু হয়ে যায়। |